Daily Current Affairs in BengaliCurrent Affairs

15th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

15th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৫ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th September Current Affairs Quiz 2022   – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th September Current Affairs Quiz 2022 – Bengali -কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১৫ অগাস্ট
(B) ২৬ জানুয়ারি
(C) ১৫ সেপ্টেম্বর
(D) ১৬ সেপ্টেম্বর

উত্তর
(C) ১৫ সেপ্টেম্বর

  • ১৫ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়।
  • ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে এই দিবসটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৮ সালে এই দিনটি প্রথম পালন করা হয়।

২. নরেশ কুমার সম্প্রতি প্রয়াত হয়েছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

(A) ক্রিকেট
(B) টেনিস
(C) ফুটবল
(D) ব্যান্ড মিন্টন

উত্তর
(B) টেনিস

  • প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় এবং ডেভিস কাপের অধিনায়ক নরেশ কুমার ১৪ সেপ্টেম্বর ২০২২-এ ৯৩ বছর বয়সে প্রয়াত হয়েছেন।
  • তিনি ১৯৫২ সালে ডেভিস কাপে ভারতের হয়ে অভিষেক করেন এবং ১০১টি উইম্বলডন ম্যাচ খেলেন।
  • তিনি তার ক্যারিয়ারে পাঁচটি একক শিরোপা জিতেছেন।
  • তিনি হলেন ভারতের প্রথম টেনিস কোচ যিনি দ্রোণাচার্য লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান (২০০০ সালে )।

৩. নিম্নলিখিত কোন সংস্থা সম্প্রতি ‘BLO e-Patrika’ প্রকাশ করেছে ?

(A) National Commission for Backward Classes
(B) Union Public Service Commission (UPSC)
(C) Atomic Energy Commission of India
(D) The Election Commission of India (ECI)

উত্তর
(D) The Election Commission of India (ECI)

  • ভারতের নির্বাচন কমিশন (ECI) ১৪ই  সেপ্টেম্বর ২০২২ -এ নতুন দিল্লিতে একটি ইভেন্টে একটি নতুন ডিজিটাল প্রকাশনা ‘BLO ই-পত্রিকা’ প্রকাশ করেছে।
  • এই পত্রিকার মূল উদ্দেশ্য হল – বুথ লেভেল অফিসারদের (বিএলও) সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করা।

৪. ২০২২ সালের সেপ্টেম্বরে কোন জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানা হিসাবে স্বীকৃত হয়েছে?

(A) আরিগনার আনা জুলজিক্যাল পার্ক, চেন্নাই
(B) শ্রী চামরাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন, মহীশূর
(C) পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং
(D) লখনউ জুলজিক্যাল পার্ক

উত্তর
(C) পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, দার্জিলিং

  • দার্জিলিং-এর পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক দেশের সেরা চিড়িয়াখানা হিসেবে স্বীকৃত হয়েছে।
  • চেন্নাইয়ের আরিগনার আন্না জুলজিক্যাল পার্ক দ্বিতীয় এবং কর্ণাটকের মহীশূরের শ্রী চামরাজেন্দ্র জুলজিক্যাল গার্ডেন তৃতীয় স্থানে রয়েছে।

৫. ন্যাশনাল লিস্ট অব এসেনশিয়াল মেডিসিন (NLEM)-এ কতগুলি ঔষধ অন্তর্ভুক্ত করা রয়েছে?

(A) ২৮৪
(B) ৩৮৪
(C) ৩৯৯
(D) ৪১২

উত্তর
(B) ৩৮৪

    • কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন (NLEM) ২০২২ সালে চালু করেছেন।
    • এই লিস্টে মোট ৩৮৪টি ওষুধ অন্তর্ভুক্ত করা হয়েছে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button