15th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
15th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১৫ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 15th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. দালাল স্ট্রিটের ‘বিগ বুল’ নামে জনপ্রিয় কোন প্রখ্যাত ব্যক্তি সম্প্রতি প্রয়াত হলেন?
(A) রাধাকিশান দামানি
(B) রাকেশ ঝুনঝুনওয়ালা
(C) আশিস ধাওয়ান
(D) রেখা ঝুনঝুনওয়ালা
- দালাল স্ট্রিটের ‘বিগ বুল’ নামে পরিচিত প্রখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা, ১৪ই আগস্ট ২০২২-এ ৬২ বছর বয়সে প্রয়াত হলেন।
- প্রায় ৫.৮ বিলিয়ন ডলারের আনুমানিক মোট মূলধনের সাথে, তিনি ভারতের ৩৬তম ধনী ব্যক্তি।
- ভারতের নতুন বাজেট ক্যারিয়ার এয়ারলাইন, Akasa Air – রাকেশ ঝুনঝুনওয়ালার অন্যতম ব্যবসায়িক উদ্যোগ।
- এছাড়াও তিনি হাঙ্গামা মিডিয়ার চেয়ারম্যানও ছিলেন।
২. কোন রাজ্য সরকার তার উপকূলের সুরক্ষার জন্য সম্প্রতি ‘ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশান টেকনোলজি’ (NIOT)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) গোয়া
(C) ওড়িশা
(D) কেরালা
- ওড়িশার প্রায় ৪৮০ কিলোমিটার বিস্তীর্ণ উপকূলরেখা রয়েছে এবং উপকূলীয় অঞ্চলগুলি খুব প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়।
- বিভিন্ন প্রযুক্তি ও টেকনিকাল গাইডেন্সের সঙ্গে NIOT জলবায়ু সংক্রান্ত বিষয়ে ওডিশা সরকারকে সাহায্য করবে।
৩. কেন্দ্রীয় সরকার চার বছরের মেয়াদের জন্য RBI কেন্দ্রীয় বোর্ডে চারজন স্বাধীন পরিচালককে পুনর্নিযুক্ত করেছে। নিম্নোক্তদের মধ্যে কে তালিকায় নেই?
(A) সতীশ কে মারাঠে
(B) অমিতাভ কান্ত
(C) রেবতী আইয়ার
(D) এস গুরুমূর্তি
- কেন্দ্রীয় সরকার চার বছরের মেয়াদের জন্য RBI কেন্দ্রীয় বোর্ডে চারজন স্বাধীন পরিচালককে পুনর্নিযুক্ত করেছে।
- এই চারজন হলেন সতীশ কে মারাঠে, এস গুরুমূর্তি, রেবতী আইয়ারন্দ এবং শচীন চতুর্বেদী।
৪. সম্প্রতি নতুন কিছু রামসার সাইটের সংযোজনের সাথে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা বেড়ে কত হল?
(A) ৭৫টি
(B) ৮০টি
(C) ১০০টি
(D) ৬৫টি
- ভারত রামসার সাইটের তালিকায় সম্প্রতি আরও ১১টি জলাভূমি যুক্ত করেছে, যার ফলে মোট রামসার সাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ এ।
- ১১টি নতুন সাইটের মধ্যে চারটি রয়েছে তামিলনাড়ুতে, তিনটি ওড়িশায়, দুটি জম্মু ও কাশ্মীরে এবং মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রে একটি করে।
- তামিলনাড়ুতে সর্বাধিক ১৪টি রামসার সাইট রয়েছে, এরপর উত্তর প্রদেশে রামসার সাইটের সংখ্যা ১০টি।
- ভারত ১৯৮২ সালে রামসার কনভেনশনে স্বাক্ষর করেছিল।
৫. ২০২২ সালের স্বাধীনতা দিবস উপলক্ষে কতজনকে ‘পুলিশ পদক’ দেওয়া হয়েছে?
(A) ২০২২
(B) ১০৮২
(C) ১৯৪৭
(D) ১০৮০
- এর মধ্যে ৩৪৭ জন কর্মী বীরত্বের জন্য এবং ৮৭ জনকে বিশিষ্ট পরিষেবার জন্য পুরস্কৃত করা হয়েছে।
- CRPF-এর চারু সিনহা ৪১টি বীরত্বের পদক জিতেছেন।
- সর্বাধিক বীরত্বের পদক পেয়েছে CRPF এবং তার পরে জম্মু ও কাশ্মীর পুলিশ।
৬. কোন বছর থেকে, ভারত নির্বাচিত পেট্রোল পাম্পগুলিতে ২০ শতাংশ ইথানল সহ পেট্রোল সরবরাহ করা শুরু করবে?
(A) ২০২৩
(B) ২০২৬
(C) ২০২৫
(D) ২০২৪
- ভারত ২০২৩ সালের এপ্রিল থেকে নির্বাচিত পেট্রোল পাম্পগুলিতে ২০% ইথানল সহ পেট্রোল সরবরাহ শুরু করবে।
- ভারত ২০২২ সালের জুনে নির্ধারিত সময়ের আগে ১০% ইথানল (১০% ইথানল, ৯০% পেট্রোল) মিশ্রিত পেট্রোল সরবরাহের লক্ষ্য অর্জন করেছে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইউরোপিয়ান ইউনিয়ন এবং চীনের পরে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম ইথানল উৎপাদনকারী।
৭. সম্প্রতি কাকে আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত করা হল?
(A) বিজয় কুমার জানজুয়া
(B) পবন কুমার বরঠাকুর
(C) বিনোদ কুমার পাল
(D) মোহিত দাহিয়া
- তিনি পূর্ববর্তী মুখ্য সচিব জিষ্ণু বড়ুয়ার স্থলাভিষিক্ত হবেন, যিনি ৩১শে আগস্ট, ২০২২-এ অবসর নেবেন।
অসম :
- মুখ্যমন্ত্রী : হিমন্ত বিশ্ব শর্মা
- রাজ্যপাল : জগদীশ মুখী
- রাজধানী : দিসপুর
৮. কোন রাজ্যে ২৬তম ‘National Sports Climbing Championship’ আয়োজিত হয়েছে?
(A) উত্তর প্রদেশ
(B) হিমাচল প্রদেশ
(C) উত্তরখণ্ড
(D) তামিলনাড়ু
- নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM)-এ ২৬ তম National Sport Climbing Championship-আয়োজিত হয়েছিল।
- প্রায় ১৭০ জন আরোহণকারী এই ইভেন্টে বিভিন্ন ক্যাটেগরিতে অংশগ্রহণ করেছিলেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here