29th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
29th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৯শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 29th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন ফর্মুলা ওয়ান রেসিং ড্রাইভার সম্প্রতি বেলজিয়ান F1 গ্র্যান্ড প্রিক্স জিতলেন?
(A) ম্যাক্স ভার্স্টাপেন
(B) কার্লোস সেঞ্জ
(C) লুইস হ্যামিল্টন
(D) চার্লস লেক্লার্ক
- রেড বুলের ম্যাক্স ভার্স্ট্যাপেন ২৮শে আগস্ট ২০২২-এ বেলজিয়ান ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছেন।
- রেড বুলের সার্জিও পেরেজ এবং ফেরারির কার্লোস সেঞ্জ যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছেন।
- ভার্স্টাপেন এই সিজনে ১৪টি রেসের মধ্যে মোট নয়টি জিতেছেন।
- এটি ছিল তার ৭১তম পডিয়াম ফিনিস।
২. কোন ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ৯৫০ উইকেট পূরণ করা প্রথম ফাস্ট বোলার হলেন?
(A) জোফরা আর্চার
(B) লাসিথ মালিঙ্গা
(C) জেমস অ্যান্ডারসন
(D) জাসপ্রিত বুমরাহ
- ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ২৭শে আগস্ট ২০২২-এ আন্তর্জাতিক ক্রিকেটে ৯৫০ উইকেট পূর্ণ করার প্রথম ফাস্ট বোলার হয়ে উঠলেন।
- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে তিনি এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছেন।
- এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাথের (৯৪৯ উইকেট) রেকর্ড ভেঙেছেন।
৩. কোন দেশ বিশ্বের প্রথম হাইড্রোজেন ট্রেন চালু করলো?
(A) ফ্রান্স
(B) চীন
(C) বেলজিয়াম
(D) জার্মানি
- জার্মানি ২৪শে আগস্ট ২০২২-এ বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন।
- জার্মানির একটি আঞ্চলিক রুটে মোট ১৪টি হাইড্রোজেন পাওয়ার ট্রেন চলবে৷
- এই ট্রেনগুলি সর্বাধিক ১৪০ কিলোমিটার গতিতে ভ্রমণ করতে পারবে।
৪. কোন দিনটি ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালিত হয়?
(A) ১৯শে আগস্ট
(B) ২৭শে আগস্ট
(C) ২০শে আগস্ট
(D) ২৯শে আগস্ট
- হকি কিংবদন্তি মেজর ধ্যান চাঁদের জন্মবার্ষিকী স্মরণে ভারত ২৯শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে।
- দিনটি ২০১২ সালে ভারতের জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মনোনীত হয়েছিল।
- এই দিনটিতে ভারতের রাষ্ট্রপতি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার এবং দ্রোণাচার্য পুরস্কারের মতো ক্রীড়া-সম্পর্কিত পুরস্কার প্রদান করেন
৫. সম্প্রতি কাকে ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া’ (SEBI)-এর সার্বক্ষণিক সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে?
(A) রঞ্জিতা কুমারী
(B) অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণন
(C) সুমিত শর্মা
(D) সতীশ কে. রাজু
- কেন্দ্রীয় সরকার, SP জৈন ইনস্টিটিউটের অধ্যাপক অনন্ত নারায়ণ গোপালকৃষ্ণনকে SEBI-এর সার্বক্ষণিক সদস্য হিসাবে নিযুক্ত করেছে।
- এই নিয়োগের মাধ্যমে, গোপালকৃষ্ণন SEBI-এর চতুর্থ সার্বক্ষণিক সদস্য হলেন।
- বাকি তিনজন সার্বক্ষণিক সদস্য হলেন এস কে মোহান্তি, অনন্ত বড়ুয়া এবং আস্বানি ভাটিয়া।
৬. FIFA সম্প্রতি কোন দেশের ফুটবল ফেডারেশনের উপর সাসপেনশন তুলে নিয়েছে?
(A) ভারত
(B) ফ্রান্স
(C) ইতালি
(D) পাকিস্তান
- FIFA ভারতের ‘অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন’ (AIFF)-এর উপর ব্যান তুলে নিয়েছে।
- এর ফলে ভারত আবার মহিলাদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনের সুযোগ পেয়েছে।
- FIFA ১৫ই আগস্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে ব্যান করেছিল।
৭. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সম্প্রতি ‘Smriti Van Memorial’-এর উদ্বোধন করেছেন?
(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) ওড়িশা
(D) গুজরাট
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Smriti Van Memorial এর উদ্বোধন করেছেন।
- গুজরাটের কচ্ছ অঞ্চলে ২০০১ সালের বিধ্বংসী ভূমিকম্পের সময় ভূমিকম্পে নিহতদের স্মরণে এই স্মৃতিসৌধের উদ্যোধন করেছেন তিনি।
৮. জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৭ কেজি বিভাগে সোনা জিতে কোন ভারতীয় সম্প্রতি ইতিহাস রচনা করেছেন?
(A) মেহুলি ঘোষ
(B) জ্যোতি ইয়ারাজি
(C) লিনথোই চানম্বাম
(D) সিফ্ট কৌর সামরা
- ভারতীয় জুডোকা লিন্থোই চানামবাম জুডো বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৫৭ কেজি বিভাগে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় হয়ে উঠলেন।
- ১৫ বছর বয়সী লিন্থোই চানামবাম ৫৭ কেজি বিভাগে ফাইনালে ব্রাজিলের বিয়ানকা রেইসকে পরাজিত করেছিলেন।
৯. কোন রাজ্যে সম্প্রতি পথচারী এবং সাইকেল চালকদের জন্য ৩০০ মিটার দীর্ঘ ‘অটল সেতু’-র উদ্বোধন করা হয়েছে?
(A) উত্তর প্রদেশ
(B) কর্ণাটক
(C) গুজরাট
(D) বিহার
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহমেদাবাদের সবরমতি নদীর ওপর পথচারী এবং সাইকেল চালকদের জন্য ৩০০ মিটার দীর্ঘ ‘অটল সেতু’-র উদ্বোধন করেছেন।
- খাদি উৎসব অনুষ্ঠান থেকে এই সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here