Daily Current Affairs in BengaliCurrent Affairs

19th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

19th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৯ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 19th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th November Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি প্রকাশিত ‘Nalanada – Until we meet again’-বইটির লেখক কে?

(A) রাসকিন বন্ড
(B) সতীশ সিং
(C) গৌতম বোরাহ
(D) বরিয়া মজুমদার

উত্তর
(C) গৌতম বোরাহ

  • বহুল প্রশংসিত বই ‘Monetising Innovation’-এর লেখক গৌতম বোরাহ, ১৩ই নভেম্বর, ২০২২-এ তার নতুন বই ‘Nalanada – Until we meet again’ লঞ্চ করেছেন।
  • কিংবদন্তি লেখক রাসকিন বন্ড বইটি লঞ্চ করেছিলেন।

২. ইন্ডিয়ান কোস্ট গার্ড (ICG) কোথায় ২০তম ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ (NMSAR) বোর্ড মিটিং পরিচালনা করেছে?

(A) পোরবন্দর, গুজরাট
(B) কলকাতা, পশ্চিমবঙ্গ
(C) চেন্নাই, তামিলনাড়ু
(D) কেভাদিয়া, গুজরাট

উত্তর
(D) কেভাদিয়া, গুজরাট

  • ইন্ডিয়ান কোস্ট গার্ড (ICG) ২০তম ন্যাশনাল মেরিটাইম সার্চ অ্যান্ড রেসকিউ (NMSAR) বোর্ডের সভা ১৮ই নভেম্বর, ২০২২-এ গুজরাটের কেভাদিয়াতে পরিচালনা করেছে।

 

৩. সম্প্রতি কোন শহরে ৮তম নরওয়ে-ইন্ডিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মেরিটাইম মিটিং অনুষ্ঠিত হয়েছে?

(A) মুম্বাই
(B) পুনে
(C) চেন্নাই
(D) নতুন দিল্লি

উত্তর
(A) মুম্বাই

  • ৮তম নরওয়ে-ইন্ডিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মেরিটাইম বৈঠক ১৭ই নভেম্বর ২০২২ এ মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে।
  • ২০১৯ সালের নভেম্বরে অসলোতে সামুদ্রিক বিষয়ে সপ্তম JWG মেরিটাইম মিটিং অনুষ্ঠিত হয়েছিল।

৪. পরিবার পরিকল্পনা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ‘দেশ বিভাগে’ ‘লিডারশিপ ইন ফ্যামিলি প্ল্যানিং (EXCELL) অ্যাওয়ার্ড-২০২২’ প্রাপ্ত একমাত্র দেশ কোনটি?

(A) জাপান
(B) ভারত
(C) রাশিয়া
(D) আমেরিকা

উত্তর
(B) ভারত

  • ভারতে বর্তমানে ১৫-৪৯ বছর বয়সী বিবাহিত মহিলাদের মধ্যে পরিবার পরিকল্পনার জন্য মোট সন্তুষ্টি ২০১৫-১৬ সালের ৬৬% থেকে বেড়ে ২০১৯-২১-এ ৭৬% হয়েছে।

৫. তেলেঙ্গানা সরকার ১৮ই জানুয়ারী, ২০২৩ থেকে রাজ্য জুড়ে নিম্নোক্ত কোন স্কিম/স্কিমগুলি পুনরায় চালু করবে?

(A) আরোগ্যশ্রী
(B) মিশন কাকাতিয়া
(C) কান্তি ভেলুগু
(D) A ও B উভয়

উত্তর
(C) কান্তি ভেলুগু

  • তেলেঙ্গানা সরকার কান্তি ভেলুগু স্কিম পুনরায় চালু করবে।
  • এই প্রকল্পে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, অস্ত্রোপচার এবং সুবিধাভোগীদের প্রয়োজন অনুযায়ী চশমা বিতরণ করা হয়।

৬. কোন রাজ্য সরকার তিনজন হিজড়াকে সরকারি স্কুলে শিক্ষক হিসেবে বেছে নিয়েছে?

(A) গুজরাট
(B) গোয়া
(C) কর্ণাটক
(D) মহারাষ্ট্র

উত্তর
(C) কর্ণাটক

  • কর্ণাটক সরকার তিনজন হিজড়াকে সরকারি স্কুলে শিক্ষক হিসেবে বেছে নিয়ে ইতিহাস তৈরী করেছে।
  • এই তিনজন হলেন সুরেশ বাবু, রবি কুমার YR, এবং অশ্বথামা।
  • সুরেশ বাবু ইংরেজি শিক্ষক , রাবি কুমার ও অশ্বথামা সামাজিক বিজ্ঞানের শিক্ষক।
  • ১৫,০০০টি পদের মধ্যে, সরকার হিজড়াদের জন্য ১% (১৫০টি পদ) সংরক্ষিত করেছে।

৭. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিচের কোন রাজ্যে ডোনি পোলো বিমানবন্দরের উদ্বোধন করলেন?

(A) আসাম
(B) সিকিম
(C) পশ্চিমবঙ্গ
(D) অরুণাচল প্রদেশ

উত্তর
(D) অরুণাচল প্রদেশ

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯শে নভেম্বর ২০২২-এ অরুণাচল প্রদেশের ইটানগরে ডনি পোলো বিমানবন্দর উদ্বোধন করেছিলেন।
  • এটি রাজ্যের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দর।
  • বিমানবন্দরের নাম ডোনি এবং পোলো, অর্থাৎ সূর্য ও চাঁদের নামানুসারে দেওয়া হয়েছে।

৮. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘অমর সরকার’ পোর্টাল লঞ্চ করেছেন?

(A) ত্রিপুরা
(B) অসম
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু

উত্তর
(A) ত্রিপুরা

  • ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডঃ মানিক সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্পগুলিকে প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই নতুন পোর্টাল, ‘অমর সরকার’ লঞ্চ করেছে।
  • পোর্টালটি গ্রাম কমিটির কর্মকর্তাদের মাধ্যমে জনগণকে তাদের সমস্যা ও অভিযোগ নথিভুক্ত করতে সাহায্য করবে।
  • এই পোর্টালের Link : https://amarsarkar.tripura.gov.in/

 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button