9th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
9th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৯ই নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কোন দেশে ১৫তম ‘এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হচ্ছে?
(A) দক্ষিণ কোরিয়া
(B) ভিয়েতনাম
(C) মালয়েশিয়া
(D) জাপান
- দক্ষিণ কোরিয়ার দায়েগুতে ৯ই নভেম্বর ২০২২ থেকে ১৫তম এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে।
- ভারতের মনু ভাকের, মেহুলি ঘোষ, অর্জুন বাবুতা, এবং দিব্যংশ সিং পানওয়ারও এই চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে।
২. সম্প্রতি কে আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) এর নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন?
(A) কিশোর কুমার বাসা
(B) মোহাম্মদ তায়্যেব ইকরাম
(C) সিবি জর্জ
(D) বান্দারু উইলসনবাবু
- এশিয়ান হকি ফেডারেশন (AHF) CEO, ম্যাকাও-এর মোহাম্মদ তায়্যেব ইকরাম আন্তর্জাতিক হকি ফেডারেশনের (FIH) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।
- তিনি ভারতের নরিন্দর বাত্রার স্থলাভিষিক্ত হলেন।
- তায়্যেব ইকরামের মেয়াদ হবে দুই বছর।
৩. ন্যাশনাল মনুমেন্ট অথরিটির (NMA) চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) কিশোর কুমার বাসা
(B) পার্থ সতপতী
(C) শঙ্করসুব্রহ্মণ্যন কে
(D) উমেশ মিশ্র
- ন্যাশনাল মনুমেন্ট অথরিটির (NMA) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কিশোর কুমার বাসা।
- তিনি ‘Indian National Confederation and Academy of Anthropologists’ (INCAA)-এর ভাইস চ্যান্সেলর।
৪. নিম্নোক্তদের মধ্যে কাকে উত্তরাখণ্ড সরকার ‘উত্তরাখণ্ড গৌরব সম্মানে’ সম্মানিত করবে?
(A) অজিত ডোভাল
(B) প্রসূন জোশী
(C) গিরিশ চন্দ্র তিওয়ারি
(D) উপরের সকলকে
- উত্তরাখণ্ড সরকার NSA অজিত ডোভাল, গীতিকার প্রসূন জোশী এবং আরও তিনজনকে উত্তরাখণ্ড গৌরব সম্মান প্রদানের ঘোষণা করেছে।
- এছাড়াও প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, প্রয়াত কবি ও লেখক গিরিশ চন্দ্র তিওয়ারি এবং প্রয়াত সাংবাদিক বীরেন ডাঙ্গওয়ালকেও মরণোত্তর পুরস্কৃত করা হবে।
৫. কোন দিনটিতে ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে পালিত হয়?
(A) ১২ই নভেম্বর
(B) ১৪ই নভেম্বর
(C) ৫ই নভেম্বর
(D) ৯ই নভেম্বর
- ১৯৯৫ সালে এই দিনেই কার্যকর হওয়া Legal Services Authorities Act, 1987-এর সূচনা উদযাপনের জন্য প্রতি বছর ৯ই নভেম্বর ন্যাশনাল লিগাল সার্ভিসেস ডে পালিত হয়।
৬. কোন এরোস্পেস কোম্পানি ভারতের প্রথম ব্যক্তিগতভাবে তৈরী রকেট লঞ্চ করবে?
(A) Skylabs Aerospace
(B) Skyroot Aerospace
(C) Stardour Aerospace
(D) Collins Aerospace
- হায়দ্রাবাদ-ভিত্তিক একটি প্রাইভেট স্পেস স্টার্টআপ, স্কাইরুট অ্যারোস্পেস, ISRO এর শ্রীহরিকোটা লঞ্চপ্যাড থেকে ১২ এবং ১৬ই নভেম্বরের মধ্যে ভারতের প্রথম সম্পূর্ণ নিজস্ব ভাবে তৈরী রকেট উৎক্ষেপণ করতে চলেছে৷
- Vikram-S রকেটটি হবে প্রথম মহাকাশ উৎক্ষেপণ যান যা ভারতে একটি বেসরকারী কোম্পানি দ্বারা সম্পূর্ণরূপে নির্মিত এবং পরিচালিত হবে।
৭. Law Commission of India-এর চেয়ারপারসন হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অরবিন্দ কুমার
(B) অরূপ কুমার গোস্বামী
(C) ঋতুরাজ অবস্থি
(D) পি.ভি. সঞ্জয় কুমার
- ভারত সরকার অবসরপ্রাপ্ত হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থিকে ভারতের আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিয়োগের ঘোষণা করেছে।
- তিন বছরের জন্য এই আইন কমিশন গঠন করা হয়েছে।
- আইন কমিশনের ভূমিকা সরকারের নীতির উপদেষ্টা এবং সমালোচনা উভয়ই।
৮. কোন মন্ত্রক দ্বারা ‘Mother Tongue Survey of India’ (MTSI) পরিচালিত হয়েছে?
(A) স্বরাষ্ট্র মন্ত্রক
(B) আদিবাসী বিষয়ক মন্ত্রক
(C) আইন ও বিচার মন্ত্রক
(D) সংস্কৃতি মন্ত্রক
- স্বরাষ্ট্র মন্ত্রক দেশের ৫৭৬ টি ভাষার ফিল্ড ভিডিও সহ ভারতের মাতৃভাষা সমীক্ষা (MTSI) সম্পন্ন করেছে।
- ২০১১ সালের ভাষা শুমারি অনুসারে, মাতৃভাষা হিসাবে কথ্য ভাষা বা উপভাষার আনুমানিক সংখ্যা হল ১৯৫৬৯।
- এটি প্রতি দশকে একবার করে হয় এবং শেষবার ২০১১ সালে পরিচালিত হয়েছিল৷
- এই সংস্করণটি ২০২১ সালে পরিচালিত হওয়ার কথা ছিল কিন্তু COVID-19 মহামারীর কারণে তা স্থগিত করা হয়েছিল৷
To check our latest Posts - Click Here