26th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
26th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৬শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 26th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. অন্ধদের জন্য তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
(A) ভারত
(B) নিউজিল্যান্ড
(C) অস্ট্রেলিয়া
(D) বাংলাদেশ
- Cricket Association for the Blind in India (CABI) অন্ধদের জন্য তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংকে নিযুক্ত করেছে।
- ৫ থেকে ১৭ই ডিসেম্বর ২০২২ পর্যন্ত ভারতে অন্ধদের জন্য তৃতীয় T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।
- অংশগ্রহণকারী দেশগুলো হলো: ভারত, নেপাল, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
- এটি ২০১২ সালে প্রথম আয়োজিত হয়েছিল।
২. নিচের কোন দেশ ২০২৩ সালে ৯১তম INTETPOL সাধারণ পরিষদের আয়োজন করবে?
(A) কেনিয়া
(B) অস্ট্রিয়া
(C) মিশর
(D) সোমালিয়া
- ৯১তম ইন্টারপোল সাধারণ পরিষদ ২০২৩ সালে অস্ট্রিয়ার ভিয়েনাতে অনুষ্ঠিত হবে।
- ৯০তম সাধারণ পরিষদটি ১৮ থেকে ২১শে অক্টোবর ২০২২ পর্যন্ত নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
- এটি ২৫ বছর পর প্রথম ভারতে অনুষ্ঠিত হয়েছিল।
৩. নিচের কোন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সম্প্রতি Google এর উপর ৯৩৬ কোটি টাকার বেশি জরিমানা আরোপ করেছে?
(A) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)
(B) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)
(C) অর্থ মন্ত্রণালয়
(D) কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া (CCI)
- কম্পিটিশন কমিশন (CCI) ২৫শে অক্টোবর ২০২২-এ তদন্তের পর Google এর উপর ৯৩৬ কোটি টাকার বেশি জরিমানা আরোপ করেছে।
- এর আগে, ২০শে অক্টোবর CCI Googleকে ১৩৩৭ কোটি টাকারও বেশি জরিমানা করেছিল।
- Google এর CEO : সুন্দর পিচাই
৪. কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার (CCI) ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সঙ্গীতা ভার্মা
(B) সতীশ চৌধুরী
(C) ওম প্রকাশ সিং
(D) অশোক কুমার গুপ্ত
- সরকার ২৫শে অক্টোবর ২০২২-এ সঙ্গীতা বার্মাকে Competition Commission of India (CCI)-এর ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করেছে।
- তিনি অশোক কুমার গুপ্তের স্থলাভিষিক্ত হলেন যিনি ২৫শে অক্টোবর অবসর গ্রহণ করেছেন।
- তাকে ৩ মাসের জন্য ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে নিয়োগ করা হয়েছে।
৫. সম্প্রতি কে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার সর্বোচ্চ পুরস্কার ‘The Order of the Long Leaf Pine’-এ ভূষিত হলেন?
(A) রবি বাজাজ
(B) স্বদেশ চ্যাটার্জি
(C) গয়াল কুমার
(D) নবীন জিন্দাল
- বিশিষ্ট ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা স্বদেশ চ্যাটার্জিকে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যের সর্বোচ্চ পুরস্কার ‘দ্য অর্ডার অফ দ্য লং লিফ পাইন’ প্রদান করা হয়েছে।
- গত তিন দশকে মার্কিন-ভারত সম্পর্ক জোরদার করার জন্য তাঁর অপরিসীম অবদানের জন্য তাঁকে পুরস্কৃত করা হয়েছে।
- এছাড়াও তিনি ২০০১ সালে পদ্মভূষণেও ভূষিত হয়েছিলেন।
৬. গুজরাটি নববর্ষ ২৬শে অক্টোবর পালিত হয়। গুজরাটি নববর্ষ কি নামে পরিচিত?
(A) বৈশাখী
(B) বেস্তু বর্ষ
(C) পর্যুষণ
(D) গুরু পর্ব
- গুজরাটি নববর্ষ বা বেস্তু বর্ষ ২০২২ সালে ২৬শে অক্টোবর পালিত হয়েছে ।
- গুজরাটি নববর্ষ বিক্রম সংবত ২০৭৯ নামেও পরিচিত।
- গুজরাটি সংস্কৃতিতে একে চোপদা বলা হয়।
৭. শিশুদের বিরুদ্ধে সাইবার-অপরাধ প্রতিরোধের জন্য কোন রাজ্য ‘Kunjapp’-নামক একটি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে?
(A) তামিলনাড়ু
(B) তেলেঙ্গানা
(C) কর্ণাটক
(D) কেরালা
- কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যে শিশুদের বিরুদ্ধে সাইবার-অপরাধ প্রতিরোধে ‘Kunjapp’-নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছেন।
কেরালা :
- গভর্নর: আরিফ মোহাম্মদ খান
- রাজধানী: তিরুবনন্তপুরম
- মুখ্যমন্ত্রী: পিনারাই বিজয়ন
৮. লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৫০তম Anniversary Saturn Awards এ কোন চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?
(A) RRR
(B) Shamshera
(C) Vikram
(D) Pushpa: The Rise
- RRR ২০২২ সালের অক্টোবরে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ৫০ তম Anniversary Saturn Awards এ সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার জিতেছে।
- RRR সিনেমার পরিচালক এস এস রাজামৌলি।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here