Daily Current Affairs in BengaliCurrent Affairs

25th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

25th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৫শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) সম্প্রতি কোন দেশকে ব্ল্যাক লিস্টে যুক্ত করেছে?

(A) বাংলাদেশ
(B) তুরস্ক
(C) পাকিস্তান
(D) মায়ানমার

উত্তর
(D) মায়ানমার

  • ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF) মায়ানমারকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় যুক্ত করেছে, যা ‘ব্ল্যাক লিস্ট’ নামেও পরিচিত।
  • উত্তর কোরিয়া ও ইরানের পাশাপাশি এই তালিকায় যুক্ত হওয়া তৃতীয় দেশ মায়ানমার।

২. কোন F1 রেসিং ড্রাইভার সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে?

(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) জর্জ রাসেল
(C) চার্লস লেক্লার্ক
(D) সার্জিও পেরেজ

উত্তর
(A) ম্যাক্স ভার্স্টাপেন

  • ২৪শে অক্টোবর ২০২২-এ রেড বুলের ম্যাক্স ভার্স্ট্যাপেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতে নিয়েছে।
  • মার্সিডিজের লুইস হ্যামিল্টন এবং ফেরারির চার্লস লেক্লার্ক যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে এসেছেন।
  • এটি ছিল ভার্স্টাপেনের ৭৫তম পডিয়াম ফিনিশ।
  • তিনি ২০২২ মৌসুমে ১৩টি রেস জিতেছে।
  • তিনি ৯ই অক্টোবর ২০২২-এ জাপানিজ গ্র্যান্ড প্রিক্সও জিতেছিলেন।

৩. অনুর্দ্ধ-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর হলেন কে?

(A) আমান সেহরাওয়াত
(B) হরিন্দর সিং
(C) সাক্ষী মালিক
(D) সজন ভানওয়ালা

উত্তর
(A) আমান সেহরাওয়াত

  • ২২শে অক্টোবর ২০২২-এ ১৬ বছর বয়সী আমান সেহরাওয়াত স্পেনের পন্টেভেদ্রায় অনুর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর হয়ে উঠেছেন।
  • U-23 World Wrestling Championships 2022-এ ভারত ৬টি পদক (১টি সোনা, ১টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ) নিয়ে শেষ করেছে৷

৪. ভারতীয় ও মার্কিন সামরিক বাহিনী বিশাখাপত্তনমে তিন দিনের কোন যৌথ মানবিক সহায়তা অনুশীলন করেছে?

(A) Ajay Warrior
(B) Hand in Hand
(C) Tiger Triumph
(D) Mitra Shakti

উত্তর
(C) Tiger Triumph

  • ভারত ও মার্কিন সামরিক বাহিনী বিশাখাপত্তনমে তিন দিনের যৌথ মানবিক সহায়তা অনুশীলন ‘Tiger Triumph’-এর আয়োজন করেছে।
  • এটি ২০শে অক্টোবর ২০২২-এ শেষ হয়েছে।

৫. কোন সিনেমাটিকে International Federation of Film Critics (FIPRESCI) সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র হিসেবে ঘোষণা করেছে?

(A) পথের পাঁচালি
(B) দেবদাস
(C) সোলে
(D) অপুর সংসার

উত্তর
(A) পথের পাঁচালি

  • কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের চলচ্চিত্র “পথের পাঁচালী” ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস (FIPRESCI) কর্তৃক সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্র ঘোষিত হয়েছে।
  • এটি ভারতীয় সিনেমা তালিকার ইতিহাসে শীর্ষ দশটি চলচ্চিত্রের মধ্যে এক নম্বর স্থান পেয়েছে।
  • এই ছবিটি ১৯৫৫ সালে মুক্তি পেয়েছিলো।

৬. নিম্নোক্তদের মধ্যে কে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন?

(A) পেনি মর্ডান্ট
(B) লিজ ট্রাস
(C) বরিস জনসন
(D) ঋষি সুনক

উত্তর
(D) ঋষি সুনক

  • সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।
  • ৪২ বছর বয়সী ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হবেন।
  • বরিস জনসন এবং লিজ ট্রাস তাদের পদ থেকে পদত্যাগ করার পর দুই মাসেরও কম সময়ের মধ্যে ঋষি সুনাক ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হচ্ছেন।

৭. ভারতে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) এলিজাবেথ জোন্স
(B) কেনেথ জাস্টার
(C) প্যাট্রিসিয়া এ ল্যাসিনা
(D) অতুল কেশপ

উত্তর
(A) এলিজাবেথ জোন্স

  • মার্কিন সরকার সিনিয়র ফরেন সার্ভিস অফিসার এলিজাবেথ জোনসকে নয়াদিল্লির মার্কিন দূতাবাসে নিযুক্ত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র :

  • রাজধানী: ওয়াশিংটন, ডিসি
  • রাষ্ট্রপতি: জো বাইডেন

৮. মার্কিন মুদ্রায় স্থান পাওয়া প্রথম এশিয়ান আমেরিকান হয়ে উঠলেন কে?

(A) কেলি হু
(B) আনা মে ওয়্যাং
(C) জোয়ান চেন
(D) লুসি লিউ

উত্তর
(B) আনা মে ওয়্যাং

  • আনা মে ওয়াং ১৪ বছর বয়সে দ্য রেড ল্যান্টার্নে তার চলচ্চিত্র জীবন শুরু করেছিলেন।
  • আনা মে ওয়াং লস এঞ্জেলেসে দ্বিতীয় প্রজন্মের চীনা অভিবাসীদের মধ্যে (১৯১৯) জন্মগ্রহণ করেছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button