General Knowledge Notes in BengaliNotes
এশিয়া কাপ বিজয়ীদের তালিকা ও অন্যান্য তথ্য
Asia Cup Winners List
এশিয়া কাপ বিজয়ীদের তালিকা ও অন্যান্য তথ্য
এশিয়া কাপ বিজয়ীদের তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো এশিয়া কাপ বিজয়ীদের তালিকা ও অন্যান্য তথ্য নিয়ে।
এশিয়া কাপ
এশিয়া কাপ হলো পুরুষদের একদিনের আন্তর্জাতিক ও টি২০আই ক্রিকেট প্রতিযোগিতা। এটি চালু হয় ১৯৮৩ সালে যখন এশীয় দেশগুলোর মধ্যে সুনাম প্রচার করার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়। এটি প্রকৃতপক্ষে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়।
এশিয়া কাপ আয়োজক, বিজেতা ও রানার্স আপ তালিকা
দেওয়া রইলো এশিয়া কাপ আয়োজক, বিজেতা ও রানার্স আপ তালিকা ।
সাল | ধরণ | আয়োজক দেশ | বিজয়ী | রানার্স আপ |
---|---|---|---|---|
১৯৮৪ | একদিবসীয় | সংযুক্ত আরব আমিরাত | ভারত | শ্রীলঙ্কা |
১৯৮৬ | একদিবসীয় | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | পাকিস্তান |
১৯৮৮ | একদিবসীয় | বাংলাদেশ | ভারত | শ্রীলঙ্কা |
১৯৯০ | একদিবসীয় | ভারত | ভারত | শ্রীলঙ্কা |
১৯৯৫ | একদিবসীয় | সংযুক্ত আরব আমিরাত | ভারত | শ্রীলঙ্কা |
১৯৯৭ | একদিবসীয় | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ভারত |
২০০০ | একদিবসীয় | বাংলাদেশ | পাকিস্তান | শ্রীলঙ্কা |
২০০৪ | একদিবসীয় | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ভারত |
২০০৮ | একদিবসীয় | পাকিস্তান | শ্রীলঙ্কা | ভারত |
২০১০ | একদিবসীয় | শ্রীলঙ্কা | ভারত | শ্রীলঙ্কা |
২০১২ | একদিবসীয় | বাংলাদেশ | পাকিস্তান | বাংলাদেশ |
২০১৪ | একদিবসীয় | বাংলাদেশ | শ্রীলঙ্কা | পাকিস্তান |
২০১৬ | টি২০আই | বাংলাদেশ | ভারত | বাংলাদেশ |
২০১৮ | একদিবসীয় | সংযুক্ত আরব আমিরাত | ভারত | বাংলাদেশ |
২০২২ | টি২০আই | সংযুক্ত আরব আমিরাত | শ্রীলঙ্কা | পাকিস্তান |
নোট : এখন পর্যন্ত ভারত সবচেয়ে বেশিবার এশিয়া কাপ জিতেছে ।
বেশিবার এশিয়া কাপ জয়ী
এখনো পর্যন্ত ভারত মোট ৭ বার, শ্রীলংকা ৬ বার এবং পাকিস্তান ২ বার এশিয়া কাপ জিতেছে ।
সাল | জয় সংখ্যা | জয়ের সাল |
---|---|---|
ভারত | ৭ বার | ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬ ও ২০১৮ |
শ্রীলংকা | ৬ বার | ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪ ও ২০২২ |
পাকিস্তান | ২ বার | ২০০০ ও ২০১২ |
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত
বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF
To check our latest Posts - Click Here