Daily Current Affairs in BengaliCurrent Affairs

22nd October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

22nd October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২২শে অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 18th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. Mercer CFS গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২২-এ ভারতের স্থান কত?

(A) ৪১তম
(B) ১৯তম
(C) তৃতীয়
(D) ৩২তম

উত্তর
(A) ৪১তম

  • Mercer CFS গ্লোবাল পেনশন সূচক ২০২২-এ ভারত ৪৪টি দেশের মধ্যে ৪১তম স্থানে রয়েছে।
  • ২০২১ সালের সূচকে, ৪৩টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ৪০তম।
  • সূচকে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

২. জাতিসংঘের মানবাধিকার কমিশনের (UNHRC) বিশেষ প্রতিবেদক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) কে.পি. অশ্বিনী
(B) সুলেখা ভূঁইয়া
(C) হেমলতা সিং
(D) গিরিজা কুমারী

উত্তর
(A) কে.পি. অশ্বিনী

  • কর্ণাটকের দলিত মহিলা পণ্ডিত কে.পি. অশ্বিনীকে জাতিসংঘ মানবাধিকার কমিশনের (UNHRC) বিশেষ প্রতিবেদক হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনিই প্রথম ভারতীয় এবং এশিয়ান মহিলা যিনি এই পদে নিযুক্ত হয়েছেন।

৩. কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ার (QCI) নতুন চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে ৩ বছরের জন্য নিযুক্ত করা হয়েছে?

(A) জক্সে শাহ
(B) অরুণ কুমার
(C) সতীশ দোভাল
(D) রবি কাপুর

উত্তর
(A) জক্সে শাহ

  • তিনি আদিল জয়নুলভাইয়ের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত আট বছর QCI-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • QCI প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে এবং এর সদর দপ্তর নয়া দিল্লিতে।

৪. নিচের কোন শহরে ২০২৩ সাল থেকে দীপাবলিতে সরকারি স্কুলের ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে?

(A) নিউইয়র্ক
(B) শিকাগো
(C) লস এঞ্জেলেস
(D) ব্যাংকক

উত্তর
(A) নিউইয়র্ক

  • শহরের মেয়র এরিক অ্যাডামস এই ঘোষণা করেছেন।
  • নিউইয়র্ক সিটিতে হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মের প্রায় ২০০,০০০ লোক রয়েছে, যারা দীপাবলি উদযাপন করে।

৫. মিশরে ISSF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রাইফেল / পিস্তল ইভেন্টে সম্প্রতি কারা রৌপ্য পদক জিতেছে?

(A) রুদ্রাঙ্ক পাতিল এবং সিমরনপ্রীত কৌর ব্রার
(B) অনীশ এবং সিমরনপ্রীত কৌর ব্রার
(C) রুদ্রাঙ্ক পাতিল এবং শ্রেয়সী সিং
(D) অনীশ এবং শ্রেয়সী সিং

উত্তর
(B) অনীশ এবং সিমরনপ্রীত কৌর ব্রার

  • শুটিংয়ে, অনীশ এবং সিমরনপ্রীত কৌর ব্রার মিশরে আন্তর্জাতিক শ্যুটিং স্পোর্ট ফেডারেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে রাইফেল/পিস্তলের ইভেন্টে রৌপ্য পদক জিতেছে।
  • ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টের ফাইনালে তারা ইউক্রেনের জুলিয়া কোরোস্টিলোভা এবং ম্যাকসিম হোরোডিনেটসের কাছে ১৪-১৬ ব্যবধানে পরাজিত হয় তারা।

৬. Global Multidimensional Poverty Index 2022 অনুযায়ী, ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দরিদ্র মানুষ কোন দেশে বাস করত?

(A) কঙ্গো
(B) ভারত
(C) শ্রীলঙ্কা
(D) বাংলাদেশ

উত্তর
(B) ভারত

  • ভারতের প্রায় ৪১৫ মিলিয়ন মানুষ ২০০৫-০৬ এবং ২০১৯-২১ এর মধ্যে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে।
  • যাইহোক, প্রতিবেদন অনুসারে, উল্লেখযোগ্য হ্রাস সত্ত্বেও, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক দরিদ্র মানুষ – ২২৮.৯ মিলিয়ন- ২০২০ সালে ভারতে বসবাস করেছে৷

৭. ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) মল্লিকার্জুন খড়গে
(B) প্রিয়াঙ্কা গান্ধী
(C) শশী থারুর
(D) সোনিয়া গান্ধী

উত্তর
(A) মল্লিকার্জুন খড়গে

  • ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন মল্লিকার্জুন খার্গ।
  • দুই দশকেরও বেশি সময়ের পর তিনি কংগ্রেস পার্টির প্রথম গান্ধী ব্যাতীত অন্য পদবির সভাপতি হলেন।

৮. প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে ‘মিশন লাইফ’ চালু করেছেন?

(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) গুজরাট
(D) হিমাচল প্রদেশ

উত্তর
(C) গুজরাট

  • গুজরাটের কেভাদিয়ায় ‘মিশন লাইফ’ চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • রাজধানী: গান্ধীনগর
  • রাজ্যপাল: আচার্য দেবব্রত
  • মুখ্যমন্ত্রী: ভূপেন্দ্রভাই প্যাটেল

৯. ভারত সরকার নতুন প্রতিরক্ষা সচিব হিসেবে সম্প্রতি কাকে মনোনীত করেছে?

(A) আরমণে গিরিধর
(B) রাধা শ্রীধরন
(C) অজয় ​​ভাট
(D) অমরেন্দ্র তিওয়ারি

উত্তর
(A) আরমণে গিরিধর

  • তিনি বর্তমান সচিব অজয় কুমারের স্থলাভিষিক্ত হবেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button