রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy
Winner of the Ranji Trophy since the 1934-35 season
রনজি ট্রফি বিজেতাদের তালিকা । Winner of the Ranji Trophy
রনজি ট্রফি বিজেতাদের তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো রঞ্জি ট্রফি বিজেতাদের সম্পূর্ণ তালিকা নিয়ে। তবে তার আগে দেখে নেওয়া যাক রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু তথ্য। List of Winners of Ranji Trophy ।
রনজি ট্রফি
রঞ্জি ট্রফি হল ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা যা একাধিক রাজ্যের পাশাপাশি আঞ্চলিক দলগুলির মধ্যে খেলা হয়। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের সমজাতীয় এই প্রতিযোগিতাটি ।
রনজি ট্রফি নামকরণ
প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।
দেখে নাও : বিভিন্ন খেলার সাথে যুক্ত ট্রফি কাপ ও টুর্নামেন্টের তালিকা – PDF
বিজেতাদের সম্পূর্ণ তালিকা
রঞ্জি ট্রফি বিজেতা ও রানার্স আপ এর সম্পূর্ণ তালিকা নিচে দেওয়া রইলো।
সিজন | বিজেতা | রানার্স আপ |
---|---|---|
১৯৩৪–৩৫ | বোম্বে | উত্তর ভারত |
১৯৩৫–৩৬ | বোম্বে | মাদ্রাজ |
১৯৩৬–৩৭ | নওয়ানগর | বাংলা |
১৯৩৭–৩৮ | হায়দ্রাবাদ | নওয়ানগর |
১৯৩৮–৩৯ | বাংলা | দক্ষিণ পাঞ্জাব |
১৯৩৯–৪০ | মহারাষ্ট্র | ইউনাইটেড প্রভিন্সেস |
১৯৪০–৪১ | মহারাষ্ট্র | মাদ্রাজ |
১৯৪১–৪২ | বোম্বে | মাইসোর |
১৯৪২–৪৩ | বরোদা | হায়দ্রাবাদ |
১৯৪৩–৪৪ | পশ্চিম ভারত | বাংলা |
১৯৪৪–৪৫ | বোম্বে | হোলকার |
১৯৪৫–৪৬ | হোলকার | বরোদা |
১৯৪৬–৪৭ | বরোদা | হোলকার |
১৯৪৭–৪৮ | হোলকার | বোম্বে |
১৯৪৮–৪৯ | বোম্বে | বরোদা |
১৯৪৯–৫০ | বরোদা | হোলকার |
১৯৫০–৫১ | হোলকার | গুজরাট |
১৯৫১–৫২ | বোম্বে | হোলকার |
১৯৫২–৫৩ | হোলকার | বাংলা |
১৯৫৩–৫৪ | বোম্বে | হোলকার |
১৯৫৪–৫৫ | মাদ্রাজ | হোলকার |
১৯৫৫–৫৬ | বোম্বে | বাংলা |
১৯৫৬–৫৭ | বোম্বে | সার্ভিসেস |
১৯৫৭–৫৮ | বরোদা | সার্ভিসেস |
১৯৫৮–৫৯ | বোম্বে | বাংলা |
১৯৫৯–৬০ | বোম্বে | মাইসোর |
১৯৬০–৬১ | বোম্বে | রাজস্থান |
১৯৬১–৬২ | বোম্বে | রাজস্থান |
১৯৬২–৬৩ | বোম্বে | রাজস্থান |
১৯৬৩–৬৪ | বোম্বে | রাজস্থান |
১৯৬৪–৬৫ | বোম্বে | হায়দ্রাবাদ |
১৯৬৫–৬৬ | বোম্বে | রাজস্থান |
১৯৬৬–৬৭ | বোম্বে | রাজস্থান |
১৯৬৭–৬৮ | বোম্বে | মাদ্রাজ |
১৯৬৮–৬৯ | বোম্বে | বাংলা |
১৯৬৯–৭০ | বোম্বে | রাজস্থান |
১৯৭০–৭১ | বোম্বে | মহারাষ্ট্র |
১৯৭১–৭২ | বোম্বে | বাংলা |
১৯৭২–৭৩ | বোম্বে | তামিলনাড়ু |
১৯৭৩–৭৪ | কর্ণাটক | রাজস্থান |
১৯৭৪–৭৫ | বোম্বে | কর্ণাটক |
১৯৭৫–৭৬ | বোম্বে | বিহার |
১৯৭৬–৭৭ | বোম্বে | দিল্লী |
১৯৭৭–৭৮ | কর্ণাটক | উত্তর প্রদেশ |
১৯৭৮–৭৯ | দিল্লী | কর্ণাটক |
১৯৭৯–৮০ | দিল্লী | বোম্বে |
১৯৮০–৮১ | বোম্বে | দিল্লী |
১৯৮১–৮২ | দিল্লী | কর্ণাটক |
১৯৮২–৮৩ | কর্ণাটক | বোম্বে |
১৯৮৩–৮৪ | বোম্বে | দিল্লী |
১৯৮৪–৮৫ | বোম্বে | দিল্লী |
১৯৮৫–৮৬ | দিল্লী | হরিয়ানা |
১৯৮৬–৮৭ | হায়দ্রাবাদ | দিল্লী |
১৯৮৭–৮৮ | তামিলনাড়ু | রেলওয়ে |
১৯৮৮–৮৯ | দিল্লী | বাংলা |
১৯৮৯–৯০ | বাংলা | দিল্লী |
১৯৯০–৯১ | হরিয়ানা | বোম্বে |
১৯৯১–৯২ | দিল্লী | তামিলনাড়ু |
১৯৯২–৯৩ | পাঞ্জাব | মহারাষ্ট্র |
১৯৯৩–৯৪ | বোম্বে | বাংলা |
১৯৯৪–৯৫ | বোম্বে | পাঞ্জাব |
১৯৯৫–৯৬ | কর্ণাটক | তামিলনাড়ু |
১৯৯৬–৯৭ | মুম্বাই | দিল্লী |
১৯৯৭–৯৮ | কর্ণাটক | উত্তর প্রদেশ |
১৯৯৮–৯৯ | কর্ণাটক | মধ্য প্রদেশ |
১৯৯৯–০০ | মুম্বাই | হায়দ্রাবাদ |
২০০০–০১ | বরোদা | রেলওয়ে |
২০০১–০২ | রেলওয়ে | বরোদা |
২০০২–০৩ | মুম্বাই | তামিলনাড়ু |
২০০৩–০৪ | মুম্বাই | তামিলনাড়ু |
২০০৪–০৫ | রেলওয়ে | পাঞ্জাব |
২০০৫–০৬ | উত্তর প্রদেশ | বাংলা |
২০০৬–০৭ | মুম্বাই | বাংলা |
২০০৭–০৮ | দিল্লী | উত্তর প্রদেশ |
২০০৮–০৯ | মুম্বাই | উত্তর প্রদেশ |
২০০৯–১০ | মুম্বাই | কর্ণাটক |
২০১০–১১ | রাজস্থান | বরোদা |
২০১১–১২ | রাজস্থান | তামিলনাড়ু |
২০১২–১৩ | মুম্বাই | সৌরাষ্ট্র |
২০১৩–১৪ | কর্ণাটক | মহারাষ্ট্র |
২০১৪–১৫ | কর্ণাটক | তামিলনাড়ু |
২০১৫–১৬ | মুম্বাই | সৌরাষ্ট্র |
২০১৬–১৭ | গুজরাট | মুম্বাই |
২০১৭–১৮ | বিদর্ভ | দিল্লী |
২০১৮–১৯ | বিদর্ভ | সৌরাষ্ট্র |
২০১৯–২০ | সৌরাষ্ট্র | বাংলা |
২০২০–২১ | হয়নি | কোভিডের কারণে |
২০২১–২২ | মধ্য প্রদেশ | মুম্বাই |
রঞ্জি ট্রফি সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
রনজি ট্রফি বিজেতাদের তালিকা থেকে কিছু প্রশ্নোত্তর দেওয়া রইলো ।
২০২১ সালের রঞ্জি ট্রফি জেতে কোন দল ?
মুম্বাইকে হারিয়ে ২০২১ সালের রঞ্জি ট্রফি জিতে নেয় মধ্য প্রদেশ।
কোন দল সবচেয়ে বেশিবার রঞ্জি ট্রফি জিতেছে ?
মুম্বাই
রঞ্জি ট্রফির বিজেতার পুরস্কার মূল্য কত ?
২ কোটি টাকা
এই প্রতিযোগিতাটির নাম রনজি ট্রফি কেন ?
প্রতিযোগিতার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রথম ভারতীয় ক্রিকেটার নওয়ানগরের জাম সাহিব কুমার শ্রী রঞ্জিতসিংজির নামে, যিনি রনজি নামে পরিচিত ছিলেন।
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের উল্লেখযোগ্য ক্রীড়া ব্যক্তিগণ তালিকা – কে কোন খেলার সাথে যুক্ত
To check our latest Posts - Click Here