10th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. বিশ্ব বিজ্ঞান দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
(A) ১০ই নভেম্বর
(B) ১৯শে নভেম্বর
(C) ১১ই নভেম্বর
(D) ১৫ই নভেম্বর
- প্রতি বছর ১০ই নভেম্বর বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস পালন করা হয়।
- এটি ২০০১ সালে UNESCO দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২০০২ সালে প্রথম উদযাপিত হয়েছিল।
- ২০২২ সালের থিম: ‘Basic Sciences for Sustainable Development’।
২. ভারত ২০২৩ সালে নয়া দিল্লিতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে। ২০২২ সালের চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
(A) তুরস্ক
(B) মিশর
(C) ওমান
(D) চীন
- ভারত ২০২৩ সালে নয়া দিল্লিতে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে।
- ২০০৬ এবং ২০১৮ সালে চ্যাম্পিয়নশিপ হোস্ট করার পর দেশে তৃতীয়বারের মতো নারী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
- এটি ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন (IBA) এবং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া (BFI) দ্বারা পরিচালিত হবে।
- ২০২২ চ্যাম্পিয়নশিপ ৮ থেকে ২০শে মে ২০২২ পর্যন্ত তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছিল।
৩. নিম্নোক্ত কে ২০২২ সালের জন্য মর্যাদাপূর্ণ ‘বেইলি কে. অ্যাশফোর্ড পদক’ লাভকারী প্রথম ভারতীয় হলেন?
(A) ডাঃ সুভাষ বাবু
(B) রাজকুমার বনসাল
(C) অনামিকা জৈন
(D) সতীশ শাহ
- বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী ডঃ সুভাষ বাবু ২০২২ সালের জন্য মর্যাদাপূর্ণ বেইলি কে. অ্যাশফোর্ড পদক এবং ২০২২ সালের জন্য আমেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন অ্যাওয়ার্ডের ফেলোশিপ পেয়েছেন।
- ওষুধে তার অসামান্য গবেষণা এবং অবদানের জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে।
- ৮২ বছরের ইতিহাসে, এই পুরস্কারটি কখনও কোনও ভারতীয় বিজ্ঞানী বা কোনও ভারতীয় প্রতিষ্ঠানকে কাজের জন্য দেওয়া হয়নি।
৪. ২০২২ সালের নভেম্বরে কোন দেশ ভারতের পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল এবং ডিজেল রপ্তানির শীর্ষ গন্তব্য হয়ে উঠেছে?
(A) নেদারল্যান্ডস
(B) জার্মানি
(C) ফিনল্যান্ড
(D) রাশিয়া
- নেদারল্যান্ডস ভারতের পেট্রোলিয়াম পণ্য যেমন পেট্রোল এবং ডিজেল রপ্তানির শীর্ষ গন্তব্য হিসাবে আবির্ভূত হয়েছে।
- নেদারল্যান্ডস ভারতের সামগ্রিক রপ্তানির জন্য তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে।
৫. “Winning the Inner Battle Bringing the best version of you to cricket” শিরোনামের বইটির লেখক কে?
(A) কেন উইলিয়ামসন
(B) শেন ওয়াটসন
(C) ডেভিড ওয়ার্নার
(D) ব্রেট লি
- শেন ওয়াটসন অস্ট্রেলিয়ান ক্রিকেটের সেরা অলরাউন্ডারদের একজন।
- শেন ওয়াটসনের এই নতুন বই, অবসর গ্রহণের পরে তার নতুন ক্যারিয়ারের প্রতিফলন।
৬. কোন দেশ সম্প্রতি ২৬তম ‘International Malabar Naval Exercise’ মহড়ার আয়োজন করছে?
(A) জাপান
(B) ভারত
(C) আমেরিকা
(D) অস্ট্রেলিয়াই
- ভারত জাপানের ইয়োকোসুকায় ২৬ তম আন্তর্জাতিক মালাবার নৌ মহড়ায় অংশ নিচ্ছে।
- মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রও অংশ নিচ্ছে।
- ভারতীয় নৌ জাহাজ শিবালিক এবং কামোর্তা, ইভেন্টে প্রদর্শনীর জন্য প্রস্তুত।
৭. জম্মুতে ISBTI-এর বার্ষিক জাতীয় সম্মেলনের কোন সংস্করণ শুরু হবে?
(A) ৪৬তম
(B) ৪৯তম
(C) ৪৮তম
(D) ৪৭তম
- ISBTI-এর বার্ষিক জাতীয় সম্মেলনের ৪৭তম সংস্করণ জম্মুতে শুরু হতে চলেছে।
- ISTBI এর পুরো নাম “Indian Society of Blood Transfusion and Immunohaematology”।
- ১১ই নভেম্বর ২০২২ থেকে জম্মু সরকারি মেডিকেল কলেজে এই জাতীয়-স্তরের সম্মেলন অনুষ্ঠিত হবে।
৮. গোয়ার মুখ্যমন্ত্রী সম্প্রতি কোন তীর্থযাত্রা প্রকল্প চালু করেছেন?
(A) প্রসাদ প্রকল্প
(B) মুখ্যমন্ত্রী দেবদর্শন যাত্রা যোজনা
(C) হৃদয় স্কিম
(D) উপরের সবগুলি
- স্কিমের অধীনে, ৫০ বছরের বেশি বয়সীরা আবেদন করার যোগ্য।
- প্রকল্পের অধীনে প্রতিশ্রুত গন্তব্যগুলি হল তামিলনাড়ুর ভেলাঙ্কানি, মহারাষ্ট্রের শিরডি এবং অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দির।
- রাজ্য সরকার সফরের সময় তীর্থযাত্রীদের খাবার এবং বোর্ডিংয়ের যত্ন নেবে।
To check our latest Posts - Click Here