13th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
13th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৩ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 13th September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
দেখে নাও : 11th -12th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bengali
১. ইউএস ওপেন ২০২২ -এ মহিলাদের সিঙ্গেলস টাইটেল জিতে নিয়েছেন –
(A) ইগা সোয়াটেক
(B) অ্যাশলে বার্টি
(C) সেরেনা উইলিয়ামস
(D) মারিয়া শারাপোভা
২০ বছর বয়সী পোল্যান্ডের ইগা সোয়াটেক ইউএস ওপেন ২০২২ -এ মহিলাদের সিঙ্গেলস টাইটেল জিতে নিয়েছেন ।
২. অরুণাচল প্রদেশের কিবিথু মিলিটারি গ্যারিসন কোন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে?
(A) ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা
(B) জেনারেল কে.এস. থিমাইয়া
(C) স্যাম মানেকশ
(D) জেনারেল বিপিন রাওয়াত
ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের সম্মানে অরুণাচল প্রদেশের কিবিথু মিলিটারি গ্যারিসনকে ‘জেনারেল বিপিন রাওয়াত মিলিটারি গ্যারিসন’ হিসেবে নামকরণ করা হয়েছে।
৩. ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনী ২০২২ সালের সেপ্টেম্বরে পাঞ্জাবে নিম্নলিখিত কোন যৌথ মহড়া পরিচালনা করেছে ?
(A) নির্ভয়
(B) যুদ্ধ প্রকরণ
(C) গগন স্ট্রাইক
(D) বজ্র প্রহর
এই যৌথ মহড়াটির নাম ছিল গগন স্ট্রাইক। ৪ দিন ধরে চলেছিল এই মহড়া ।
৪. নিম্নলিখিত কোন কোম্পানি ভারতে তার প্রথম উচ্চ থ্রুপুট স্যাটেলাইট (HTS) ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করার ঘোষণা করেছে ?
(A) Spectra Internet
(B) Nextra Internet Service Provider
(C) Viasat India Private Limited
(D) Hughes Communications
- Hughes Communications ইসরোর GSAT-11 এবং GSAT-29 স্যাটেলাইট ব্যবহার করে এই পরিষেবা দেবে ।
- Hughes Communications ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর সপ্তর অবস্থিত আমেরিকার মেরিল্যান্ডে ।
৫. বিশ্বের বৃহত্তম হরপ্পা সংস্কৃতির জাদুঘরটি ভারতের নিচের কোন রাজ্যে স্থাপন করা হবে?
(A) হরিয়ানা
(B) মহারাষ্ট্র
(C) পাঞ্জাব
(D) গুজরাট
- হরিয়ানার রাখিগড়ী গ্রামে বিশ্বের বৃহত্তম হরপ্পা সংস্কৃতির জাদুঘর স্থাপন করা হবে।
- রাখিগড়ী গ্রামটি 2600-1900 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু সভ্যতার অংশ ছিল।
দেখে নাও : সিন্ধু সভ্যতার প্রধান প্রধান নগর ও তাদের বৈশিষ্ট্য ।
৬. ভারতের দীর্ঘতম রাবার ড্যাম কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
(A) বিহার
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) ঝাড়খণ্ড
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ফাল্গু নদীর উপর দেশের দীর্ঘতম রাবার ড্যাম ‘গয়াজি ড্যাম’ উদ্বোধন করেছেন।
- INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য
- ৬৪তম রামন ম্যাগসেসে পুরস্কার ২০২২ – বিজয়ীদের তালিকা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- ৬৭তম ফিল্মফেয়ার পুরস্কার 2022 – 67th Filmfare Awards
- 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here