Daily Current Affairs in BengaliCurrent Affairs

2nd October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

2nd October Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২রা অক্টোবর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd October Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 29th September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সংগ্রহ করা GST রাজস্বের পরিমাণ কত?

(A) ১,৩৫,৯০২
(B) ১,৪৭,৬৮৬
(C) ১,৪২,০৯৮
(D) ১,৩৯,২৩৪

উত্তর
(B) ১,৪৭,৬৮৬

  • এই প্রথম টানা ৮ মাস মাসিক GST রাজস্ব ১,৪০,০০০ কোটি টাকার বেশি রয়েছে।
  • মোট GST সংগ্রহের মধ্যে কেন্দ্রীয় পণ্য ও পরিষেবা কর, CGST সংগ্রের পরিমাণ ২৫,২৭১ কোটি টাকা।

২. গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ন্যাশনাল গেমস ২০২২-এ মহিলাদের ফেন্সিং ইভেন্টে সম্প্রতি কে তার তৃতীয় স্বর্ণপদক জিতে নিয়েছেন?

(A) মেহুলি ঘোষ
(B) সিফ্ট কৌর সামরা
(C) মনীষা মঈন
(D) ভবানী দেবী

উত্তর
(D) ভবানী দেবী

  • ভবানী দেবী ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ন্যাশনাল গেমস ২০২২-এ মহিলাদের ফেন্সিং (সাবরে) ইভেন্টে তার টানা তৃতীয় স্বর্ণপদকটি জিতে নিয়েছেন।
  • ফাইনালে তিনি পঞ্জাবের জগমিত কৌরকে ১৫-৩-এ হারিয়েছিলেন।

৩. সকল দরিদ্রদের নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য তেলেঙ্গানা সরকার সম্প্রতি কোন পেনশন যোজনা চালু করেছে?

(A) আসারা
(B) তেলেগানা
(C) LIC
(D) সাহারা

উত্তর
(A) আসারা

  • তেলেঙ্গানা সরকার ‘আসারা’ পেনশন চালু করেছে।
  • সমস্ত দরিদ্রদের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে এই ‘আসারা’ পেনশন চালু করা হয়েছে।
  • এটি বৃদ্ধ, বিধবা, শারীরিকভাবে অক্ষম এবং বিড়ি শ্রমিকদের পেনশন প্রদানের একটি কল্যাণমূলক প্রকল্প।

৪. কোন রাজ্য বিধানসভা সম্প্র্রতি রাজ্যের ‘ভিজিল্যান্স কমিশন’ ভেঙে দেওয়ার বিল পাস করে?

(A) উত্তর প্রদেশ
(B) পাঞ্জাব
(C) তামিলনাড়ু
(D) রাজস্থান

উত্তর
(B) পাঞ্জাব

  • পাঞ্জাব বিধানসভা রাজ্য ভিজিল্যান্স কমিশন ভেঙে দেওয়ার বিল পাস করেছে।
  • ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ পাঞ্জাব বিধানসভা রাজ্য ভিজিল্যান্স কমিশনকে ভেঙে দেওয়ার জন্য একটি বিল পাস করেছে।
  • রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতি দমনের জন্য ২০২০ সালে রাজ্য ভিজিল্যান্স কমিশন গঠন করা হয়েছিল, যা ব্যর্থ হয়েছে।

৫. কোন মন্ত্রক অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে ‘সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন’ (AFSPA)-এর সময়কাল বাড়িয়ে দিয়েছে?

(A) প্রতিরক্ষা মন্ত্রক
(B) বাণিজ্য মন্ত্রক
(C) পররাষ্ট্র মন্ত্রক
(D) স্বরাষ্ট্র মন্ত্রক

উত্তর
(D) স্বরাষ্ট্র মন্ত্রক

  • ৩০শে সেপ্টেম্বর ২০২২-এ স্বরাষ্ট্র মন্ত্রক অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (AFSPA) আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে।
  • এটি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের ১২টি জেলায় এবং এই ২টি রাজ্যের ৫টি অন্যান্য জেলার নির্দিষ্ট অংশে প্রসারিত হয়েছে।
  • ২০১৫ সালে ত্রিপুরায়, ২০১৮ সালে মেঘালয়ে এবং ১৯৮০-এর দশকে মিজোরামে ‘সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন’ সম্পূর্ণরূপে তুলে নেওয়া হয়েছিল।

৬. কেরালার কোন অঞ্চল ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সাক্ষর পঞ্চায়েত হয়ে উঠেছে?

(A) কুন্নাথুকাল
(B) কাল্লারা
(C) ভিলাপ্পিল
(D) পুল্লামপাড়া

উত্তর
(D) পুল্লামপাড়া

  • পুল্লামপাড়া ভারতের প্রথম গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে যার বাসিন্দারা সম্পূর্ণ ডিজিটাল সাক্ষরতা অর্জন করেছে।
  • এই বিশেষ কৃতিত্বের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
  • পুল্লামপাড়া হল কেরালার তিরুবনন্তপুরম জেলার একটি গ্রাম।

৭. কোন দেশ সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশগুলির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) চীন
(B) জার্মানি
(C) রাশিয়া
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তর
(D) মার্কিন যুক্তরাষ্ট্র

  • মার্কিন যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল এবং ফিজি, মার্শাল দ্বীপপুঞ্জ, পাপুয়া নিউ গিনি, টোঙ্গা সহ এক ডজনেরও বেশি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রের সাথে একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে।
  • অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও পর্যবেক্ষক হিসেবে সম্মেলনে অংশ নিয়েছিল।

৮. সম্প্রতি কাবেরী নদীতে আবিষ্কৃত Pangasius icaria কোন প্রজাতির অন্তর্গত?

(A) কচ্ছপ
(B) সাপ
(C) ক্যাটফিশ
(D) ব্যাঙ

উত্তর
(C) ক্যাটফিশ

  • মেট্টুর বাঁধের কাছে কাবেরী নদীতে একটি নতুন ভোজ্য ক্যাটফিশ প্রজাতির সন্ধান পাওয়া গেছে যার নাম Pangasius icaria।
  • ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের বিজ্ঞানীরা এই নতুন প্রজাতিটি আবিষ্কার করেছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button