Daily Current Affairs in BengaliCurrent Affairs

23rd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

23rd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৩শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 23rd August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সরকারের বিভিন্ন মন্ত্রকের সমস্ত পুরস্কারকে এক প্ল্যাটফর্মের অধীনে আনতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন পোর্টাল চালু করেছে?

(A) Gallantry Awards Portal
(B) INSPIRE Portal
(C) Digital India Awards Portal
(D) Rashtriya Puruskar Portal

উত্তর :
(D) Rashtriya Puruskar Portal

  • এর লক্ষ্য: সরকার কর্তৃক প্রবর্তিত বিভিন্ন পুরস্কারের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠানকে মনোনীত করতে নাগরিকদের সাহায্য বা মতামত নেওয়া।

২. কোন ভারতীয় নৌবাহিনীর জাহাজে (INS) প্রথম একটি কম্পোজিট ইনডোর শুটিং রেঞ্জের (CISR) উদ্বোধন করা হয়েছে?

(A) INS Talwar
(B) INS Mormugao
(C) INS Godavari
(D) INS Karna ​

উত্তর :
(D) INS Karna ​

  • এটি একটি অত্যাধুনিক, স্বয়ংসম্পূর্ণ, ২৫ মিটার, ছয় লেনের সমস্ত প্রাথমিক ও মাধ্যমিক অস্ত্রের জন্য লাইভ ফায়ারিং রেঞ্জ।
  • INS কর্ণ নৌবাহিনীতে প্রথম এবং দেশের একমাত্র সামরিক ইউনিট যেখানে এই ধরনের সুবিধা স্থাপন করা হয়েছে।

৩. ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির (NII) পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) দেবাশিস মোহান্তি
(B) মনীশ সোনোয়াল
(C) নবীন পান্ডা
(D) রাবণী ঠাকুর

উত্তর :
(A) দেবাশিস মোহান্তি

  • ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির (INS) পরিচালক পদে নিযুক্ত হয়েছেন বিজ্ঞানী দেবাশিস মোহান্তি।
  • তিনি বর্তমানে INS-এর স্টাফ সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন।
  • সরকার তাকে ২০০৯ সালে জীববিজ্ঞানে অবদানের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য ‘ন্যাশনাল বায়োসায়েন্স অ্যাওয়ার্ড’ প্রদান করেছিল।
  • এটি ভারতীয় বিজ্ঞানের সর্বোচ্চ পুরস্কারগুলির মধ্যে একটি।

৪. কোন দেশ সম্প্রতি SCO Defence Ministers’ Meeting হোস্ট করছে?

(A) পাকিস্তান
(B) চীন
(C) উজবেকিস্তান
(D) ভারত

উত্তর :
(C) উজবেকিস্তান

  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ‘Shanghai Cooperation Organisation Defence Ministers’ Meeting’ এ যোগ দেবেন, যা ২৪শে আগস্ট ২০২২ থেকে উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত হতে চলেছে।
  • বার্ষিক সভার সময়, SCO সদস্য দেশগুলির মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে৷
  • SCO হল একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
  • SCO সদর দপ্তর: চীনের বেইজিংয়ে

৫. কোন রাজ্য সরকার সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য ‘বিদ্যা রথ – স্কুল অন হুইলস’ প্রকল্প চালু করেছে?

(A) কর্ণাটক
(B) পাঞ্জাব
(C) আসাম
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(C) আসাম

  • আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ‘বিদ্যা রথ-স্কুল অন হুইলস’ প্রকল্প চালু করেছেন।
  • এই প্রকল্পের লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল, সুবিধাবঞ্চিত শিশুদের ১০ মাসের জন্য প্রাথমিক শিক্ষা প্রদান করা।
  • ১০ মাস পরে তারা প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একীভূত হতে পারে।
  • এখানে শিক্ষার্থীদের বিনামূল্যে মিড-ডে মিল, ইউনিফর্মও দেওয়া হবে।

৬. কোন দেশের মিউজিয়াম, ভারতে সাতটি চুরি যাওয়া প্রত্নবস্তু ফিরিয়ে দেওয়ার জন্য সম্প্রতি ভারত সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) স্কটল্যান্ড
(B) কানাডা
(C) ডেনমার্ক
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(A) স্কটল্যান্ড

  • ১৯শে আগস্ট ২০২২-এ স্কটিশ শহর গ্লাসগোর জাদুঘরগুলি ভারত সরকারের সাথে সাতটি চুরি যাওয়া প্রত্নবস্তু ভারতে ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
  • সাতটি প্রত্নবস্তুর মধ্যে রয়েছে ১৪ শতকের আনুষ্ঠানিক ইন্দো-পার্সিয়ান তলোয়ার এবং কানপুরের একটি মন্দির থেকে নেওয়া ১১ শতকের খোদাই করা পাথরের দরজার জ্যাম্ব।

৭. ঝাড়খণ্ডের কোন প্রাক্তন রাজ্যপাল সম্প্রতি প্রয়াত হয়েছেন

(A) সৈয়দ আহমদ
(B) কাটেকাল শঙ্করনারায়ণন
(C) সৈয়দ সিবতে রাজি
(D) বেদ মারওয়াহ

উত্তর :
(C) সৈয়দ সিবতে রাজি

  • ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, সৈয়দ সিবতে রাজি ২০শে আগস্ট ২০২২-এ লখনউতে প্রয়াত হলেন।
  • তিনি ২০০৪-২০০৯ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • পরে তিনি আসামের রাজ্যপালও ছিলেন।
  • তিনি তিনবার রাজ্যসভার সদস্যও ছিলেন।
  • তিনি কংগ্রেস দলের সঙ্গে যুক্ত ছিলেন।

৮. কোন রাজ্য কৃষকদের বীজ বিতরণের জন্য ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারকারী প্রথম রাজ্য হয়ে উঠেছে?

(A) ওড়িশা
(B) ঝাড়খণ্ড
(C) কেরালা
(D) কর্ণাটক

উত্তর :
(B) ঝাড়খণ্ড

  • ঝাড়খণ্ড সরকার, টেক কোম্পানি সেটেলমিন্টের সহযোগিতায়, ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে কৃষকদের বীজ বিতরণ শুরু করেছে।
  • এর মাধ্যমে ঝাড়খন্ড কৃষিক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি প্রয়োগকারী দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে।
  • উদ্দেশ্য: একটি স্বচ্ছ পদ্ধতিতে বীজ এবং অন্যান্য স্কিম বিতরণ সক্ষম করা।

৯. ২৩শে অগস্ট ২০২২ এ কোন প্রখ্যাত মহিলা পদার্থবিদের জন্মবার্ষিকী উদযাপন করলো Google Doodle?

(A) আন্না মনি
(B) অসীমা চ্যাটার্জী
(C) দর্শন রঙ্গনাথন
(D) জানকি আম্মাল

উত্তর :
(A) আন্না মনি

  • আন্না মনি একজন ভারতীয় পদার্থবিদ এবং আবহাওয়াবিদ ছিলেন। (২৩শে আগস্ট ১৯১৮ – ১৬ই আগস্ট ২০০১)
  • তিনি ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের উপ-মহাপরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন এবং আগে রমন গবেষণা ইনস্টিটিউটে ভিজিটিং অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
  • তিনি সৌর বিকিরণ, ওজোন এবং বায়ু শক্তি পরিমাপের উপর অসংখ্য গবেষণাপত্র প্রকাশ করেছিলেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button