Daily Current Affairs in BengaliCurrent Affairs

17th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

17th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ১৭ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 17th August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. সম্প্রতি কাকে ‘ন্যাশনাল ব্যাঙ্ক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট’ (NaBFID)-এর ব্যবস্থাপনা পরিচালক (MD) হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) সতীশ গুপ্ত
(B) রাজকিরণ রাই জি
(C) রবি সেমওয়াল
(D) আমান কৌশিক

উত্তর :
(B) রাজকিরণ রাই জি

  • গত বছর ২০২১ সালের অক্টোবরে, কেন্দ্র কে ভি কামাথকে NaBFID-এর চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত করেছিল।
  • পরবর্তীকালে, পঙ্কজ জৈন এবং সুমিতা দাওরা বোর্ডের পরিচালক নিযুক্ত হন।
  • NaBFID সদর দপ্তর: মুম্বাই

২. বর্তমানে ইটানগরে নির্মাণাধীন অরুণাচল প্রদেশের তৃতীয় বিমানবন্দরটির নাম কী?

(A) লীলাবাড়ি রূপসী বিমানবন্দর
(B) ডোনি পোলো বিমানবন্দর
(C) লেংপুই বিমানবন্দর
(D) তেজু পোলো বিমানবন্দর

উত্তর :
(B) ডোনি পোলো বিমানবন্দর

অরুণাচল প্রদেশ:

  • রাজধানী: ইটানগর
  • মুখ্যমন্ত্রী : পেমা খান্ডু
  • রাজ্যপাল : বি ডি মিশ্র

৩. কোন রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে?

(A) মহারাষ্ট্র
(B) কর্ণাটক
(C) গোয়া
(D) আসাম

উত্তর :
(A) মহারাষ্ট্র

  • মহারাষ্ট্র সরকার ১৭ই আগস্ট ২০২২-এ মহারাষ্ট্রের প্রায় ১৭ লক্ষ সরকারি কর্মচারীদের প্রদেয় মহার্ঘ ভাতা (DA) ৩% বৃদ্ধির ঘোষণা করেছে।
  • এর ফলে মহারাষ্ট্রের মোট মহার্ঘ ভাতা ৩১% থেকে বেড়ে ৩৪% হবে।

মহারাষ্ট্র:

  • রাজ্যপাল: ভগত সিং কোশিয়ারি
  • মুখ্যমন্ত্রী: একনাথ শিন্ডে
  • রাজধানী: মুম্বাই

৪. কোন দেশ ওমিক্রন ভেরিয়েন্টের জন্য কোভিড-19 ভ্যাকসিন অনুমোদনকারী প্রথম দেশ হয়ে উঠেছে?

(A) জার্মানি
(B) তুরস্ক
(C) যুক্তরাজ্য
(D) ফ্রান্স

উত্তর :
(C) যুক্তরাজ্য

  • মেডিসিন এবং হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি – এই     ভ্যাকসিনটি অনুমোদন করেছে।
  • এটি ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের ব্যবহারের জন্য অনুমোদিত।

৫. সম্প্রতি কাকে ‘ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড’-এর CEO হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) রবি সেমওয়াল
(B) বাইরেশ পাল
(C) সতীশ গুপ্ত
(D) পিযুষ গোয়েল

উত্তর :
(D) পিযুষ গোয়েল

NATGRID :

  • প্রতিষ্ঠা : ২০০৯
  • সদর দপ্তর : নতুন দিল্লী

৬. সম্প্রতি কে কেনিয়ার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হলেন?

(A) উইলিয়াম রুটো
(B) নলিন নেগি
(C) জেভিয়ার বেটেল
(D) ড্যানিয়েল রিশ

উত্তর :
(A) উইলিয়াম রুটো

  • কেনিয়া পূর্ব আফ্রিকার একটি দেশ, যার উপকূল বরাবর রয়েছে ভারত মহাসাগর।
  • রাজধানী : নাইরোবি
  • মুদ্রা : শিলিং

৭. কোন দেশে ১৬-২৫শে নভেম্বর, ২০২২ পর্যন্ত ‘আজলান শাহ কাপ’ আয়োজিত হবে?

(A) মালয়েশিয়া
(B) জার্মান
(C) জাপান
(D) তাইওয়ান

উত্তর :
(A) মালয়েশিয়া

  • মালয়েশিয়ার ইপোহতে পুরুষদের হকি টুর্নামেন্ট, ‘সুলতান আজলান শাহ কাপ’ ১৬ থেকে ২৫শে নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
  • কোভিড-19 মহামারীর কারণে টুর্নামেন্টটি দুই বছর বন্ধ ছিল।

৮. কোন IIT সম্প্রতি ভারতের প্রথম 3D-প্রিন্টেড হিউম্যান কর্নিয়া তৈরী করেছে?

(A) IIT খড়গপুর
(B) IIT রুরকি
(C) IIT হায়দ্রাবাদ
(D) IIT কানপুর

উত্তর :
(C) IIT হায়দ্রাবাদ

  • হায়দ্রাবাদের গবেষকরা সফলভাবে একটি কৃত্রিম 3D কর্নিয়া তৈরী করেছেন এবং এটি ভারতে প্রথমবারের মতো একটি খরগোশের চোখে স্থাপন করা হয়েছে।
  • L V Prasad Eye Institute (LVPEI), IIT-হায়দরাবাদ এবং সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকুলার বায়োলজি (CCMB) এর গবেষকরা এই 3D-প্রিন্টেড হিউম্যান কর্নিয়া তৈরি করেছেন। .

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button