Daily Current Affairs in BengaliCurrent Affairs

6th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

6th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৬ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 6th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 5th October Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. প্রতি বছর কোন দিনটিতে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস (WCPD) পালন করা হয়?

(A) ৬ই অক্টোবর
(B) ৭ই অক্টোবর
(C) ৮ই অক্টোবর
(D) ৯ই অক্টোবর

উত্তর
(A) ৬ই অক্টোবর

  • বিশ্ব সেরিব্রাল পালসি দিবস (WCPD) প্রতি বছর ৬ই অক্টোবর পালন করা হয় এবং এটি ২০১২ সালে সেরিব্রাল পালসি অ্যালায়েন্স দ্বারা চালু করা হয়েছিল।
  • সেরিব্রাল পালসি হল স্নায়বিক ব্যাধিগুলির মধ্যে একটি শিশুদের মধ্যে দেখা দেয়।
  • এটি স্থায়ীভাবে শরীরের নড়াচড়া এবং পেশী সমন্বয়কে প্রভাবিত করে।

২. কোন দেশ ২০২১-২২ সালে বিশ্বের বৃহত্তম চিনির ভোক্তা এবং উৎপাদক হওয়ার পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হিসাবে আবির্ভূত হয়েছে?

(A) ভারত
(B) কানাডা
(C) চীন
(D) ব্রাজিল

উত্তর
(A) ভারত

  • চিনি তৈরির মৌসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) ২০২১-২২, দেশে রেকর্ড ৫,০০০ লাখ মেট্রিক টন আখ উৎপাদন হয়েছিল।
  • এর পাশাপাশি রেকর্ড সর্বোচ্চ ১০৯ লাখ মেট্রিক টন চিনি রপ্তানিও হয়েছে।
  • এই রপ্তানিগুলির ফলে দেশ প্রায় ৪০,০০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।

৩. কোন জায়গায়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি দেশের দ্বিতীয় ‘রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয়ের’ (RAVV)-এর উদ্বোধন করলেন?

(A) পুরী
(B) দিসপুর
(C) আমেঠি
(D) নাগপুর

উত্তর
(A) পুরী

  • কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৪ঠা অক্টোবর ২০২২-এ ওডিশার পুরীতে দেশের দ্বিতীয় রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয়ের (RAVV) উদ্বোধন করেছেন।
  • এই রাষ্ট্রীয় বৈদিক স্কুলের উদ্দেশ্য মানুষের মধ্যে বেদের জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং পাশাপাশি সংস্কৃত ভাষাকেও প্রচার করা।
  • মধ্যপ্রদেশের উজ্জয়িনীর ‘মহর্ষি সন্দীপানি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্টান’ এই ধরনের প্রথম স্কুল।

৪. ২০২১-২০২২ এর রিপোর্টে নিচের কোন জায়গাটি বিদেশী দর্শনার্থীদের সংখ্যায় তাজমহলকে পেছনে ফেলে দিয়েছে?

(A) ইন্দোর
(B) বারাণসী
(C) মামাল্লাপুরম
(D) জয়পুর

উত্তর
(C) মামাল্লাপুরম

  • ভারতীয় পর্যটন পরিসংখ্যান ২০২২ অনুসারে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে শ্রেণীবদ্ধ তামিলনাড়ুর মামাল্লাপুরম বিদেশী দর্শনার্থীদের সংখ্যায় তাজমহলকে পেছনে ফেলেছে।
  • রিপোর্ট অনুসারে, ২০২১-২২ সালে ১,৪৪,৯৮৪ বিদেশী দর্শক মামাল্লাপুরমে এসেছিলেন।
  • ৩৮,৯২২ বিদেশী দর্শক নিয়ে তাজমহল দ্বিতীয় স্থানে রয়েছে।
  • তালিকার শীর্ষ ১০টি স্মৃতিস্তম্ভের মধ্যে ৬টি তামিলনাড়ুতে রয়েছে।

৫. কোন দেশ সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি সুপারডোমে ‘আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশনের (FIBA) মহিলা বাস্কেটবল বিশ্বকাপ’ জিতে নিয়েছে?

(A) যুক্তরাষ্ট্র
(B) পোল্যান্ড
(C) রাশিয়া
(D) জাপান

উত্তর
(A) যুক্তরাষ্ট্র

  • চীনকে (৮৩-৬১) হারিয়ে এই বিশ্বকাপ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
  • আমেরিকানরা পরপর টানা চতুর্থ এবং মতের ওপর ১১তম শিরোপা জিতলো।

৬. মহাকাশে ভ্রমণকারী প্রথম নেটিভ আমেরিকান মহিলা কে হলেন?

(A) কায়লা ব্যারন
(B) ক্রিস্টিনা কোচ
(C) নিকোল মান
(D) অ্যান ম্যাকক্লেইন

উত্তর
(C) নিকোল মান

  • মার্কিন মহাকাশচারী, নিকোল মান ৫ই অক্টোবর, ২০২২-এ NASA উৎক্ষেপণের পর মহাকাশে ভ্রমণকারী প্রথম নেটিভ আমেরিকান মহিলা হয়ে ওঠেন৷

৭. সাম্প্রতিক সরকারি তথ্য অনুযায়ী, ২০২০ সালে কোন রাজ্যে ছেলে ও মেয়েদের মধ্যে শিশুমৃত্যুর হারের ব্যবধান সবচেয়ে বেশি?

(A) ওড়িশা
(B) বিহার
(C) ছত্তিশগড়
(D) হরিয়ানা

উত্তর
(C) ছত্তিশগড়

  • এই রিপোর্টে ছত্তিশগড়ে প্রতি ৪১ জন কন্যা শিশু মৃত্যুর হারের তুলনায় পুত্র শিশু মৃত্যুর হার ৩৫ জন।
  • সারা ভারতে ২০২০ সালে পুরুষ ও মহিলা শিশু মৃত্যুর হার (IMR) সমান হয়েছে।

৮. কোন কোম্পানি সম্প্রতি ‘Optimus’ নামের একটি প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট লঞ্চ করেছে?

(A) Apple
(B) Apple
(C) Amazon
(D) Tesla

উত্তর
(D) Tesla

  • Tesla এর CEO ইলন মাস্ক ‘Optimus’ নামে একটি প্রোটোটাইপ হিউম্যানয়েড রোবট লঞ্চ করেছেন।

TESLA :

  • প্রতিষ্ঠা: ১লা জুলাই ২০০৩, ক্যালিফোর্নিয়ার সান কার্লোস

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button