Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 22st September Current Affairs Quiz 2022 –  Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কেন্দ্রীয় সরকার নিচের কোন কোম্পানিকে ‘মহারত্ন’ কোম্পানির মর্যাদা দিয়েছে?

(A) REC Limited
(B) NTPC Ltd.
(C) Indian Oil Corporation Limited
(D) Coal India Limited

উত্তর
(A) REC Limited

  • REC লিমিটেডকে সম্প্রতি একটি ‘মহারত্ন’ কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মর্যাদা দেওয়া হয়েছে।
  • কোম্পানিটি বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে।
  • REC এর ফুল ফর্ম : Rural Electrification Corporation।

২. ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এর সংবিধান সংশোধন করতে এবং নির্বাচনী কলেজ প্রস্তুত করতে সুপ্রিম কোর্ট সম্প্রতি কাকে নিযুক্ত করেছে?

(A) জগদীশ সিং খেহার
(B) এল নাগেশ্বর রাও
(C) রঞ্জন গগৈ
(D) দীপক মিশ্র

উত্তর
(B) এল নাগেশ্বর রাও

  • ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (IOA) এর সংবিধান সংশোধন করতে এবং নির্বাচনী কলেজ প্রস্তুত করার জন্য ২২শে সেপ্টেম্বর ২০২২-এ সুপ্রিম কোর্ট প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাওকে নিযুক্ত করেছে।
  • ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (IOC) ৮ই সেপ্টেম্বর ২০২২-এ IOA-কে “তার শাসন সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার” এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার জন্য একটি চূড়ান্ত সতর্কতা জারি করেছে, এতে ব্যর্থ হলে IOC ভারতকে নিষিদ্ধ করবে।

৩. কোন টেনিস খেলোয়াড় সম্প্রতি চেন্নাই ওপেনের শিরোপা জিতেছেন?

(A) লিন্ডা ফ্রুহভার্তোভা
(B) সানিয়া মির্জা
(C) সেরেনা উইলিয়ামস
(D) ম্যাগডা লিনেট

উত্তর
(A) লিন্ডা ফ্রুহভার্তোভা

  • ১৭ বছর বয়সী চেক টেনিস খেলোয়াড় লিন্ডা ফ্রুহভিরতোভা ২০২২ সালের চেন্নাই ওপেনের শিরোপা জিতে নিয়েছেন।
  • ফ্রুহভার্তোভা ফাইনালে পোল্যান্ডের ম্যাগদা লিনেটকে পরাজিত করেছেন।
  • ২০২২ সালের চেন্নাই ওপেন ১২ থেকে ১৮ই সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হয়েছিল।

৪. আসাম পুলিশের নতুন নিয়োগপ্রাপ্ত কমান্ডোদের প্রশিক্ষকের দায়িত্ব নিলো কোন সংস্থা?

(A) ভারতীয় সেনাবাহিনী
(B) ভারতীয় বিমানবাহিনী
(C) CBI
(D) উপরের সবাই

উত্তর
(A) ভারতীয় সেনাবাহিনী

  • অসম পুলিশে পাঁচটি নতুন কমান্ডো ব্যাটালিয়ন নিযুক্ত করা হয়েছে যারা বিভিন্ন সুনির্দিষ্ট ভূমিকা পালন করবে।
  • এর মধ্যে দুটি ব্যাটালিয়ন শহুরে অভিযানে ফোকাস করবে এবং বাকি তিনটি সন্ত্রাসবাদী আস্তানা এবং জঙ্গল যুদ্ধের অভিযানে মনোনিবেশ করবে।

৫. কোথায় পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে?

(A) গুজরাট
(B) উত্তরপ্রদেশ
(C) মহারাষ্ট্র
(D) পশ্চিমবঙ্গ

উত্তর
(A) গুজরাট

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৩শে সেপ্টেম্বর ২০২২-এ গুজরাটে পরিবেশ মন্ত্রীদের জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন।
  • দুই দিনব্যাপী সম্মেলনে ছয়টি বিষয়ভিত্তিক অধিবেশন থাকবে।

৬. ভারতের প্রথম ‘ডুগং কনজারভেশন রিজার্ভ’ নিচের কোন রাজ্যে তৈরী হতে চলেছে?

(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) কর্ণাটক
(D) তামিলনাড়ু

উত্তর
(D) তামিলনাড়ু

  • তামিলনাড়ুর উপকূলে পল্ক বে অঞ্চলে দেশের প্রথম ‘ডুগং কনজারভেশন রিজার্ভ’ গঠিত হতে চলেছে।
  • ডুগং আজ সম্ভবত “অত্যন্ত বিপন্ন” প্রজাতি।
  • পূর্ব আফ্রিকা এবং ভারতের উপকূল বরাবর মাত্র ২০০ টি মত ডুগং অবশিষ্ট রয়েছে।

৭. প্লাস্টিক দূষণের সমস্যা মোকাবেলা করার জন্য ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) সম্প্রতি কোন সংস্থার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) UNDP
(B) IMF
(C) World Bank
(D) UNEP

উত্তর
(D) UNEP

  • ন্যাশনাল ক্যাডেট কর্পস (NCC) এবং ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (UNEP) ২২শে সেপ্টেম্বর ২০২২ এ নয়া দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • প্লাস্টিক দূষণের সমস্যা মোকাবেলা করতে এবং পুনীত সাগর অভিযান এবং টাইড টার্নার্স প্লাস্টিক চ্যালেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে জলদূষণ রোধ করার জন্য এটি স্বাক্ষরিত হয়েছিল।
  • NCC ২০২১ সালের ডিসেম্বরে পুনিত সাগর অভিযান চালু করেছিল।

৮. সম্প্রতি কে Global Goalkeeper Award 2022 জিতলেন?

(A) উরসুলা ভন ডের লিয়েন
(B) রাধিকা বাত্রা
(C) জাহরা জয়া
(D) ভেনেসা নাকাতে

উত্তর
(A) উরসুলা ভন ডের লিয়েন

  • ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লিয়েন, ২০২০ সালে কোভিড-19 মহামারীর সময় তার নেতৃত্বের জন্য ২০২২ সালের গ্লোবাল গোলকিপার অ্যাওয়ার্ড জিতেছেন।
  • এই পুরস্কারটি প্রদান করে Gates Foundation।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button