Daily Current Affairs in BengaliCurrent Affairs

21st August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21st August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21st August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি চালু হওয়া ভারতের গ্রেফতারকৃত মাদকদ্রব্যের সাথে যুক্ত অপরাধীদের প্রথম পোর্টালটির নাম কি?

(A) NIDAAN
(B) NCBPRO
(C) NARCOS
(D) SWAYAM

উত্তর :
(A) NIDAAN

  • বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্যের প্রসিকিউশন এজেন্সিগুলির দ্বারা গ্রেফতারকৃত মাদকদ্রব্য অপরাধীদের প্রথম ধরনের ডাটাবেসের পোর্টাল “NIDAAN” চালু করা হয়েছে।
  • NIDAAN প্ল্যাটফর্মটি ICJS (inter-operable criminal justice system) থেকে তার ডেটা সংগ্রহ করবে।

২. কোন দিনটিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮তম জন্মবার্ষিকী ছিল?

(A) ৩০শে আগস্ট
(B) ২০শে আগস্ট
(C) ১২শে আগস্ট
(D) ২১শে আগস্ট

উত্তর :
(B) ২০শে আগস্ট

  • ২০শে আগস্ট ২০২২ এ প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮ তম জন্মবার্ষিকী হিসাবে চিহ্নিত।
  • রাজীব গান্ধী ১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন।
  • তিনি ৪০ বছর বয়সে ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছিলেন।
  • নির্বাচনের প্রচারণার সময়, তিনি ১৯৯১ সালে আত্মঘাতী বোমা হামলাকারীর দ্বারা নিহত হন।
  • ১৯৯১ সালে, ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করে।

৩. কোন দেশ ৬৫তম ‘কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স’ (CPA) আয়োজন করছে?

(A) থাইল্যান্ড
(B) ফ্রান্স
(C) কানাডা
(D) মালদ্বীপ

উত্তর :
(C) কানাডা

  • লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে একটি ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল কানাডার হ্যালিফ্যাক্সে ৬৫তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (CPA) যোগদান করবে।
  • এই সম্মেলনটি ২০-২৬শে আগস্ট ২০২২ এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।

৪. কোন প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সম্প্রতি প্রয়াত হলেন?

(A) ভরত চেত্রী
(B) সমর (বদ্রু) ব্যানার্জী
(C) দিলীপ তিরকি
(D) রমনদীপ সিং গ্রেওয়াল

উত্তর :
(B) সমর (বদ্রু) ব্যানার্জী

  • প্রাক্তন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সমর ‘বদ্রু’ ব্যানার্জি সম্প্রতি প্রয়াত হলেন।
  • তিনি ১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিকে দেশকে ঐতিহাসিক চতুর্থ স্থান অর্জনে নেতৃত্ব দিয়েছিলেন।
  • ২০০৯ সালে তিনি মোহনবাগান রত্ন পেয়েছিলেন।
  • তিনি একজন খেলোয়াড় হিসেবে দুবার (১৯৫৩ ও ১৯৫৫ সালে) এবং কোচ হিসাবে একবার (১৯৬২ সালে) ‘সন্তোষ ট্রফি’ জিতেছিলেন।

৫. সম্প্রতি কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম Compressed Biogas (CBG) প্লান্ট চালু হয়েছে?

(A) পশ্চিমবঙ্গ
(B) উত্তর প্রদেশ
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

উত্তর :
(D) পাঞ্জাব

  • এশিয়ার বৃহত্তম Compressed Biogas Plant পাঞ্জাবের সাংরুরে তার বাণিজ্যিক কার্যক্রম চালু করেছে।
  • নতুন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আমান অরোরা নিশ্চিত করেছেন যে প্ল্যান্টটির প্রতিদিন ৩৩.২৩-টন CBG উৎপাদনের ক্ষমতা রয়েছে।

৬. সম্প্রতি কাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সেক্রেটারী হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) অনুজ পোদ্দার
(B) গোপাল ভিট্টল
(C) ডালিমা ছিব্বর
(D) রাজেশ বর্মা

উত্তর :
(D) রাজেশ বর্মা

  • IAS অফিসার রাজেশ বার্মাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সেক্রেটারি হিসাবে নিযুক্ত করা হয়েছে।
  • এর আগে তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রধান সচিব এবং ওড়িশা সরকারের শক্তি বিভাগের প্রধান সচিব হিসাবেও কাজ করেছেন।

৭. HDFC ব্যাঙ্ক সম্প্রতি কোথায় প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ব্যাঙ্ক চালু করেছে?

(A) কেরালা
(B) ওডিশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু

উত্তর :
(A) কেরালা

  • HDFC ব্যাঙ্ক উত্তর কেরালার কোঝিকোডে একটি সম্পূর্ণ মহিলা পরিচালিত শাখার উদ্বোধন করেছে।

HDFC ব্যাঙ্ক :

  • CEO : শশীধর জগদীশন
  • সদর দপ্তর : মুম্বাই

৮. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘গ্রামীণ আজিবিকা পার্ক’ (গ্রামীণ শিল্প পার্ক) স্থাপনের ঘোষণা করেছে?

(A) ওড়িশা
(B) পশ্চিমবঙ্গ
(C) কর্ণাটক
(D) ছত্তিশগড়

উত্তর :
(D) ছত্তিশগড়

  • ছত্তিশগড় সরকার রাজ্যে গ্রামীণ শিল্প পার্ক স্থাপনের ঘোষণা করেছে।
  • মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘোষণা করেছেন যে গান্ধী জয়ন্তীতে প্রকল্পটি চালু করা হবে।
  • এর লক্ষ্য গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং গবাদি পশুপালনকে জীবিকা নির্বাহের কেন্দ্রে পরিণত করা।
  • কর্মসূচির আওতায় প্রথম বছরে ৩০০টি গ্রামীণ শিল্প পার্ক হবে।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button