14th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
14th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৪ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 13th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কোথায় ‘ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার’ (IITF)-এর ৪১তম সংস্করণ অনুষ্ঠিত হচ্ছে?
(A) গোয়ালিয়র
(B) মোহালি
(C) নতুন দিল্লি
(D) জয়পুর
- ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার (IITF) এর ৪১তম সংস্করণ ১৪ই নভেম্বর ২০২২ থেকে নয়াদিল্লির প্রগতি ময়দানে শুরু হয়েছে।
- কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এই মেলার উদ্বোধন করবেন, যা চলবে ২৭শে নভেম্বর পর্যন্ত।
- ২০২২ সালে বাণিজ্য মেলার থিম ‘Vocal For Local, Local to Global.’
২. দক্ষিণ কোরিয়ার দায়েগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০-মিটার এয়ার রাইফেলে জিতলেন কে?
(A) অঞ্জলি ভাগবত
(B) মেহুলি ঘোষ
(C) সেরেনা স্মিথ
(D) ডাকোটা উইলিয়াম
- ভারতীয় শ্যুটার মেহুলি ঘোষ ১২ই নভেম্বর ২০২২-এ দক্ষিণ কোরিয়ার দায়েগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০-মিটার এয়ার রাইফেলে স্বর্ণপদক জিতেছে।
- তিনি দক্ষিণ কোরিয়ার ইউনিয়ং চোকে হারিয়ে সোনা জিতেছেন।
৩. ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে?
(A) পাকিস্তান
(B) ওয়েস্ট ইন্ডিজ
(C) জিম্বাবুয়ে
(D) শ্রীলংকা
- ১৩ই নভেম্বর ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ঘোষণা করেছে যে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে শ্রীলঙ্কা এবং ২০২৬ সালের সংস্করণ জিম্বাবুয়ে এবং নামিবিয়া হোস্ট করবে।
- ২০২৫ অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ মালয়েশিয়া এবং থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এবং ২০২৭ সালের অনূর্ধ্ব-১৯ মহিলা সংস্করণ বাংলাদেশ আয়োজিত হবে।
৪. নিচের কোন দেশ ২০২৫ সালের কাবাডি বিশ্বকাপ আয়োজন করবে?
(A) যুক্তরাজ্য
(B) ভারত
(C) পাকিস্তান
(D) ইরান
- ২০২২ সালের ১২ই নভেম্বর বিশ্ব কাবাডি ফেডারেশন ঘোষণা করেছে যে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস অঞ্চল ২০২৫ কাবাডি বিশ্বকাপের আয়োজন করবে।
- এই প্রথম এশিয়ার বাইরে কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
- এটি ইংল্যান্ড কাবাডি, স্কটিশ কাবাডি এবং ব্রিটিশ কাবাডি লীগ দ্বারা সংগঠিত হবে।
- এই টুর্নামেন্টে ভারত, ইরান এবং পাকিস্তান সহ ১৬টি দল অংশগ্রহণ করবে।
৫. কোন দেশ “No Money for Terror” কনফারেন্স হোস্ট করতে চলেছে?
(A) রাশিয়া
(B) বাংলাদেশ
(C) ভারত
(D) শ্রীলঙ্কা
- ইন্টারপোল এবং জাতিসংঘের সন্ত্রাস দমন কমিটির বৈঠকের পর ভারত “No Money for Terror” সম্মেলনের আয়োজন করতে প্রস্তুত।
- নিউ দিল্লিতে এই সম্মেলন আয়োজিত হবে।
৬. সম্প্রতি প্রয়াত প্রখ্যাত আরএল কাশ্যপ কি জন্য বিখ্যাত ছিলেন?
(A) গণিতবিদ
(B) গায়ক
(C) সাহিত্যিক
(D) বিজ্ঞনী
- ৮৫বছর বয়সী প্রখ্যাত গণিতবিদ এবং মহান পণ্ডিত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী রাঙ্গাসামি লক্ষ্মীনারায়ণ কাশ্যপ বা আরএল কাশ্যপ প্রয়াত হয়েছেন।
- আর এল কাশ্যপ প্রায় পঁচিশ হাজার সংস্কৃত মন্ত্র ইংরেজিতে অনুবাদ করেছেন।
- গণিত ছাড়াও, তিনি বেদের ক্ষেত্রেও অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- তিনি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
৭. আমুর ফ্যালকন ফেস্টিভ্যালের সপ্তম সংস্করণ সম্প্রতি কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) মণিপুর
(C) ত্রিপুরা
(D) অরুণাচল প্রদেশ
- মণিপুর বন কর্তৃপক্ষ ইম্ফলের তামেংলং জেলায় আমুর ফ্যালকন উৎসবের ৭ম সংস্করণ উদযাপন করেছে।
- আমুর ফ্যালকন হল পৃথিবীর দীর্ঘতম উড়ন্ত পরিযায়ী পাখি।
৮. কোন দেশ IBSA ব্লাইন্ড ফুটবল ওমেন’স এশিয়ান/ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২-এর হোস্ট করবে?
(A) ভারত
(B) দক্ষিণ কোরিয়া
(C) জাপান
(D) শ্রীলংকা
- কেরালার গভর্নর আরিফ মুহম্মদ খান কেরালার কোচিতে IBSA ব্লাইন্ড ফুটবল ওমেন’স এশিয়ান/ওশেনিয়া চ্যাম্পিয়নশিপ ২০২২-এর উদ্বোধন করেছেন।
- ১১ই নভেম্বর ২০২২ থেকে ১৮ই নভেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
To check our latest Posts - Click Here