21st September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
21st September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২১শে সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 20th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিকে আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হয়?
(A) ২১শে সেপ্টেম্বর
(B) ১৯শে আগস্ট
(C) ১১ই সেপ্টেম্বর
(D) ৫ই জুলাই
- প্রতি বছর ২১শে সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়।
- এটি সমস্ত জাতি এবং মানুষের মধ্যে এবং উভয়ের মধ্যে শান্তির আদর্শকে শক্তিশালী করার জন্য পালিত হয়।
- এটি ১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- দিনটিকে স্মরণ করার জন্য, নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দফতরে জাতিসংঘের শান্তি ঘণ্টা বাজানো হয়।
- ২০২২ সালের থিম: “End racism. Build peace”
২. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি SCALE (Skill Certification Assessment for Leather Employees) অ্যাপ লঞ্চ করেছেন?
(A) সর্বানন্দ সোনোয়াল
(B) স্মৃতি ইরানি
(C) ধর্মেন্দ্র প্রধান
(D) নিতিন গড়করি
- কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২০শে সেপ্টেম্বর ২০২২-এ SCALE অ্যাপ লঞ্চ করেছেন।
- অ্যাপটি তৈরি করেছে লেদার স্কিল সেক্টর কাউন্সিল।
- চামড়ার কারুশিল্পে আগ্রহী সকল বয়সের ব্যক্তিরা এই অ্যাপে অনলাইন ক্লাস অ্যাক্সেস করতে পারে।
৩. কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে কোন দেশ সম্প্রতি তাদের প্রথম SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে?
(A) বাংলাদেশ
(B) শ্রীলংকা
(C) মালয়েশিয়া
(D) থাইল্যান্ড
- ১৯শে সেপ্টেম্বর ২০২২ এ কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ তাদের প্রথম SAFF মহিলা চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে।
- ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।
- ৫ ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন।
- এটি ছিল টুর্নামেন্টের ৬তম সংস্করণ যা নেপালের কাঠমান্ডুতে ৬-১৯শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল।
৪. ICC এর নতুন নিয়ম অনুযায়ী, বল মোকাবেলা করার জন্য একজন ব্যাটারকে কত সময়ের মধ্যে প্রস্তুত হতে হবে?
(A) দুই মিনিট
(B) উপরের একটিও নয়
(C) পাঁচ মিনিট
(D) ৩০ সেকেন্ড
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ২০শে সেপ্টেম্বর ২০২২-এ সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন পুরুষদের ক্রিকেট কমিটির সুপারিশ অনুমোদন করার পরে তার খেলার শর্তে বেশ কয়েকটি পরিবর্তন ঘোষণা করে।
৫. কোন রাজ্য উপকূলীয় বাস্তুতন্ত্রের পুনর্জন্মের জন্য এবং উপকূলে বসবাসকারী মানুষের মধ্যে উন্নয়নের জন্য ২৬১ কোটি টাকার একটি জীবিকা কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে?
(A) গুজরাট
(B) তামিলনাড়ু
(C) কর্ণাটক
(D) ওড়িশা
- ওড়িশা সরকার উপকূলীয় বাস্তুতন্ত্রের পুনর্জন্মের জন্য এবং উপকূলে বসবাসকারী মানুষের উন্নয়নের জন্য ২৬১ কোটি টাকার একটি জীবিকা কর্ম পরিকল্পনা অনুমোদন করেছে।
- চলতি বছর থেকে ২০২৬-২৭ পর্যন্ত এই কমিউনিটি ভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- ইন্টিগ্রেটেড কোস্টাল ম্যানেজমেন্ট সোসাইটি (ICZMS) এর স্টিয়ারিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৬. লাদাখে সম্প্রতি কে কার্গিল ইন্টারন্যাশনাল ম্যারাথনের উদ্বোধন করেছেন?
(A) বি এস রাজু
(B) যোগেশ কুমার জোশী
(C) রানা প্রতাপ কলিতা
(D) মনোজ পান্ডে
- লাদাখে, সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে সম্প্রতি কার্গিল আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধন করেছেন।
- ৪২ কিমি ফুল ম্যারাথন ফ্ল্যাগ অফ করে এর উদ্বোধন করা হয়।
৭. কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্স নিচের কোন এলাকায় খোলা হয়েছে?
(A) রাজৌরি
(B) কুপওয়ারা
(C) শ্রীনগর
(D) অনন্তনাগ
- জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ২০শে সেপ্টেম্বর ২০২২-এ শ্রীনগরের সোনওয়ার এলাকায় কাশ্মীরের প্রথম মাল্টিপ্লেক্সের উদ্বোধন করেছেন।
- এর ফলে তিন দশক পর কাশ্মীরে সিনেমা হল ফিরে এসেছে।
- INOX দ্বারা ডিজাইন করা এই মাল্টিপ্লেক্সে ৫২০ আসনের মোট ধারণক্ষমতা সহ ৩টি মুভি থিয়েটার রয়েছে।
- ৩১শে ডিসেম্বর, ১৯৯০-এ, সন্ত্রাসবাদের বিস্তারের কারণে কাশ্মীর উপত্যকার সমস্ত সিনেমা হল বন্ধ করে দেওয়া হয়েছিল।
৮. নিচের কোন রাজ্যের মন্ত্রিসভা মদ তৈরিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) মণিপুর
(B) গোয়া
(C) পাঞ্জাব
(D) বিহার
- ২০শে সেপ্টেম্বর ২০২২-এ মণিপুর মন্ত্রিসভা রাজ্যে মদ তৈরিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে।
- স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিশেষজ্ঞদের রাজ্যে কীভাবে বিশুদ্ধ এবং উচ্চ-মানের মদ তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানানো হবে।
- রাজ্য সরকার মদ রপ্তানি থেকে প্রায় ৬০০ কোটি টাকা আয় করবে বলে আশা করছে।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here