29th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
29th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 28th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালে নিচের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংখ্যক বিদেশী পর্যটক ভ্রমণ করেছে?
(A) মহারাষ্ট্র
(B) তামিলনাড়ু
(C) গোয়া
(D) A ও B উভয়
- কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের একটি রিপোর্ট অনুসারে, ২০২১ সালে মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে যথাক্রমে ১.২৬ মিলিয়ন এবং ১.২৩ মিলিয়ন বিদেশী পর্যটক ভ্রমণ করেছে।
- ‘ইন্ডিয়া ট্যুরিজম স্ট্যাটিস্টিকস ২০২২’ শিরোনামের এই প্রতিবেদনটি ২৭শে সেপ্টেম্বর ২০২২-এ নতুন দিল্লিতে ভাইস-প্রেসিডেন্ট জগদীপ ধনখার প্রকাশ করেছিলেন।
- রিপোর্ট অনুযায়ী তাজমহলে সব চেয়ে বেশি বিদেশী পর্যটক ভ্রমণ করেছে।
২. সম্প্রতি কাকে ভারতের ডেটা সিকিউরিটি কাউন্সিলের নতুন CEO হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) অনুরাগ ঠাকুর
(B) বিনায়ক গডসে
(C) সুধা মূর্তি
(D) তুষার মেহতা
- তিনি রামা বেদাশ্রীর স্থলাভিষিক্ত হবেন যিনি ছয় বছরেরও বেশি সময় ধরে DSCI তে নেতৃত্ব দিয়েছেন।
- গডসে ১লা অক্টোবর ২০২২ থেকে CEO হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন।
DSCI :
- প্রতিষ্ঠাকাল : ২০০৮
- প্রতিষ্ঠাতা: NASSCOM
- বর্তমান চেয়ারম্যান: রাজেন্দ্র এস পাওয়ার
- সদর দপ্তর: নয়ডা, উত্তরপ্রদেশ
৩. সম্প্রতি কাকে তিন বছরের জন্য ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) এম.সি. সেটালভাদ
(B) এল.এন. সিনহা
(C) আর ভেঙ্কটরামানি
(D) সোলি সোরাবজী
- ভারতের রাষ্ট্রপতি ২৮শে সেপ্টেম্বর ২০২২-এ সিনিয়র অ্যাডভোকেট আর ভেঙ্কটরামানিকে তিন বছরের জন্য ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেছেন।
- তিনি বর্তমান অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালের স্থলাভিষিক্ত হবেন যার মেয়াদ ৩০শে সেপ্টেম্বর, ২০২২-এ শেষ হবে।
- অ্যাটর্নি জেনারেল ভারত সরকারের প্রধান আইনি উপদেষ্টা হিসেবে কাজ করে।
৪. কোন দিনটিতে বিশ্ব হৃদয় দিবস পালিত হয়?
(A) ২৯শে সেপ্টেম্বর
(B) ১১ই অক্টোবর
(C) ২৪শে সেপ্টেম্বর
(D) ২১শে সেপ্টেম্বর
- প্রতি বছর ২৯শে সেপ্টেম্বর, সারা বিশ্বের মানুষকে হৃদরোগ এবং কার্ডিওভাসকুলার রোগের পরিসর সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এই দিনটি পালিত হয়।
- ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০০০ সালে প্রথম এই দিবসটি পালন করে।
- বিশ্ব হার্ট দিবস ২০২২-এর থিম হল “Use Heart for Every Heart”।
৫. সম্প্রতি প্রয়াত হলেন প্রাক্তন সাংসদ জয়ন্তী পট্টনায়েক। তিনি কোন কমিশনের প্রথম চেয়ারপারসন ছিলেন?
(A) National Commission for Women
(B) National Commission for Minorities
(C) National Commission for Scheduled Caste
(D) National Commission for OBC
- প্রবীণ কংগ্রেস নেত্রী এবং ওড়িশার প্রাক্তন সাংসদ জয়ন্তী পট্টনায়ক সম্প্রতি প্রয়াত হলেন।
- তিনি ৩রা ফেব্রুয়ারি, ১৯৯২ থেকে ৩০শে জানুয়ারী, ১৯৯৫ পর্যন্ত কমিশনের প্রধান ছিলেন।
- তিনি ১৯৮৭ সালে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতিও ছিলেন।
৬. ‘আর্কিলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’ মধ্যপ্রদেশের কোথায় ২০টি বৌদ্ধ গুহা আবিষ্কার করেছে?
(A) কুনো
(B) বান্ধবগড়
(C) ইন্দোর
(D) ভোপাল
- আর্কিলোজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মধ্যপ্রদেশের বান্ধবগড় টাইগার রিজার্ভে খ্রিস্টপূর্ব ২য় শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীর মধ্যে ২০টি বৌদ্ধ গুহা খুঁজে পেয়েছে।
- এই বৌদ্ধ ধর্মীয় নিদর্শনগুলি বৌদ্ধ ধর্মের মহাযান সম্প্রদায়ের।
- এখানে ২৪টিরও বেশি ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে।
৭. সম্প্রতি কে তার নতুন রাজনৈতিক দল ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’-র ঘোষণা করেছেন?
(A) কপিল সিবাল
(B) জয়রাম রমেশ
(C) গোলাম নবী আজাদ
(D) ফারুক আবদুল্লাহ
- প্রাক্তন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ তার নতুন রাজনৈতিক দল ‘ডেমোক্রেটিক আজাদ পার্টি’-র ঘোষণা করেছেন এবং তার দলের পতাকাও প্রকাশ করেছেন।
- জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ কংগ্রেসের সাথে সম্পর্ক ছিন্ন করার এক মাস পরে এই নতুন দলের ঘোষণা করলেন।
- তিনি ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৮. মোহাম্মদ বিন সালমান সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন?
(A) সৌদি আরব
(B) ওমান
(C) কাতার
(D) ইরান
- সৌদি আরবে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ তার ছেলে এবং উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন।
- এছাড়াও বাদশাহ সালমান তার দ্বিতীয় পুত্র প্রিন্স খালিদকে উপ-প্রতিরক্ষামন্ত্রী থেকে প্রতিরক্ষামন্ত্রী পদে উন্নীত করেছেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here