Daily Current Affairs in BengaliCurrent Affairs

14th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

14th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৪ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 14th September Current Affairs Quiz 2022  – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

দেখে নাও : 13th September Current Affairs Quiz 2022 – Bengali -কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bengali


১. নিম্নলিখিতগুলির মধ্যে কে ১ অক্টোবর ২০২২ থেকে দ্বিতীয়বার ভারতের অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন?

(A) কে কে. ভেনুগোপাল
(B) মুকুল রোহাতগি
(C) অমিতাভ কান্ত
(D) এস সুব্রামানিয়াম

উত্তর
(B) মুকুল রোহাতগি

  • সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি ১ অক্টোবর ২০২২ থেকে দ্বিতীয়বারের জন্য ভারতের অ্যাটর্নি জেনারেল হতে চলেছেন।
  • বর্তমান অ্যাটর্নি জেনারেল কে.কে. ভেনুগোপাল এর মেয়াদ ৩০ সেপ্টেম্বর ২০২২ এ শেষ হতে চলেছে।

দেখে নাও ভারতের সমস্ত অ্যাটর্নি জেনারেল তালিকা  – Click Here

২. কোন দিনটিকে জাতীয় হিন্দি দিবস হিসেবে পালন করা হয়?

(A) ১৪ সেপ্টেম্বর
(B) ১৫ সেপ্টেম্বর
(C) ১৯ সেপ্টেম্বর
(D) ৩০ আগস্ট

উত্তর
(A) ১৪ সেপ্টেম্বর

  • ভারতের গণপরিষদ ১৪ই সেপ্টেম্বর ১৯৪৯-এ হিন্দিকে ভারতের অন্যতম সরকারী ভাষা হিসাবে গ্রহণ করে।
  • প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রতি বছর ১০ জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়।

দেখে নাও ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় দিবসের তালিকা – Click Here.

দেখে নাও : সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিবস তালিকা – Click Here .

৩. প্রথম কোন ক্রিকেটার সম্প্রতি টুইটারে ৫০ মিলিয়ন ফলোয়ার অর্জন করেছেন ?

(A) বিরাট কোহলি
(B) এমএস ধোনি
(C) কেন উইলিয়ামসন
(D) ডেভিড ওয়ার্নার

উত্তর
(A) বিরাট কোহলি

  • বিরাট কোহলি প্রথম ক্রিকেটার যিনি টুইটারে ৫০ মিলিয়ন ফলোয়ার ছুঁয়েছেন।
  • ২০২২ সালের প্রথম দিকে, কোহলি ইনস্টাগ্রামেও ২০০ মিলিয়ন ফলোয়ার অতিক্রম করা প্রথম ভারতীয় হয়ে ওঠেন।

৪. নিচের কোন মহড়ায় ভারতীয় নৌবাহিনী ২০২২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় অংশগ্রহণ করতে যাচ্ছে?

(A) Kakadu
(B) Pitch Black
(C) Malabar
(D) SIMBEX

উত্তর
(A) Kakadu

  • ভারতীয় নৌবাহিনী ২০২২ সালের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় Kakadu নামক যৌথ সামরিক মহড়াই অংশগ্রহণ করতে চলছে ।
  • এর আগে ভারতীয় বিমান বাহিনী ২০২২ সালের আগস্ট মাসে Pitch Black নামক যৌথ সামরিক মহড়াতে অংশগ্রহণ করেছিল ।

৫. ২০২২ সালের সেপ্টেম্বরে কে ইরিত্রিয়াতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?

(A) মুস্তাফিজুর রহমান
(B) প্রণয় কুমার ভার্মা
(C) বিক্রম দোরাইস্বামী
(D) প্রকাশ চন্দ

উত্তর
(D) প্রকাশ চন্দ

ইরিত্রিয়া:

  • রাজধানী: আসমারা
  • মুদ্রা: ইরিত্রিয়ান নাকফা
  • রাষ্ট্রপতি: ইসাইয়াস আফওয়ারকি
  • মহাদেশ: আফ্রিকা

৬. ২০২৩ সালে G-20 প্রেসিডেন্সিতে ভারত নিম্নলিখিত কোন দেশকে অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানাতে চলেছে ?

(A) বাংলাদেশ
(B) থাইল্যান্ড
(C) মায়ানমার
(D) নেপাল

উত্তর
(A) বাংলাদেশ

বাংলাদেশ ছাড়াও মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেনকেও আমন্ত্রণ জানাবে ভারত।

বাংলাদেশ:

  •    রাজধানী: ঢাকা
  •    মুদ্রা: বাংলাদেশী টাকা
  •    প্রধানমন্ত্রী: শেখ হাসিনা
  •    রাষ্ট্রপতি: মোহাম্মদ আবদুল হামিদ
  •    সরকারী ভাষা: বাংলা

৭. UNGA কোন বছরটিকে আন্তর্জাতিক বাজরা বছর (International Year of Millets ) হিসেবে ঘোষণা করেছে?

(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর
(B) ২০২৩

  • UNGA ২০২৩ সালটিকে আন্তর্জাতিক বাজরা বছর হিসাবে ঘোষণা করেছে ।
  • UNGA কথাটির পুরো অর্থ হল – The United Nations General Assembly .

জাতিসংঘের সাধারণ পরিষদ (The United Nations General Assembly )

  •  সদর দপ্তর: নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
  •  প্রতিষ্ঠিত: ১৯৪৫

দেখে নাও জাতিসংঘ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here .

দেখে নাও : জাতিসংঘ দ্বারা ঘোষিত বিভিন্ন আন্তর্জাতিক বর্ষ তালিকা – Click Here .

৮. সম্প্রতি কোন রাজ্যের বিধানসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন এ.এন. শামসির?

(A) মনিপুর
(B) মেঘালয়
(C) মহারাষ্ট্র
(D) কেরালা

উত্তর
(D) কেরালা
এ.এন. শামসির সম্প্রতি কেরালা বিধানসভার ২৪তম স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button