Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 27th September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. বিশ্ব জলাতঙ্ক দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?

(A) ১৯শে সেপ্টেম্বর
(B) ২৭শে সেপ্টেম্বর
(C) ২৮শে সেপ্টেম্বর
(D) ৭ই জুলাই

উত্তর
(C) ২৮শে সেপ্টেম্বর

  • এটি ফরাসি জীববিজ্ঞানী এবং রসায়নবিদ লুই পাস্তুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটি পালন করা হয়, যিনি প্রথম জলাতঙ্কের ভ্যাকসিন তৈরি করেছিলেন।
  • ২৮শে সেপ্টেম্বর, ২০০৭ এ প্রথমবারের মতো এই দিবসটি পালিত হয়।
  • ২০২২ সালের থিম: “One Health, Zero Death”।

২. কোন মহিলা ক্রিকেটার সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন?

(A) অ্যালিসা হিলি
(B) ঝুলন গোস্বামী
(C) লরা ওলভার্ড
(D) বেথ মুনি

উত্তর
(B) ঝুলন গোস্বামী

  • ২৪শে সেপ্টেম্বর ২০২২-এ ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI ম্যাচের পর  ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
  • তিনি ২০০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার ODI তে অভিষেক করেছিলেন।
  • মহিলাদের ODI ক্রিকেটে সর্বাধিক সংখ্যক উইকেট নেওয়ার রেকর্ডটি তার দখলে।
  • তিনি ২০০৭ সালে ICC বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন।

৩. Employees’ State Insurance Corporation (ESIC)-এর মহাপরিচালক হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) উদয় কাম্বলে
(B) রামব্রিচ সিং
(C) প্রমোদ চৌধুরী
(D) রাজেন্দ্র কুমার

উত্তর
(D) রাজেন্দ্র কুমার

  • তিনি বর্তমানে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অতিরিক্ত সচিব।
  • ESIC হল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের মালিকানাধীন বিধিবদ্ধ সামাজিক নিরাপত্তা সংস্থা৷

৪. নিচের কোন ব্যাঙ্ক সম্প্রতি হায়দ্রাবাদের ‘Cyber Security Centre of Excellence’-এ, একটি এথিক্যাল হ্যাকিং ল্যাব উদ্বোধন করেছে?

(A) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) অ্যাক্সিস ব্যাঙ্ক
(C) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
(D) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

উত্তর
(A) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

  • ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হায়দ্রাবাদের সাইবার সিকিউরিটি সেন্টার অফ এক্সিলেন্স (CCoE) এ একটি এথিক্যাল হ্যাকিং ল্যাবের উদ্বোধন করেছে।
  • ল্যাবটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO এ মণিমেখলাই।

৫. মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি অযোধ্যার বিখ্যাত নয়া ঘাট ক্রসিং এর নাম পরিবর্তন করে কি রেখেছেন?

(A) নরেন্দ্র মোদী চক
(B) শান্তি পথ চক
(C) চৌধুরী চরণ সিং চক
(D) লতা মঙ্গেশকর চক

উত্তর
(D) লতা মঙ্গেশকর চক

  • উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৮শে সেপ্টেম্বর ২০২২-এ প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে অযোধ্যায় নয়া ঘাট ক্রসিং এর নাম পরিবর্তন করেছে।

 

৬. কোন রাজ্যের বিধানসভা ‘আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়’ চালু করার জন্য একটি বিল পাস করেছে?

(A) বিহার
(B) অরুণাচল প্রদেশ
(C) উত্তর প্রদেশ
(D) ত্রিপুরা

উত্তর
(D) ত্রিপুরা

  • ২৭শে সেপ্টেম্বর ২০২২-এ ত্রিপুরা বিধানসভা সর্বসম্মতিক্রমে মনু বাঁকুলে ‘ধম্ম দীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য একটি বিল পাস করেছে।
  • বিশ্ববিদ্যালয়টি বৌদ্ধধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তির অধ্যয়ন এবং অন্যান্য পেশাগত কোর্সের প্রচার করবে।

৭. মধ্যপ্রদেশের কোন শহর ‘ভারতের পর্যটন গন্তব্যের সেরা নাগরিক ব্যবস্থাপনার’ পুরস্কার জিতেছে?

(A) উজ্জয়িন
(B) রেওয়া
(C) ইন্দোর
(D) ভোপাল

উত্তর
(C) ইন্দোর

  • মধ্যপ্রদেশের ইন্দোর শহর সেরা ‘Civic management of a tourist destination in India’ পুরস্কার জিতে নিয়েছে।
  • মধ্যপ্রদেশ, জাতীয় পর্যটন পুরস্কার ২০১৮-১৯-এ বিভিন্ন বিভাগে ৮টি পুরস্কার জিতেছে।
  • উজ্জয়িনী পশ্চিমাঞ্চলের পরিচ্ছন্ন পর্যটন স্থানের পুরস্কার জিতেছে।

৮. ভারত সরকার সম্প্রতি কোন ভারতীয়-মুসলিম রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করেছে?

(A) Popular Front of India
(B) Indian Union Muslim League
(C) Punjab Muslim League
(D) Democratic Secular Party

উত্তর
(A) Popular Front of India

  • ভারত সরকার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এবং এর সহযোগীদের বেআইনী কার্যকলাপ (প্রতিরোধ) আইনের আওতায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে।
  • ৫ দিনের মধ্যে মৌলবাদী সংগঠনের বিরুদ্ধে দ্বিতীয় দেশব্যাপী ক্র্যাকডাউনের একদিন পর সরকার একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে।
  • প্রতিষ্ঠা : ২২শে নভেম্বর ২০০৬

৯. FIFA কোন ভারতীয় ফুটবল খেলোয়াড়ের জীবন ও কর্মজীবনের উপর একটি তিন পর্বের সিরিজ প্রকাশ করেছে?

(A) আই এম বিজয়ন
(B) সুনীল ছেত্রী
(C) গুরপ্রীত সিং সান্ধু
(D) প্রণয় হালদার

উত্তর
(B) সুনীল ছেত্রী

  • FIFA ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর কৃতিত্ব এবং গোল-স্কোরিং-এর স্বীকৃতিস্বরূপ তার জীবন ও কর্মজীবনের উপর একটি তিন পর্বের সিরিজ প্রকাশ করেছে।
  • এছাড়াও তিনি ৮৪টি স্ট্রাইক সহ সর্বাধিক আন্তর্জাতিক গোল সহ সক্রিয় ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button