2nd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
2nd September Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২রা সেপ্টেম্বর – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd September Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. সম্প্রতি কে NHPC-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
(A) দুর্গা প্রসাদ
(B) যমুনা কুমার চৌবে
(C) রাম প্রকাশ পাঠক
(D) শরবন কুমার
- যমুনা কুমার চৌবে ১লা সেপ্টেম্বর ২০২২-এ NHPC-এর চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক (CMD) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি অভয় কুমার সিং-এর স্থলাভিষিক্ত হন, যিনি ৩১শে আগস্ট পদত্যাগ করেছেন।
২. World Junior Swimming Championships এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়ে উঠলেন কে?
(A) শিবানী কাটারিয়া
(B) অপেক্ষা ফার্নান্দেস
(C) নাফিসা আলী সোধি
(D) আরতি সাহা
- অপেক্ষা ফার্নান্দেস ৩১শে আগস্ট ২০২২-এ World Junior Swimming Championships এর ফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা হয়ে উঠেছেন।
- এখানে তিনি ২০০ মিটার মহিলাদের বিভাগে অষ্টম স্থান অর্জন করেছেন।
- অষ্টম World Junior Swimming Championships পেরুর লিমাতে ৩০শে আগস্ট থেকে ৪ই সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে।
৩. কোন দিনটি প্রতিবছর ‘বিশ্ব নারকেল দিবস’ হিসেবে পালিত হয়?
(A) ২রা সেপ্টেম্বর
(B) ২০শে আগস্ট
(C) ২৯শে আগস্ট
(D) ১লা সেপ্টেম্বর
- বিশ্ব নারকেল দিবস প্রতি বছর ২রা সেপ্টেম্বর ভারত সহ প্রধান নারকেল উৎপাদনকারী দেশগুলিতে পালিত হয়।
- দিনটি নারকেলের গুরুত্ব এবং উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়।
- এটি এশিয়ান অ্যান্ড প্যাসিফিক কোকোনাট কমিউনিটি (APCC) দ্বারা ২রা সেপ্টেম্বর ২০০৯-এ প্রথমবারের মতো উদযাপিত হয়েছিল।
- ২০২২ সালের থিম: “Cultivate coconut for a happy life and future”।
৪. নিচের কোন মন্ত্রী সম্প্রতি “Science behind Suryanamaskar” শিরোনামের বইটি প্রকাশ করেছেন?
(A) ভি কে সিং
(B) অনুরাগ ঠাকুর
(C) মুঞ্জপাড়া মহেন্দ্রভাই কালুভাই
(D) গিরিরাজ সিং
- এটি ‘সূর্যনমস্কার’-এর উপকারিতা সম্পর্কে প্রমাণ-ভিত্তিক গবেষণার একটি সংগ্রহ।
- এই বইটি ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ’ (AIIA) দ্বারা সংকলিত হয়েছে।
- AIIA এর পরিচালক : অধ্যাপক ডাঃ তনুজা নেসারী
৫. “Indian Banking in Retrospect – 75 years of Independence” বইটির লেখক কে?
(A) জে জে সিং
(B) দীপম চ্যাটার্জি
(C) রিচা মিশ্র
(D) আশুতোষ রারাভিকর
- ডঃ আশুতোষ রারাভিকার “Indian Banking in Retrospect – 75 years of Independence” শিরোনামের একটি নতুন বই লিখেছেন।
- তিনি বর্তমানে RBI-এর অর্থনৈতিক ও নীতি গবেষণা বিভাগের (DEPR), পরিচালক।
৬. ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিংহন সম্প্রতি কোন আমেরিকান মাল্টিন্যাশনাল কোম্পানির CEO হিসাবে নিযুক্ত হয়েছেন?
(A) Facebook
(B) Apple
(C) Amazon
(D) Starbucks
- ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিংহনকে সম্প্রতি Starbucks কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে।
- বর্তমানে তিনি অন্য একটি মাল্টিন্যাশনাল কোম্পানি Reckitt এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
৭. কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল সমস্ত অপরাধমূলক মামলায় ফরেনসিক তদন্ত বাধ্যতামূলক করেছে?
(A) উত্তরপ্রদেশ
(B) মহারাষ্ট্র
(C) জম্মু ও কাশ্মীর
(D) দিল্লি
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশের পরে যে সমস্ত অপরাধমূলক মামলায় শাস্তি ৬ বছরের বেশি হবে সেখানে দিল্লি পুলিশের ফরেনসিক প্রমাণ বাধ্যতামূলক।
৮. কোন রাজ্য কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে ‘Rural Backyard Piggery Scheme’ চালু করেছে?
(A) মেঘালয়
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) অরুণাচল প্রদেশ
- মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা Rural Backyard Piggery Scheme চালু করেছেন।
- এর স্কিমের মাধ্যমে কৃষকদের শুকর পালনের সুবিধা হবে ।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here