10th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
10th September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১০ই সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 10th September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. Indigo এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) সঞ্জয় কুমার ভার্মা
(B) অনুজ পোদ্দার
(C) পিটার এলবার্স
(D) আদিল সুমারিওয়ালা
- পিটার এলবার্স Indigo তে চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) হিসেবে নিযুক্ত হয়েছেন।
- তিনি এলবারস রনজয় দত্তের স্থলাভিষিক্ত হলেন যিনি ৩০শে সেপ্টেম্বর, ২০২২-এ অবসর নিলেন।
২. সম্প্রতি কোথায় দুই দিনব্যাপী ‘Centre-State Science Conclave’ আয়োজিত হচ্ছে?
(A) চেন্নাই
(B) আহমেদাবাদ
(C) নতুন দিল্লি
(D) পুনে
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১০ই সেপ্টেম্বর ২০২২-এ দুই দিন ব্যাপী Centre- State Science Conclave এর সূচনা করলেন।
- গুজরাটের আহমেদাবাদের সায়েন্স সিটিতে এই কনক্লেভের আয়োজন করা হচ্ছে।
৩. সম্প্রতি কে ‘প্রধানমন্ত্রী TB মুক্ত ভারত অভিযান’ চালু করেছেন?
(A) জগদীপ ধনখার
(B) পীযূষ গয়াল
(C) নরেন্দ্র মোদি
(D) দ্রৌপদী মুর্মু
- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি ‘প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযান’ চালু করেছেন।
- তিনি Ni-kshay 2.0 নামের একটি পোর্টালও লঞ্চ করেছেন যার মাধ্যমে যক্ষ্মার চিকিৎসাধীনদের বিভিন্ন সহায়তা প্রদান করা যেতে পারে।
৪. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোথায় ১২ই সেপ্টেম্বর, ২০২২-এ ‘World Dairy Summit’ উদ্বোধন করবেন?
(A) আহমেদাবাদ
(B) নয়ডা
(C) সোনিপত
(D) পুনে
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১২ই সেপ্টেম্বর, ২০২২ এ তারিখে নয়ডায় ‘ইন্ডিয়া এক্সপো সেন্টার এন্ড মার্ট’-এ ‘World Dairy Summit’ উদ্বোধন করবেন।
- প্রায় ৪৮ বছরের ব্যবধানে ভারত এই সম্মেলনের আয়োজন করছে।
- এই সম্মেলনে সারা বিশ্ব থেকে প্রায় ১৫০০ জন অংশগ্রহণ করলেন।
৫. বাংলাদেশের কোন শহরে সম্প্রতি ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’ শুরু হয়েছে?
(A) ঢাকা
(B) চট্টগ্রাম
(C) খুলনা
(D) রাজশাহী
- মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট হল একটি ১৩২০ মেগাওয়াটের কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র যা বাংলাদেশের খুলনার রামপালে স্থাপিত হয়েছে।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে ‘মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট’-এর উদ্বোধন করেছেন।
৬. ভারতীয় বংশোদ্ভূত বেদান্ত প্যাটেল কোন দেশের স্টেট ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি স্পোকেসপার্সন হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন?
(A) অস্ট্রেলিয়া
(B) কানাডা
(C) নিউজিল্যান্ড
(D) মার্কিন যুক্তরাষ্ট্র
- ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী বেদান্ত প্যাটেল রিভারসাইডের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।
- সাধারণ নির্বাচনের সময় তিনি জো বাইডেনের রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারের জন্য দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
- বেদান্ত প্যাটেল এর আগে কংগ্রেসম্যান মাইক হোন্ডা এবং কংগ্রেসম্যান প্রমিলা জয়পালের কমিউনিকেশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন।
৭. নিম্নোক্ত কোন ভারতীয় শহরগুলি ‘UNESCO Global Network of Learning Cities’-এ যোগদান করেছে?
(A) বারাণসী, লখনউ, কোচি
(B) জয়পুর, আহমেদাবাদ, পুনে
(C) ওয়ারাঙ্গল, ত্রিশুর এবং নীলাম্বুর
(D) সুরাট, মাইসুরু, কাঞ্চিপুরম
- তিনটি ভারতীয় শহর যথা – তেলেঙ্গানার ওয়ারঙ্গল, কেরালার ত্রিশুর এবং নীলাম্বুর ‘ইউনেস্কো গ্লোবাল নেটওয়ার্ক অফ লার্নিং সিটি ২০২২’ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
৮. ভারতের কোন রাজ্য ২০২৩ সালের হকি বিশ্বকাপ হোস্ট করবে?
(A) ওড়িশা
(B) দিল্লি
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র
- ২০২৩ পুরুষদের হকি বিশ্বকাপটি হবে পুরুষদের FIH হকি বিশ্বকাপের ১৫ তম সংস্করণ।
- এই টুর্নামেন্টটি ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়াম এবং রাউরকেলার ২০,০০০ আসনের নির্মাণাধীন ‘বিরসা মুন্ডা আন্তর্জাতিক হকি স্টেডিয়াম’-এ ১৩ থেকে ১৯শে জানুয়ারী, ২০২৩ পর্যন্ত আয়োজিত হবে।
৯. কোন কোম্পানি সম্প্রতি BCCI এর নতুন টাইটেল স্পন্সর হয়ে উঠলো?
(A) Apple
(B) BharatPe
(C) Mastercard
(D) Samsung
- BCCI : Board of Control for Cricket in India
- প্রেসিডেন্ট : সৌরভ গাঙ্গুলী
- সদর দপ্তর : মুম্বাই
- প্রতিষ্ঠাকাল : ১৯২৮
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here