General Knowledge Notes in BengaliNotes

বিখ্যাত কিছু মহাকাশচারী – নাম দেশ ও অবদান

Famous Astronauts around the World

বিখ্যাত কিছু মহাকাশচারী – নাম দেশ ও অবদান

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের বিখ্যাত কিছু মহাকাশচারী – নাম দেশ ও অবস্থান নিয়ে। বিশ্বের উল্লেখযোগ্য কিছু মহাকাশচারীর কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আজকের পোস্টে আলোচনা করা রইলো। Famous Astronauts around the World |

ইউরি গ্যাগারিন

ইউরি গ্যাগারিন হলেন বিশ্বের প্রথম মানব মহাকাশচারী। তিনি প্রায় ১ ঘন্টা ৪৮ মিনিট মহাকাশে ছিলেন।

  • নাম : ইউরি গ্যাগারিন
  • জন্ম : ৯ মার্চ ১৯৩৪
  • জন্মস্থান : ক্লুশিনো, রুশীয় প্রজাতন্ত্র, সোভিয়েত ইউনিয়ন
  • কৃতিত্ব : তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি মহাকাশ ভ্রমণ করেন, তিনি ভস্টক নভোযানে করে ১৯৬১ সালের ১২ই এপ্রিল, পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন।
  • মৃত্যু : ২৭ মার্চ ১৯৬৮ (বয়স ৩৪)

ভ্যালেন্তিনা তেরেস্কোভা

ভ্যালেন্তিনা তেরেস্কোভা হলেন বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী।

  • নাম : ভ্যালেন্তিনা তেরেস্কোভা
  • জন্ম : ৬ মার্চ ১৯৩৭
  • জন্মস্থান : বলশয়ে মাসলেন্নিকোভো, টুতায়েভস্কি জেলা, ইয়ারোস্লাভল ওব্লাস্ট, রাশিয়ান এসএফএসআর, সোভিয়েত ইউনিয়ন
  • কৃতিত্ব : তিনি প্রথম এবং কনিষ্ঠ মহাশূন্যে থেকে ঘুরে আসা মহিলা ১৬ জুন ১৯৬৩ সালে একক যাত্রায় ভোস্টক ৬ নিয়েছিলেন। তিনি পৃথিবীকে প্রায় ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন। প্রায় তিন দিন মহাশূন্যে কাটিয়েছিলেন।

নীল আর্মস্ট্রং

চাঁদের মাটিতে পদার্পনকারী প্রথম মহাকাশচারী হলেন নীল আর্মস্ট্রং।

  • নাম : নীল আর্মস্ট্রং
  • জন্ম : ৫ আগস্ট ১৯৩০
  • জন্মস্থান : ওয়াপাকোনেটা, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
  • কৃতিত্ব : নিল এলডেন আর্মস্ট্রং ছিলেন একজন মার্কিন মহাকাশচারী, বৈমানিক প্রকৌশলী এবং চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী প্রথম ব্যক্তি। তিনি একজন নৌ-বিমানচালক, পরীক্ষামূলক বৈমানিক, এবং একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
  • মৃত্যু : ২৫ আগস্ট ২০১২ (বয়স ৮২)

এডউইন অলড্রিন

চাঁদের মাটিতে পদার্পনকারী দ্বিতীয় মহাকাশচারী হলেন নীল আর্মস্ট্রং।

  • নাম : এডউইন ইউগিন বাজ অলড্রিন
  • জন্ম : ২০ জানুয়ারি ১৯৩০
  • জন্মস্থান : গ্লেন রিজ, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র
  • কৃতিত্ব : ড. এডউইন ইউগিন বাজ অলড্রিন, জুনিয়র যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী মার্কিন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল, পাইলট ও নভোচারী। ৩৯ বছর বয়সে তিনি অ্যাপোলো ১১ চন্দ্র অভিযানে অংশ নিয়েছিলেন।

আলেক্সি লিওনভ

মহাকাশে হাঁটা প্রথম ব্যক্তি হলেন আলেক্সি লিওনভ।

  • নাম : আলেক্সি লিওনভ
  • জন্ম : ৩০ মে ১৯৩৪
  • জন্মস্থান : ওয়াপাকোনেটা, ওহাইও, মার্কিন যুক্তরাষ্ট্র
  • কৃতিত্ব : অ্যালেক্সি আর্খিপোভিক লিওনভ ছিলেন একজন সোভিয়েত ইউনিয়নের নভোচারী। ১৮ মার্চ ১৯৬৫ তারিখে প্রথম ব্যক্তি হিসেবে ১২ মিনিট ৯ সেকেন্ডের জন্য ভস্কদ ২ মহাকাশযান থেকে বেরিয়ে মহাকাশযানে সংযুক্ত চার দশমিক ৮ মিটার ক্যাবলে করে মহাশূন্যে হাঁটেন। উল্লেখ্য, যখন কোন মহাকাশচারী মহাকাশযান এর বাইরে আসে তখন তাকে “স্পেস ওয়াক” বলে অর্থাৎ সহজ কথায় মহাকাশে হাঁটা (মূলত ভেসে থাকা) ৷
  • মৃত্যু : ১১ অক্টোবর ২০১৯ (বয়স ৮৫)

রাকেশ শর্মা

রাকেশ শর্মা হলেন প্রথম ভারতীয় মহাকাশচারী।

  • নাম : রাকেশ শর্মা
  • জন্ম : ১৩ জানুয়ারি ১৯৪৯
  • জন্মস্থান : পাতিয়ালা, পাঞ্জাব, ভারত
  • কৃতিত্ব : রাকেশ শর্মা (জন্ম ১৩ জানুয়ারি ১৯৪৯), একজন ইন্ডিয়ান এয়ার ফোর্সের পাইলট যিনি মহাকাশ ভ্রমণ করেছেন। ইন্টারকসমস কার্যক্রমের অঙ্গ হিসেবে সোয়ুজ টি-১১ উৎক্ষেপণ করা হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দের ৩ এপ্রিল।

মহাকাশযাত্রার পর ফিরে এসে রাকেশ শর্মা ‘হিরো অফ দ্য সোভিয়েত ইউনিয়ন’ সম্মানে ভূষিত হন। ভারত প্রজাতন্ত্র তাকে এবং তার দুজন সঙ্গী মহাকাশযাত্রী ইউরি মালিশেভগেন্নাদি স্ত্রেকালোভকে শান্তিসময়ের অসমসাহসী সর্বোচ্চ সম্মান অশোকচক্র প্রদান করে।

কল্পনা চাওলা

  • নাম : কল্পনা চাওলা
  • জন্ম : ১৭ মার্চ ১৯৬২
  • জন্মস্থান : কার্নাল, হরিয়ানা, ভারত
  • কৃতিত্ব : কল্পনা চাওলা একজন বিখ্যাত ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোচারী এবং নভোযান বিশেষজ্ঞ। কলম্বিয়া নভোযান বিপর্যয়ে যে সাতজন মহাকাশচারী এবং ক্রু মৃত্যুবরণ করেন তাদের মধ্যে তিনি একজন। পৃথিবীতে অবতরণ করতে গিয়ে বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষে এই নভোখেয়াযানটি বিধ্বস্ত হয়ে গিয়েছিল।
  • মৃত্যু : ১ ফেব্রুয়ারি ২০০৩ (বয়স ৪০)

সুনিতা উইলিয়ামস পান্ডে

  • নাম : সুনিতা উইলিয়ামস পান্ডে
  • জন্ম : ১৯ সেপ্টেম্বর ১৯৬৫
  • জন্মস্থান : ইউক্লিড, ওহিও
  • কৃতিত্ব : সুনিতা উইলিয়ামস (জন্ম ১৯ সেপ্টেম্বর, ১৯৬৫) হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন মহাকাশচারী। তাকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অভিযান এক্সপিডিশন ১৪ এর একজন সদস্য হিসেবে কার্যভার প্রদান করা হয়েছিল এবং তারপর তিনি এক্সপিডিশন ১৫ এ যোগদান করেন। তিনি মহিলা মহাকাশচারীদের মধ্য সর্বাপেক্ষা দীর্ঘসময় (১৯৫ দিন) মহাকাশ উড়ার রেকর্ড অর্জন করেছেন।

এরকম আরও কিছু পোস্ট :

সৌরজগৎ ও সৌরজগতের গ্রহসমূহ – Solar System in Bengali

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button