9th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
9th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৯ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 9th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 8th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সর্বশেষ সমীক্ষা অনুসারে, কোন রাজ্যে মেয়েদের বাল্যবিবাহের পরিমাণ বেশি?
(A) ঝাড়খণ্ড
(B) ছত্তিশগড়
(C) বিহার
(D) গুজরাট
- ঝাড়খণ্ডে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহের হার সবচেয়ে বেশি।
- পশ্চিমবঙ্গেও, রাজ্যে অর্ধেকেরও বেশি মহিলার বয়স ২১ বছর হওয়ার আগেই বিয়ে হয়ে যায়।
২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে শ্রী মহাকালেশ্বর মন্দির সম্প্রসারণ প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করতে চলেছেন?
(A) ঝাড়খণ্ড
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) মধ্য প্রদেশ
- প্রধানমন্ত্রী মোদি ১১ই অক্টোবর, ২০২২-এ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকালেশ্বর মন্দির সম্প্রসারণ প্রকল্পের প্রথম ধাপের উদ্বোধন করবেন।
- উজ্জয়িনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ দেশে অবস্থিত বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি।
- মহাকাল মন্দির কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পটি ২০১৭ সালে পরিকল্পনা করা হয়েছিল।
৩. নাগাল্যান্ডের গবেষক দল দিখৌ নদী থেকে একটি নতুন মাছের প্রজাতি আবিষ্কার করেছে। এই নতুন প্রজাতির নাম কি রাখা হয়েছে?
(A) Walking catfish
(B) Mystus Tengara
(C) Pethia dikhuensis
(D) Rohu
- নতুন এই প্রজাতির নাম দেওয়া হয়েছে ‘পেথিয়া ডিখুয়েনসিস’।
- ফজল আলী কলেজ-এর গবেষকদের একটি দল নাগাল্যান্ডের দিখৌ নদী থেকে একটি নতুন মাছের প্রজাতি আবিষ্কার করেছে।
৪. দুবাই সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে চুক্তি স্বাক্ষর করেছে?
(A) হরিয়ানা
(B) কেরালা
(C) মহারাষ্ট্র
(D) উত্তর প্রদেশ
- দুবাই সরকার হরিয়ানা সরকারের সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
- এই চুক্তিটি হরিয়ানায় বিদেশী বিনিয়োগ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
৫. International Horse Polo Stadium এ লাদাখের দ্বিতীয় LG Cup Horse Polo Tournament-টি কোথায় উদ্বোধন করা হয়েছে?
(A) লেহ
(B) শঙ্কু
(C) নুব্রা
(D) দ্রাস
- লাদাখের লেফটেন্যান্ট গভর্নর লাদাখ আর কে মাথুর ৮ই অক্টোবর ২০২২-এ দ্রাসে এই টুর্নামেন্টের সূচনা করেছেন।
- দ্রাসের ১০০০ টিরও বেশি ঘোড়া রয়েছে যাদের ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরে Polo প্রচার কমিটি পুনরুজ্জীবিত করে তুলেছিল।
৬. ‘Prohibition of online gambling and regulation of online games ordinance, 2022’ সম্প্রতি কোন রাজ্যে কার্যকর হয়েছে?
(A) কেরালা
(B) তেলেঙ্গানা
(C) ওড়িশা
(D) তামিলনাড়ু
- তামিলনাড়ুর গভর্নর আরএন রবি অনলাইন জুয়া নিষিদ্ধ করতে এবং রাজ্যে অনলাইন গেমিং নিয়ন্ত্রণ করার জন্য একটি রেগুলেশন জারি করেছেন।
- এই আইনের অধীনে, স্থানীয় অনলাইন গেমের প্লাটফর্ম প্রদানকারীরা নিবন্ধনের পরে কেবল ৩ বছরের জন্য পরিষেবা প্রদান করতে পারবে।
৭. কোন দিনটিতে প্রতিবছর ‘বিশ্ব ডাক দিবস’ পালিত হয়?
(A) ৯ই অক্টোবর
(B) ৫ই অক্টোবর
(C) ৮ই অক্টোবর
(D) ২রা অক্টোবর
- ১৮৭৪ সালে এই দিনটিতে সুইজারল্যান্ডের বার্নে ‘ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন’ (UPU) প্রতিষ্ঠিত হয়।
- এই দিনটির বার্ষিক উদযাপনের উদ্দেশ্যে জাতিসংঘ এই দিনটির সূচনা করে।
- ২০২২ সালের থিম : ‘Post for Planet’।
৮. সম্প্রতি প্রয়াত অরুণ বালী কোন ক্ষেত্রে সাথে যুক্ত ছিলেন?
(A) অভিনয়
(B) নাচ
(C) শিল্পকলা
(D) গান
- প্রখ্যাত ভারতীয় অভিনেতা অরুণ বালি অসংখ্য চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজে কাজ করেছেন।
- তিনি ১৯৯১ সালের পিরিয়ড ড্রামা ‘চাণক্য’-তে রাজা পোরাসের ভূমিকায় অভিনয় করেছিলেন।
- তিনি তাঁর মুম্বাইয়ের বাড়িতে ৭ই অক্টোবর ২০২২ এ ৭৯ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here