25th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
25th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৫শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 25th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 24th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. নিচের কোন দেশটি এশিয়ার পাম তেলের বৃহত্তম আমদানিকারক হয়ে উঠেছে?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) পাকিস্তান
(D) চীন
- এশিয়ার পাঁচটি প্রধান পাম তেল আমদানিকারক দেশের শীর্ষ ভোজ্য তেল শিল্প সমিতি ‘Asian Palm Oil Alliance’ (APOA) গঠনের জন্য একত্রিত হয়েছে।
- এশিয়া থেকে পাঁচটি প্রধান পাম তেল আমদানিকারক জোট দেশ গুলি হলো — ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপাল।
- ভারত এশিয়ার সবচেয়ে বড় পাম তেল আমদানিকারক, যা বিশ্বব্যাপী আমদানির ১৫% এর জন্য দায়ী।
২. সপ্ত কোসি উচ্চ বাঁধ নামক বহুমুখী প্রকল্পটি নিচের কোন দেশে নির্মাণের প্রস্তাব করা হয়েছে?
(A) ভারত
(B) বাংলাদেশ
(C) ভুটান
(D) নেপাল
- ভারত ও নেপাল আরও গবেষণার মাধ্যমে সপ্ত কোসি উচ্চ বাঁধ প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সম্মত হয়েছে।
- জলসম্পদ সংক্রান্ত যৌথ কমিটির (JCWR) নবম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- সপ্ত কোসি উচ্চ বাঁধ একটি বহুমুখী প্রকল্প যা নেপালের সপ্তকোশি নদীতে নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
- এর লক্ষ্য দক্ষিণ-পূর্ব নেপাল এবং উত্তর বিহারে বন্যা নিয়ন্ত্রণ করা এবং জলবিদ্যুৎ উৎপাদন করা।
৩. কোন কেন্দ্রীয় মন্ত্রী দুই দিনের একটি ভার্চুয়াল সম্মেলন ‘SymphoNE’ চালু করেছেন?
(A) নিতিন গড়করি
(B) জি কিষাণ রেড্ডি
(C) অনুরাগ ঠাকুর
(D) রাজনাথ সিং
- পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি ২৪শে সেপ্টেম্বর ২০২২-এ দুই দিনের ভার্চুয়াল কনফারেন্স ‘SymphoNE’ লঞ্চ করেছেন।
- এটি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক ২৪-২৭শে সেপ্টেম্বর পর্যন্ত আয়োজন করছে।
৪. Yes ব্যাঙ্কের পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) আর গান্ধী
(B) শক্তিকান্ত দাস
(C) দীপক পারেখ
(D) রঘু রাম রাজন
- প্রাক্তন RBI ডেপুটি গভর্নর আর গান্ধী Yes ব্যাঙ্কের খণ্ডকালীন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন।
- RBI ২০শে সেপ্টেম্বর, ২০২২ থেকে কার্যকর ৩ বছরের জন্য ব্যাঙ্কের নন-এক্সিকিউটিভ (পার্টটাইম) চেয়ারম্যান হিসাবে তার নিয়োগ অনুমোদন করেছে।
- তিনি ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিন বছর RBI এর ডেপুটি গভর্নর ছিলেন।
৫. কোন দিনটিতে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপিত হয়?
(A) ২৫শে অক্টোবর
(B) ২৪শে সেপ্টেম্বর
(C) ২৫শে সেপ্টেম্বর
(D) ১৬ই সেপ্টেম্বর
- দীনদয়াল উপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, অখণ্ড মানবতাবাদের মতাদর্শের প্রবক্তা এবং রাজনৈতিক দল ভারতীয় জনসংঘের নেতা, যা ভারতীয় জনতা পার্টির অগ্রদূত।
৬. কেবল মহিলা বিধায়কদের বক্তব্য রাখার জন্য কোন রাজ্যের বিধানসভা ১দিন সংরক্ষিত করলো?
(A) বিহার
(B) উত্তর প্রদেশ
(C) ওডিশা
(D) পশ্চিমবঙ্গ
- উত্তর প্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মাহানা সম্প্রতি ঘোষণা করেছেন যে ২২শে সেপ্টেম্বর মহিলা বিধায়কদের জন্য একটি বিশেষ দিন হিসাবে সংরক্ষিত থাকবে।
- এই দিনে কেবল তাদের সমস্যাগুলি উত্থাপন করা হবে।
৭. ভারতে সোলার ফার্ম স্থাপনকারী প্রথম ই-কমার্স কোম্পানি কোনটি?
(A) Walmart
(B) Ebay
(C) Flipkart
(D) Amazon
- Amazon রাজস্থানে তিনটি নতুন স্যার ফার্মের সাথে ভারতে তার প্রথম সৌর প্রকল্প চালু করার ঘোষণা করেছে।
- Amazon এর ভারতীয় প্রকল্পের মধ্যে রয়েছে একটি ২১০-মেগাওয়াট প্রকল্প যা রিনিউ পাওয়ার দ্বারা তৈরি করা হবে, একটি ১০০-মেগাওয়াট প্রকল্প যা Amp Energy India দ্বারা তৈরি করা হবে এবং আরো একটি ১১০-মেগাওয়াট প্রকল্প রয়েছে।
৮. সম্প্রতি কে ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘ভারত বিদ্যা’ লঞ্চ করতে চলেছেন?
(A) নির্মলা সীতারামন
(B) ভেঙ্কাইয়া নাইডু
(C) নরেন্দ্র মোদী
(D) অমিত শাহ
- কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ই-লার্নিং প্লাটফর্ম ভারত বিদ্যা লঞ্চ করবেন।
- এটি হবে প্রাচ্য ও দক্ষিণ এশীয় অধ্যয়নের জন্য একটি অনলাইন শিক্ষার প্ল্যাটফর্ম।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here