17th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
17th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৭ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th September Current Affairs Quiz 2022 ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 16th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন দিনটিকে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস হিসেবে পালন করা হয়?
(A) ১৫ সেপ্টেম্বর
(B) ১৬ সেপ্টেম্বর
(C) ১৮ সেপ্টেম্বর
(D) ১৭ সেপ্টেম্বর
- বিশ্ব রোগী সুরক্ষা দিবস প্রতি বছর ১৭ সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হয়।
- এই দিনটি ২০১৯ সালে ৭২ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ (World Health Assembly )দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য সমাবেশ হল WHO-এর সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- ২০২২ সালের এই দিবসের থিম: “Medication without Harm”
২. ২০২২ সালের সেপ্টেম্বরে কাকে ফ্রান্সের শীর্ষ বেসামরিক সম্মান ‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’ দেওয়া হয়েছে?
(A) রাহুল বাজাজ
(B) আদি গোদরেজ
(C) স্বাতী পিরামল
(D) গৌতম আদানি
- বিশিষ্ট ভারতীয় বিজ্ঞানী এবং পিরামল গ্রুপের ভাইস চেয়ারপারসন স্বাতী পিরামল ফ্রান্সের শীর্ষ বেসামরিক সম্মান ‘নাইট অফ দ্য লিজিয়ন অফ অনার’-এ ভূষিত হয়েছেন।
- ২০০৬ সালে, তিনি ফ্রান্সের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইট অফ দ্য অর্ডার অফ মেরিটেও ভূষিত হন।
৩. ২০২২ সালের সেপ্টেম্বরে ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID) এবং ইউনিসেফ (UNICEF ) নিম্নলিখিত কোন দূরদর্শন সিরিজ চালু করেছে?
(A) আও সাথ চলেন
(B) উজ্জ্বল ভারত, উন্নয়নশীল ভারত
(C) আপনা ওয়াতান
(D) দূর সে নমস্তে
ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (USAID):
- সদর দপ্তর: ওয়াশিংটন
- প্রতিষ্ঠাতা: জন এফ কেনেডি
- প্রতিষ্ঠিত: ৩ নভেম্বর ১৯৬১ সালে
- প্রশাসক: সামান্থা পাওয়ার
৪. কোন রাজ্যে, ভারতের প্রথম লিথিয়াম-আয়ন সেল ফ্যাক্টরি সম্প্রতি উদ্বোধন করা হয়েছে ?
(A) মিজোরাম
(B) অন্ধ্র প্রদেশ
(C) গোয়া
(D) গুজরাট
- অন্ধ্রপ্রদেশের তিরুপতি এটি উদ্বোধন করা হয়েছে ।
- বর্তমানে ভারত এই ধরণের ব্যাটারিগুলো চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ইম্পোর্ট করে ।
৫. ২০২২ সালের সেপ্টেম্বরে, কোন দেশের রাষ্ট্রপতি ইউক্রেনকে একটি নতুন ৬০০ মিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে?
(A) ফ্রান্স
(B) জার্মানি
(C) স্পেন
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি এই ঘোষণা করেছেন ।
আমেরিকা:
- রাজধানী – ওয়াশিংটন, ডি.সি
- মুদ্রা – মার্কিন ডলার
ইউক্রেন:
- রাজধানী – কিভ
- মুদ্রা – ইউক্রেনীয় রিভনিয়া
৬. ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকা অনুযায়ী গৌতম আদানির র্যাঙ্ক কত?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
- আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানি আমাজনের জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হয়েছেন।
- তিনি এখন শুধুমাত্র টেসলার সিইও ইলন মাস্কের পিছনে রয়েছেন, যিনি ২৭৩.৫ বিলিয়ন ডলারের সম্পদের সাথে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here