3rd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
3rd November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৩রা নভেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd November Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 1st November Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন শহর ‘India Chem 2022’ সম্মেলনের আয়োজন করছে?
(A) জয়পুর
(B) নতুন দিল্লি
(C) আহমেদাবাদ
(D) শ্রীনগর
- ২রা নভেম্বর কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডাভিয়া নয়াদিল্লিতে ১২তম দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন ‘India Chem 2022’-এর উদ্বোধন করেছেন৷
- সম্মেলনের থিম ছিল “Vision 2030: Chemicals and Petrochemicals Build India”।
২. কোন কেন্দ্রীয় মন্ত্রী নয়াদিল্লিতে সম্প্রতি ‘শিল্প সমাগম-২০২২’-এর উদ্বোধন করেছেন?
(A) ডাঃ বীরেন্দ্র কুমার
(B) নিতিন গড়করি
(C) অনুরাগ ঠাকুর
(D) ডাঃ মনসুখ মান্ডাভিয়া
- কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার ২রা নভেম্বর ২০২২-এ নতুন দিল্লিতে ‘শিল্প সমাগম-২০২২’-এর উদ্বোধন করেছেন।
- শীর্ষ কর্পোরেশনের সুবিধাভোগীদের এই সমাগমে তাদের হস্তশিল্প পণ্য প্রদর্শন ও বিক্রি করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
৩. সম্প্রতি প্রয়াত, প্রখ্যাত নারী অধিকার কর্মী এবং ‘Self Employed Women’s Association’ (SEWA) এর প্রতিষ্ঠাতার নাম কি?
(A) ইলা ভাট
(B) লক্ষ্মী আগরওয়াল
(C) সুনিতা কৃষ্ণান
(D) অরুণা রায়
- বিখ্যাত নারী অধিকার কর্মী এবং সেল্ফ এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন (SEWA) এর প্রতিষ্ঠাতা ইলা ভাট ২রা নভেম্বর প্রয়াত হলেন।
- এছাড়াও তিনি ১৯৭৯ সালে ‘Women’s World Banking’ এর সহ-প্রতিষ্ঠা করেছিলেন।
- তিনি ১৯৮৫ সালে পদ্মশ্রী এবং ১৯৮৬ সালে পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন।
৪. ২০২২ সালের নভেম্বরে T20 ইন্টারন্যাশনালে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়ে উঠলেন কোন ভারতীয়?
(A) সূর্যকুমার যাদব
(B) রোহিত শর্মা
(C) হার্দিক পান্ডিয়া
(D) বিরাট কোহলি
- ভারতের সূর্যকুমার যাদব ২রা নভেম্বর ২০২২ এ টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বের এক নম্বর ব্যাটার হয়ে উঠেছেন।
- তিনি পাকিস্তান ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে টপকে T20 ব্যাটসম্যানদের জন্য ICC পুরুষদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান অর্জন করেছেন।
৫. কোন রাজ্যে ‘Track Asia Cup-2022’ সাইক্লিং টুর্নামেন্টের আয়োজন করা হবে?
(A) গুজরাট
(B) কর্ণাটক
(C) ওড়িশা
(D) কেরালা
- কেরালায় ২৫ থেকে ২৮শে নভেম্বর ২০২২ এর মধ্যে ট্র্যাক এশিয়া কাপ-২০২২ সাইক্লিং টুর্নামেন্ট হোস্ট করা হবে।
- এশিয়ার ২৫টিরও বেশি দেশের প্রায় ২০০ সাইক্লিস্ট এই ইভেন্টে অংশ নেবেন।
৬. ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণী কমান্ডের প্রধান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) অমরদীপ সিং ভিন্ডার
(B) উপেন্দ্র দ্বিবেদী
(C) অজয় সিং
(D) সুরিন্দর সিং মহল
- লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিং ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- ১৯৮৪ সালের ডিসেম্বরে তিনি 7/11 গোর্খা রাইফেলে কমিশন লাভ করেছিলেন।
৭. সম্প্রতি কোন রাজ্যে শিশুবান্ধব থানার উদ্বোধন করা হয়েছে?
(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) মধ্যপ্রদেশ
(D) ওড়িশা
- ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ১৬টি শিশু-বান্ধব থানা এবং একটি হেল্পলাইন নম্বরের ঘোষণা করেছেন।
- মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাজ্যে শীঘ্রই আরও ১৮টি শিশু-বান্ধব থানা স্থাপন করা হবে।
৮. কোন আধাসামরিক বাহিনীতে প্রথমবারের মতো দুই নারী কর্মকর্তাকে IG পদে প্রমোট করা হয়েছে?
(A) CRPF
(B) AR
(C) NSG
(D) CISF
- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (CRPF) দুই মহিলা অফিসার সীমা ধুন্দিয়া এবং অ্যানি আব্রাহাম প্রথমবারের মতো ইন্সপেক্টর জেনারেল পদে উন্নীত হয়েছেন।
- উল্লেখযোগ্যভাবে, CRPF ছিল প্রথম সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স যা ১৯৮৬ সালে মহিলাদের যুদ্ধে নিযুক্ত করেছিল।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here