General Knowledge Notes in BengaliGeography Notes
ভারতের উল্লেখযোগ্য সেচখাল তালিকা – PDF
Important Canal Irrigation Systems In India
ভারতের উল্লেখযোগ্য সেচখাল তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের উল্লেখযোগ্য সেচখাল তালিকা নিয়ে। ভারতের কোন রাজ্যে কোন সেচ খাল অবস্থিত এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে।
ভারতের প্রধান সেচখাল সমূহের তালিকা
ভারতের প্রধান সেচখাল সমূহের তালিকা নিচে দেওয়া রইলো।
রাজ্য | সেচখাল |
---|---|
উত্তরপ্রদেশ | পূর্ব যমুনা খাল, সারদা খাল, আগ্রা খাল, রামগঙ্গা সেচখাল, বেতোয়া খাল, ধাসান খাল, কান খাল, উচ্চ গঙ্গা খাল, নিম্ন গঙ্গা খাল |
পাঞ্জাব ও হরিয়ানা | পশ্চিম যমুনা খাল, সিংহিন্দ খাল, উচ্চবারি দোয়াব খাল, পূর্ব গ্রেখাল, ভাকরা খাল |
রাজস্থান | বিকানির সেচ খাল, ওট্টো খাল, গঙ্গানগর খাল, ইন্দিরা গান্ধী খাল, চম্বল খাল |
বিহার | চৌসা খাল, বক্সার খাল, আরা খাল, পাটনা খাল |
পশ্চিমবঙ্গ | দুর্গাপুর খাল, দামোদর খাল, ইডেন খাল, বক্রেশ্বর খাল, মেদিনীপুর খাল |
অন্ধ্রপ্রদেশ | পেনার খাল, এলোর খাল, উচ্চ ও নিম্ন তুঙ্গভদ্রা খাল |
মহারাষ্ট্র | মুখা খাল, প্রবর খাল, নারী খাল, গোদাবরী, পূর্ণা, গিরনা খাল |
তামিলনাড়ু | বাকিংহাম খাল, মেত্তুর খাল, কাতালাই খাল, মনিমুখর খাল |
এরকম আরও কিছু পোস্ট :
এই নোটটির PDF ফাইল, নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : ভারতের উল্লেখযোগ্য সেচখাল তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size: 670 KB
- No. of Pages: 01
- Format: PDF
- Language: Bengali
- Subject: Geography
To check our latest Posts - Click Here