5th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
5th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৫ই অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 5th October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 3rd & 4th October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিতে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়?
(A) ১লা অক্টোবর
(B) ৫ই অক্টোবর
(C) ৩রা অক্টোবর
(D) ২রা অক্টোবর
- বিশ্ব শিক্ষক দিবস (আন্তর্জাতিক শিক্ষক দিবস নামেও পরিচিত) প্রতি বছর ৫ই অক্টোবর পালিত হয়।
- এটি শিক্ষার্থীদের শিক্ষকদের অবদানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করার উদ্দেশ্যে পালিত হয়।
- UNESCO ১৯৯৪ সালে ৫ই অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০২২ সালের থিম: “The transformation of education begins with teachers”।
২. নিম্নোক্ত কে ২০২২ সালের জন্য ‘শানমুঘা আর্টস, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ একাডেমি (SASTRA) রামানুজন পুরস্কার’ জিতেছেন?
(A) ইউনকিং ট্যাং
(B) শাই এভরা
(C) অ্যাডাম হারপার
(D) ইফেং লিউ জ্যাক থর্ন
- ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার সহকারী অধ্যাপক ইউনকিং ট্যাং এই পুরস্কারটি জিতে নিয়েছেন।
- পুরস্কারটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল যাতে ১০,০০০ ডলারের নগদ পুরস্কার প্রদান করা হয়।
- এটি প্রতি বছর ৩২ বছর বা তার কম বয়সী ব্যক্তিদের উপস্থাপন করা হয়।
৩. সম্প্রতি কে জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ‘ন্যানসেন শরণার্থী পুরস্কার’ জিতে নিলেন?
(A) ডোনাল্ড ট্রাম্প
(B) এ্যাঞ্জেলা মার্কেল
(C) জাস্টিন ট্রুডো
(D) ইমানুয়েল ম্যাক্রন
- প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ৪ঠা অক্টোবর ২০২২-এ জাতিসংঘের শরণার্থী সংস্থার মর্যাদাপূর্ণ ন্যানসেন পুরস্কার জিতে নিয়েছেন।
- ২০১৫ এবং ২০১৬ সালে জার্মানিতে ১.২ মিলিয়নেরও বেশি শরণার্থী এবং আশ্রয়প্রার্থীকে স্বাগত জানানোর জন্য তিনি পুরস্কৃত হয়েছেন।
- ন্যানসেন অ্যাওয়ার্ড ১৯৫৪ সালে প্রথম জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার (UNHCR), ফ্রিডটজফ ন্যানসেনের সম্মানে প্রদান করা হয়েছিল।
৪. সম্প্রতি কে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ২০২২ সালের ‘দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল’ পেয়েছেন?
(A) জর্জ হেলু
(B) জুডিথ টি কার্পেন
(C) রক্সি ম্যাথিউ কোল
(D) ফরিদ সালামা
- পুনে-ভিত্তিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির (IITM) বিজ্ঞানী রক্সি ম্যাথিউ কোল আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নের ২০২২ সালের দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল পেয়েছেন।
- পৃথিবী এবং মহাকাশ বিজ্ঞানে তার অসামান্য গবেষণার জন্য তিনি নির্বাচিত হয়েছেন।
৫. সম্প্রতি কোন দল ২০২২ সালের ‘ইরানি কাপ’ জিতে নিয়েছে?
(A) সৌরাষ্ট্র
(B) পশ্চিমবঙ্গ
(C) তামিলনাড়ু
(D) উত্তর প্রদেশ
- রেস্ট অফ ইন্ডিয়া (ROI) দল সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে সৌরাষ্ট্রকে ৮ উইকেটে পরাজিত করে, ৪ঠা অক্টোবর ২০২২-এ ইরানি কাপ শিরোপা জিতে নিয়েছে।
- এটি ছিল রেস্ট অফ ইন্ডিয়ার ২৯তম ইরানি ট্রফি শিরোপা।
- ইরানি কাপ ভারতের একটি টেস্ট ম্যাচ ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট।
- এটি প্রতি বছর রনজি ট্রফি বিজয়ী এবং রেস্ট অফ ইন্ডিয়া ক্রিকেট দলের মধ্যে খেলা হয়।
- প্রথম খেলা হয়েছিল ১৯৫৯-৬০ সালে।
৬. তেলেঙ্গানা সরকার তফসিলি উপজাতিদের (ST) জন্য কোটা ৬% থেকে বাড়িয়ে কত করেছে?
(A) ১৫%
(B) ৩৩%
(C) ২২%
(D) ১০%
- তেলেঙ্গানা সরকার অবিলম্বে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি পরিষেবাগুলিতে তফসিলি উপজাতিদের (ST) জন্য সংরক্ষণ ৪ শতাংশ বাড়িয়েছে।
তেলেঙ্গানা :
- মুখ্যমন্ত্রী : কে চন্দ্রশেখর রাও
- রাজ্যপাল : তামিলিসাই সুন্দররাজন
- রাজধানী : হায়দ্রাবাদ
৭. নিম্নোক্ত কোন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘বন্দে মাতরম’ উদ্যোগ চালু করেছেন?
(A) উত্তর প্রদেশ
(B) মধ্য প্রদেশ
(C) বিহার
(D) মহারাষ্ট্র
- মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস ২রা অক্টোবর ২০২২-এ রাজ্যে বন্দে মাতরম উদ্যোগ চালু করেছিলেন।
- মহাত্মা গান্ধীর ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই উদ্যোগের সূচনা করা হয়েছে।
- এই উদ্যোগের অধীনে সরকারি কর্মচারীরা ‘Hello’-এর পরিবর্তে ‘বন্দে মাতরম’ বলতে বাধ্য।
৮. অ্যালাইন অ্যাসপেক্ট, জন এফ. ক্লজার এবং অ্যান্টন জেইলিংগার যৌথভাবে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার জিতলেন?
(A) শান্তি
(B) ফিজিওলজি বা মেডিসিন
(C) পদার্থবিদ্যা
(D) রসায়ন
- ২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল জর্জিও প্যারিসি, ক্লাউস হাসেলম্যান এবং সিউকুরো মানবেকে।
- ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। সেই বছরের জন্য পুরস্কারটি ফ্রেডেরিক প্যাসি এবং জিন হেনরি ডুনান্টের মধ্যে ভাগ করা হয়েছিল।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here