রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস তালিকা ও সংক্ষিপ্ত পরিচিত
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর রচিত উপন্যাস তালিকা এবং সেই উপন্যাসগুলি সম্পর্কিত কিছু সংক্ষিপ্ত তথ্য।
দেখে নাও : রবীন্দ্রনাথ ঠাকুর রচনা – PDF । Rabindranath Tagore
রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩টি উপন্যাস রচনা করেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি তাঁর প্রথম উপন্যাস “করুণা” রচনা করেন। যদিও এই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস তালিকা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস তালিকা দেওয়া রইলো ।
নং | উপন্যাস | সাল |
---|---|---|
১ | করুণা | ১৮৭৭ |
২ | বউ ঠাকুরাণীর হাট | ১৮৮৩ |
৩ | রাজর্ষি | ১৮৮৭ |
৪ | চোখের বালি | ১৯০৩ |
৫ | নৌকাডুবি | ১৯০৬ |
৬ | গোরা | ১৯১০ |
৭ | চতুরঙ্গ | ১৯১৬ |
৮ | ঘরে বাইরে | ১৯১৬ |
৯ | যোগাযোগ | ১৯২৯ |
১০ | শেষের কবিতা | ১৯২৯ |
১১ | দুই বোন | ১৯৩৩ |
১২ | মালঞ্চ | ১৯৩৪ |
১৩ | চার অধ্যায় | ১৯৩৪ |
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিভিন্ন উপন্যাসগুলি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য নিচে দেওয়া রইলো।
দেখে নাও : রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তিসমূহ
করুণা ( ১৮৭৭ )
- এটি ছিল কবিগুরু রচিত প্রথম উপন্যাস। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের অসমাপ্ত উপন্যাস।
- বিশ্বকবি তাঁর বৌদি কাদম্বরী দেবীর অনুপ্রেরণায় এই উপন্যাসটি রচনা করেন।
- উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত না হলেও এটি “ভারতী” নামক পত্রিকায় ১৮৭৭ থেকে ১৮৭৮ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
- অধুনাকালে ১৯৬১ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত রবীন্দ্র রচনাবলীতে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
- করুণা উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল – করুণা, নরেন্দ্র, মহেন্দ্র, পন্ডিত রঘুনাথ, মহিনী এবং অনূপকুমার ।
দেখে নাও : রবীন্দ্রনাথের উৎসর্গীকৃত রচনা সমূহ – PDF
বউ ঠাকুরাণীর হাট (১৮৮৩ )
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাস যেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল।
- এই উপন্যাসে তৎকালীন বাংলার রাজা প্রতাপাদিত্যের কাহিনী বর্ণিত হয়েছে।
- এই উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথ ঠাকুর দুটি নাটক – প্রায়শ্চিত্ত ও পরিত্রান রচনা করেন।
- বউ ঠাকুরাণীর হাট উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল – প্রতাপাদিত্য, উদয়াদিত্য, বিভা, বসন্ত রায়।
রাজর্ষি (১৮৮৭ )
- ত্রিপুরা রাজবংশের কাহিনী অবলম্বনে এই উপন্যাসটি রচিত।
- এই উপন্যাস অবলম্বনে রবীন্দ্রনাথের “বিসর্জন” নাটকটি রচিত।
- ১৮৮৭ সালে সালে এই উপন্যাসটি “বালক” পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল।
- রাজর্ষি উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল : গোবিন্দমাণিক্য, পুরোহিত রঘুপতি, হাসি ও তাতা, জয়সিংহ, নক্ষত্র রায়।
চোখের বালি (১৯০৩ )
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্বিক উপন্যাস।
- এই উপন্যাসের পূর্ব নাম ছিল “বিনোদিনী”।
- ১৯০১-০২ সালে নবপর্যায় বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- ১৯০৩ সালে বই আকারে প্রকাশিত হয়।
- উপন্যাসের বিষয় “সমাজ ও যুগযুগান্তরাগত সংস্কারের সঙ্গে ব্যক্তিজীবনের বিরোধ”।
- ১৯০৪ সালে অমরেন্দ্রনাথ দত্ত এই উপন্যাসের নাট্যরূপ দেন।
- ১৯৩৮ সালে অ্যাসোসিয়েট পিকচার্সের প্রযোজনায় চোখের বালি অবলম্বনে নির্মিত প্রথম চলচ্চিত্রটি মুক্তি পায়।
- ২০০৩ সালে বিশিষ্ট পরিচালক ঋতুপর্ণ ঘোষ এই উপন্যাস অবলম্বনে চোখের বালি নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
- চোখের বালি উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – মহেন্দ্র, আশালতা, বিনোদিনী, বিহারী, অন্নপূর্ণা, রাজলক্ষী।
দেখে নাও : বাংলা উপন্যাস ও তার রচয়িতা তালিকা – PDF
নৌকাডুবি (১৯০৬ )
- এই উপন্যাসটি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ভগ্নতরী কবিতা অবলম্বনে রচনা করেন।
- উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- নৌকাডুবি উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে
- নৌকাডুবি উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু, যোগেন্দ্র, অক্ষয়, চক্রবর্তী খুড়ো, শৈলজ, ক্ষেমংকরী, উমেশ।
গোরা (১৯১০ )
- গোরা উপন্যাসটি ১৮৮০-এর দশকে ব্রিটিশ রাজত্বকালের সময়কার কলকাতার পটভূমিতে লেখা।
- এটি লেখার ক্রমে পঞ্চম এবং রবীন্দ্রনাথের তেরোটি উপন্যাসের মধ্যে সবচেয়ে দীর্ঘতম।
- এটি রাজনীতি এবং ধর্ম নিয়ে দার্শনিক বিতর্কে সমৃদ্ধ উপন্যাস।
- উপন্যাসে মুক্তি, সর্বজনীনতা, ভ্রাতৃত্ব, লিঙ্গ, নারীবাদ, বর্ণ, শ্রেণি, ঐতিহ্য বনাম আধুনিকতা, নগর অভিজাত বনাম গ্রামীণ কৃষক, ঔপনিবেশিক শাসন, জাতীয়তাবাদ এবং ব্রাহ্মসমাজ নিয়ে লেখা রয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের স্বদেশ চেতনার সর্বোত্তম প্রকাশ ঘটেছে তাঁর এই “গোরা” উপন্যাসে।
- গোরা উপন্যাস অবলম্বনে পরিচালক নরেশ মিত্র ১৯৩৮ সালে একটি বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
- গোরা উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল – গোরা, আনন্দময়ী, ললিতা, বিনয়।
গোরা’-র সমতুল্য আর আকখানি উপন্যাস বাংলা সাহিত্যে খুঁজে পাওয়া যাবে না।
– অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
চতুরঙ্গ (১৯১৬ )
- রবীন্দ্রনাথের সাধু ভাষায় রচিত শেষ উপন্যাস চতুরঙ্গ ।
- এই উপন্যাসটির পূর্বনাম ছিল “দামিনী”।
- চতুরঙ্গ উপন্যাসের চারটি অঙ্গ- জ্যাঠামশাই ,শচীশ ,দামিনী এবং শ্রীবিলাস।
- উপন্যাসটি ১৯১৬ সালে প্রকাশিত হয়।
- শ্রীবিলাস (বর্ণনাকারী) নামে এক যুবকের যাত্রা, তাঁর সর্বোত্তম বন্ধু, দার্শনিক এবং পথপ্রদর্শক শচীশের সাথে তাঁর সাক্ষাৎ, দামিনী বিধবা এবং আদর্শবাদী ব্যক্তি জ্যাঠামশাইয়ের গল্প নিয়ে উপন্যাসটি লিখিত।
- চতুরঙ্গ উপন্যাসের প্রধান চরিত্র গুলি হল – শচীশ, দামিনী, শ্রীবিলাস, জগমোহন।
ঘরে বাইরে (১৯১৬ )
- চলতি ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস “ঘরে বাইরে”।
- এটি একটি রাজনৈতিক উপন্যাস।
- বঙ্গভঙ্গ আন্দোলনের পটভূমিতে রচিত এই উপন্যাস।
- উপন্যাসটি ১৯১৬ সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৮৪ সালে সত্যজিৎ রায় এই উপন্যাস অবলম্বনে ঘরে-বাইরে নামে চলচ্চিত্র নির্মাণ করেন।
- এই উপন্যাসে বিমলা, তার স্বামী নিখিলেশ এবং তার বন্ধু সন্দীপ –এর ত্রিভূজ প্রেম ফুটে উঠেছে।
- ঘরে বাইরে উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – নিখিলেশ, বিমলা,সন্দীপ, অমূল্য ।
যোগাযোগ (১৯২৯ )
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক উপন্যাস হল যোগাযোগ।
- এই উপন্যাসটি বিচিত্রা মাসিকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। প্রথম দুই সংখ্যায় এই উপন্যাসের নাম ছিল “তিনপুরুষ”। পরবর্তীকালে রবীন্দ্ৰনাথ ঠাকুর এই উপন্যাসের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন যোগাযোগ।
- এই উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন সুপ্রিয়া চৌধুরী। অনুবাদ গ্রন্থটি ২০০৬ সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত হয়।
- যোগাযোগ উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – কুমুদিনী, মধুসূদন, বিপ্রদাস, শ্যামাসুন্দরী, নবীন, মোতির মা।
শেষের কবিতা (১৯২৯ )
- এই উপন্যাসটি গদ্য ও পদ্যময় মিশ্র রচনা । এই ধরণের রচনাকে “চম্পু কাব্য” বলা হয়ে থাকে।
- প্রথমে এই উপন্যাসের নাম “মিতা” রাখলেও পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখেন “শেষের কবিতা”।
- শেষের কবিতা বিংশ শতকের বাংলার নবশিক্ষিত অভিজাত সমাজের জীবনকথা।
- শেষের কবিতা উপন্যাসের প্রধান চরিত্রিগুলি হল – অমিত, লাবণ্য, কেটী মিত্র, শোভনলাল, অবনীশ দত্ত, , যতিশঙ্কর।
দুই বোন (১৯৩৩ )
- দুইবোন পরকীয়া বিষয়ক মিলনান্তক উপন্যাস। শর্মিলা ও ঊর্মিমালা – এই দুই বোনের গল্প এটি।
- উপন্যাসটি তিনি রাজশেখর বসুকে উৎসর্গ করেন।
- ১৯৩২-৩৩ সালে “বিচিত্রা” পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি।
- দুই বোন উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – শর্মিলা, উর্মিমালা, শর্মিলার স্বামী শশাঙ্ক।
মালঞ্চ (১৯৩৪ )
- মালঞ্চ রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি সামাজিক-মনস্তাত্বিক উপন্যাস।
- ‘বিচিত্রা’ মাসিক পত্রে ১৩৪০ বঙ্গাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- নরনারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি সংক্ষিপ্ত উপন্যাস।
- এটি একটি বিয়োগান্তক উপন্যাস।
- ১৯৭৯ সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী মালঞ্চ উপন্যাসটি চলচ্চিত্রায়িত করেন।
- মালঞ্চ উপন্যাসটির প্রধান চরিত্রগুলি হল – নীরজা, আদিত্য, সরলা, রমেন।
চার অধ্যায় (১৯৩৪ )
- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস “চার অধ্যায়”।
- এই উপন্যাসে রবীন্দ্রনাথ সশস্ত্র বিপ্লববাদের বিরুদ্ধে বিতৃষ্ণা প্রকাশ করেছেন।
- ১৯৩৪ সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল।
- এই উপন্যাসের কাহিনির সঙ্গে রবীন্দ্রনাথের ‘রবিবার’ গল্পের সম্পর্ক আছে।
- ১৯৯৭ সালে চার অধ্যায় উপন্যাস অবলম্বনে একটি হিন্দি চলচিত্র তৈরী করেন কুমার সাহানি।
- চার অধ্যায় উপন্যাসের প্রধান চরিত্রগুলি হল – অতীন্দ্র, এলা, ইন্দ্রনাথ, বটু।
To check our latest Posts - Click Here