28th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
28th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২৮শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. কোন সংস্থা ২০৪৬ সালের মধ্যে মধ্যে নেট-জিরো অপারেশনাল কার্বন নির্গমন অর্জনের জন্য ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে?
(A) Bharat Petroliums
(B) Indian Oil Corporation
(C) Hisndustan Petroliums
(D) ONGC
- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) 2046 সালের মধ্যে নেট-জিরো অপারেশনাল কার্বন নির্গমন অর্জন করতে 2 লাখ কোটি টাকা বিনিয়োগ করবে।
- ২০৭০ সালের মধ্যে নেট-শূন্য কার্বন নির্গমনে পৌঁছানোর ভারতের লক্ষ্যের সাথে সঙ্গতিপূর্ণভাবে এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
২. ইতিহাসে প্রথম কোন ভারতীয় খেলোয়াড়, দেশের হয়ে ১০০টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার হয়ে উঠলেন?
(A) রোহিত শর্মা
(B) হার্দিক পান্ডিয়া
(C) কেএল রাহুল
(D) বিরাট কোহলি
- বিরাট কোহলি দেশের হয়ে তার ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলা ইতিহাসের একমাত্র ভারতীয় খেলোয়াড় হয়ে উঠলেন।
- ২৮শে আগস্ট ২০২২ এ দুবাইতে এশিয়া কাপ-এ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়লেন তিনি।
৩. নিচের কোনটি রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে বর্ধিত রেঞ্জের রকেট Pinaka-এর সফল পরীক্ষা চালিয়েছে?
(A) ISRO
(B) DRDO
(C) BEML
(D) HAL
- ডিআরডিও রাজস্থানের পোখরান ফায়ারিং রেঞ্জে Pinaka রকেট লঞ্চারের সফল পরীক্ষা চালিয়েছে।
- পিনাকা রকেট তৈরি করেছে DRDO।
- Pinaka একটি আর্টিলারি মিসাইল সিস্টেম যা নিখুঁত ভাবে ৭৫ কিলোমিটারের রেঞ্জের মধ্যে শত্রু অঞ্চলে আঘাত হানতে সক্ষম।
৪. নিম্নোক্ত কোন সংস্থা ২৯শে আগস্ট Artemis 1 মিশন লঞ্চ করবে?
(A) Roscosmos
(B) ESA
(C) JAXA
(D) NASA
- NASA এর ‘Artemis 1’ মিশন ২৯শে আগস্ট ২০২২ এ লঞ্চ করা হবে।
- মহাকাশযানটি চাঁদে ভ্রমণ করবে, কিছু ছোট উপগ্রহ স্থাপন করবে এবং তারপর চাঁদের কক্ষপথে বসবে।
- Artemis 1 নতুন স্পেস লঞ্চ সিস্টেমের প্রথম ফ্লাইট হতে চলেছে।
- এটি মহাকাশে উড়ে যাওয়া সবচেয়ে শক্তিশালী রকেট ইঞ্জিন, Apollo’s Saturn V system এর চেয়েও বেশি শক্তিশালী।
৫. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন শহরে ‘খাদি উৎসব’-এ যোগদান করেছিলেন?
(A) আহমেদাবাদ
(B) মথুরা
(C) আগ্রা
(D) সুরাট
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৭শে আগস্ট ২০২২ এ আহমেদাবাদের সবরমতি রিভারফ্রন্টে খাদি উৎসবে চরকা চালানোর মধ্যে দিয়ে যোগদান করেছিলেন।
- দেশের স্বাধীনতা সংগ্রামে খাদির গুরুত্ব তুলে ধরতে আজাদি কা অমৃত মহোৎসবের অংশ হিসেবে এই অনন্য ‘খাদি উৎসব’-এর আয়োজন করা হয়েছে।
৬. সম্প্রতি কে Lausanne Diamond League এ প্রথম ভারতীয় হিসাবে স্বর্ণপদক জিতলেন?
(A) নীরাজ চোপড়া
(B) ম্যাগনাস কার্লসেন
(C) চিরাগ শেঠি
(D) চিরাগ শেঠি
- অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপের রৌপ্য পদক বিজয়ী নীরজ চোপড়া এবার ‘লাউসেন ডায়মন্ড লিগ’-এ স্বর্ণ পদক জিতলেন।
- সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে জুরিখে অনুষ্ঠিত হতে যাওয়া ডায়মন্ড লিগের ফাইনালেও জায়গা করে নিয়েছেন তিনি।
- তার তৃতীয় সেরা ৮৯.০৮ মিটারের থ্রোয়ের সাথে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
৭. সম্প্রতি প্রকাশিত ‘Global Leader Approval Rating 2022’-এ শীর্ষ স্থানে রয়েছেন কোন নেতা?
(A) জো বাইডেন
(B) বরিস জনসন
(C) নরেন্দ্র মোদী
(D) ভলোদিমির জেলেনস্কি
- গ্লোবাল ডিসিশন ইন্টেলিজেন্স কোম্পানি ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা।
- মর্নিং কনসাল্টের সমীক্ষায় অন্তত ৭৫% ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুমোদন করেছেন।
- এই বছরের ১৭ই আগস্ট থেকে ২৩শে আগস্টের মধ্যে সার্ভেটি করা হয়েছে।
৮. সম্প্রতি কোন ফুটবলার ‘UEFA Player of the Year Award 2022’ জিতলেন?
(A) লিওনেল মেসি
(B) মারাদোনা
(C) ক্রিস্টিয়ানো রোনাল্ডো
(D) করিম বেনজেমা
- করিম বেনজেমা এবং অ্যালেক্সিয়া পুটেলাস তুরস্কের ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে যথাক্রমে UEFA বর্ষসেরা পুরুষ ও মহিলা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন।
- ফ্রান্সের স্ট্রাইকার বেনজেমা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের নেতৃত্বে জয়লাভ করেন এবং প্রতিযোগিতায় ১৫টি গোল করেন এবং বার্সেলোনার পুটেলাস উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।
৯. কোন রাজ্য ১১৯ বছরেরও বেশি সময় পরে তার দ্বিতীয় রেলওয়ে স্টেশন পেলো?
(A) নাগাল্যান্ড
(B) অরুণাচল প্রদেশ
(C) আসাম
(D) মনিপুর
- উত্তর-পূর্ব রাজ্য, নাগাল্যান্ড ১১৯ বছরেরও বেশি সময় পরে তার দ্বিতীয় রেলওয়ে স্টেশন ‘ডিমাপুর রেলওয়ে স্টেশন’ পেয়েছে।
নাগাল্যান্ড :
- মুখ্যমন্ত্রী : নেফিউ রিও
- রাজধানী : কোহিমা
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here