Current Topics

INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য

INS Vikrant: India’s Indigenous Move

INS Vikrant | আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে। সম্প্রতি ২শরা সেপ্টেম্বর ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোচি শিপইয়ার্ডে এই রণতরী কমিশন করেন।

তবে এই আইএনএস বিক্রান্ত এর নাম কিন্তু আমরা দীর্ঘদিন থেকেই শুনে আসছি। তার প্রধান কারণ হলো এই নামে ভারতে আগেও একটি রণতরী ছিল। ১৯৬১ সালে ভারত সেই জাহাজটি কেনে ব্রিটেনের কাছ থেকে । এই সুবিশাল সেই জাহাজ ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে নব্বইয়ের দশকে ভেঙে ফেলা হয় পুরোনো আইএনএস বিক্রান্তকে। সেই আইএনএস বিক্রান্ত -এর স্মৃতিতেই এই নতুন বিমানবাহী যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে আইএনএস বিক্রান্ত।

আইএনএস বিক্রান্ত ছাড়া ভারতের আরও একটি বিমানবাহী যুদ্ধজাহাজ রয়েছে। সেটির নাম আইএনএস বিক্রমাদিত্য। ২০১৪ সালে ভারত এই যুদ্ধজাহাজটি রাশিয়ার কাছ থেকে কেনে।

ভারত ছাড়া নিজেদের বিমানবাহী রণতরী তৈরী করার কৃতিত্ব রয়েছে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও ইতালির।

অন্যান্য বিমানবাহী যুদ্ধজাহাজ সিরিজ

  • আমেরিকা : USS Gerald R Ford Class
  • চীন : Fujian
  • ব্রিটেন : Queen Elizabeth Class
  • রাশিয়া : Admiral Kuznetsov
  • ফ্রান্স : Charles De Gaulle
  • ইতালি : Cavour

আইএনএস বিক্রান্ত সম্পর্কিত কিছু তথ্য

  • ৪৫ হাজার টনের এই যুদ্ধজাহাজ তৈরিতে খরচ হয়েছে ২০ হাজার কোটি টাকা।
  • ২৬২ মিটার উঁচু, ৬২ মিটার চওড়া আইএনএস বিক্রান্ত দেশে তৈরি ভারতের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ।
  • এই রণতরীতে প্রায় ১৬০০ ক্রু সদস্যের থাকার ব্যবস্থা রয়েছে।
  • এই রণতরীতে ৩০টি বিমান ওঠানামা করতে পারবে।
  • মিগ-২৯কে-র মতো যুদ্ধবিমানও ওঠানামা করার সুবিধা রয়েছে এই যুদ্ধজাহাজে।

সম্প্রতি ভারত মহাসাগরে শ্রীলংকার হাম্বানটোটা বন্দরে চীন তাদের গুপ্তচর জাহাজ পাঠিয়েছিল। ভারত আইএনএস বিক্রান্ত কমিশনের মাধ্যমে তাই ভারত মহাসাগরের তথা ভারতের সুরক্ষা অনেকটাই বাড়িয়ে তুলেছে।

তথ্য সূত্র : A welcome addition to the naval quiver

এরকম আরও কিছু পোস্ট :

অগ্নিপথ স্কিম কি? – Explaining Agnipath Scheme in Bengali :

এ. পি. জে. আবদুল কালাম কুইজ । Quiz on Dr. APJ Abdul Kalam

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button