Daily Current Affairs in BengaliCurrent Affairs

18th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

18th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৮ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 18th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হয়েছেন?

(A) আশীষ চৌহান
(B) গুরদীপ রান্ধাওয়া
(C) হরদীপ কৌর
(D) অশোক শ্রীধরন

উত্তর :
(B) গুরদীপ রান্ধাওয়া

  • ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা গুরদীপ সিং রান্ধাওয়া জার্মানিতে ভারতীয় সম্প্রদায়ের প্রথম প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
  • তিনি জার্মানির খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) সদস্য।

জার্মানি :

  • প্রেসিডেন্ট : ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার
  • রাজধানী : বার্লিন

২. কোন রাজ্য সরকার রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য সম্প্রতি ‘আমা যোজনা’ এবং ‘বাৎসল্য যোজনা’ চালু করেছে?

(A) মণিপুর
(B) আসাম
(C) পশ্চিমবঙ্গ
(D) সিকিম

উত্তর :
(D) সিকিম

  • সিকিমের মুখ্যমন্ত্রী পি এস তামাং ১৫ই আগস্ট ২০২২-এ রাজ্যের মহিলাদের কল্যাণের জন্য ২টি প্রকল্প, ‘আমা যোজনা’ এবং ‘বাৎসল্য যোজনা’ চালু করেছেন।
  • আমা যোজনার অধীনে রাজ্যের সমস্ত বেকার মায়েরা বার্ষিক ২০,০০০ টাকা পাবেন যা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।
  • বাৎসল্য যোজনার অধীনে নিঃসন্তান মহিলাদের ইন ভিট্রো ফার্টিলাইজেশন চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে৷

৩. সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ‘Make India No. 1’ মিশনের ঘোষণা করেছেন?

(A) উত্তর প্রদেশ
(B) পুদুচেরি
(C) গুজরাট
(D) দিল্লী

উত্তর :
(D) দিল্লী

  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৭ই আগস্ট ২০২২-এ ‘Make India No. 1’ মিশনের ঘোষণা করেছেন।
  • এটি দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে চালু হয়েছে।
  • এতে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের ওপর জোর দেওয়া হবে।

৪. সম্প্রতি কে রাজস্থানের যোধপুরে বিখ্যাত মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করলেন?

(A) রাজনাথ সিং
(B) হরদীপ সিং পুরী
(C) পীযূষ গয়াল
(D) অমিত শাহ

উত্তর :
(A) রাজনাথ সিং

  • প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি রাজস্থানের যোধপুরে বিখ্যাত মারোয়ারি যোদ্ধা বীর দুর্গাদাস রাঠোরের মূর্তি উন্মোচন করেছেন।
  • তার ৩৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি উন্মোচন করা হয়েছে।
  • তিনি ছিলেন মারওয়ার রাজ্যের রাঠোর রাজপুত সেনাপতি।
  • ১৭ শতকে মহারাজা যশবন্ত সিং-এর মৃত্যুর পর তিনি এককভাবে মারওয়ারের উপর রাঠোর রাজবংশের শাসন রক্ষা করেছিলেন।

৫. কোন রাজ্যসরকার সমস্ত রাজ্য সরকারি চাকরির বিভাগে ক্রীড়াবিদদের দুই শতাংশ সংরক্ষণ দেওয়ার ঘোষণা করেছে?

(A) হিমাচল প্রদেশ
(B) পাঞ্জাব
(C) উত্তর প্রদেশ
(D) কর্ণাটক

উত্তর :
(D) কর্ণাটক

  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই ঘোষণা করেছেন যে সরকার সমস্ত রাজ্য বিভাগে ক্রীড়াবিদদের জন্য দুই শতাংশ সংরক্ষণ দেবে।

কর্ণাটক:

  • মুখ্যমন্ত্রী : বাসভরাজ বোমাই।
  • রাজ্যপাল : থাওয়ারচাঁদ গেহলট।
  • জেলার সংখ্যা : ৩১টি।
  • রাজধানী : বেঙ্গালুরু

৬. নবম India-Thailand Joint Commission Meeting সম্প্রতি কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?

(A) ব্যাংকক
(B) মুম্বাই
(C) চিয়াং মাই
(D) নতুন দিল্লি

উত্তর :
(A) ব্যাংকক

  • এই সভা ১৭ই আগস্ট ২০২২ এ ব্যাংককে অনুষ্ঠিত হয়েছিল।
  • বৈঠকে থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ডন প্রমুদউইনাই এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর সহ-সভাপতি ছিলেন।
  • দুই দেশই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছর উদযাপন করছে।

৭. সাইমন স্টিয়েল সম্প্রতি কোন জাতিসংঘের সংস্থার নতুন এক্সিকিউটিভ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন?

(A) UNESCO
(B) UNICEF
(C) UNFCCC
(D) WHO

উত্তর :
(C) UNFCCC

  • UNFCCC হল জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রাথমিক বহুপাক্ষিক চুক্তি পরিচালনাকারী পদক্ষেপ।
  • কনভেনশনটি গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রণে এবং প্রশমনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।

৮. বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) কোন রাজ্যে একটি স্টিল স্ল্যাগ রোড তৈরি করবে?

(A) অরুণাচল প্রদেশ
(B) মণিপুর
(C) মেঘালয়
(D) ঝাড়খণ্ড

উত্তর :
(A) অরুণাচল প্রদেশ

  • বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) অরুণাচল প্রদেশে স্টিল স্ল্যাগ রোড তৈরি করতে চলেছে।
  • স্টিল স্ল্যাগ রোডটি হবে একটি প্রথম ধরণের প্রজেক্ট এবং এটি ভারী বৃষ্টি এবং প্রতিকূল জলবায়ু সহ্য করতে সক্ষম হবে৷

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button