11th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
11th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ১১ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 11th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. দ্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ZIS) ‘Field Guide, Birds of India’ নামে একটি বই প্রকাশ করেছে। এটিতে দেশের কতগুলি পক্ষী প্রজাতির সম্পর্কে বর্ণিত রয়েছে?
(A) ১,০৬৭
(B) ১,৩৩১
(C) ১,২৩০
(D) ১,১৪৫
- এই বইটিতে প্রত্যেকটি পাখির আসল ছবি ও সহ বর্ণনা রয়েছে।
- ZSI ১৯১৬ সালের ১লা জুলাই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি প্রাণিবিদ্যার গবেষণার জন্য প্রধান ভারতীয় সংস্থা।
- সদর দপ্তর: কলকাতা
২. কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ সিনিয়র মহিলাদের বিভাগে সম্প্রতি কে স্বর্ণপদক জিতলেন?
(A) ভবানী দেবী
(B) মেরাজ আহমদ খান
(C) রোহিত শর্মা
(D) শাহু তুষার মানে
- ভারতের ভবানী দেবী ১০ই আগস্ট 2022-এ কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০২২-এ ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন।
- লন্ডনে তিনি অস্ট্রেলিয়ার ভেরোনিকা ভাসিলেভাকে ১৫-১০-পয়েন্টে এ হারিয়ে শিরোপা জিতেছেন।
- এর আগে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় ফেন্সার হয়ে ইতিহাস তৈরি করেছিলেন তিনি।
৩. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন রাজ্যে দ্বিতীয় প্রজন্মের (2G) ‘ইথানল প্ল্যান্ট’-এর উদ্যোধন করেছেন?
(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) গুজরাট
(D) হরিয়ানা
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১০ই আগস্ট ২০২২-এ হরিয়ানার পানিপতে দ্বিতীয় প্রজন্মের (2G) ইথানল প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।
- এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কর্তৃক ৯০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে।
- এটি বছরে প্রায় ৩ কোটি লিটার ইথানল উৎপাদন করবে।
- ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট ২০২২ সালের এপ্রিলে বিহারের পূর্ণিয়াতে উদ্বোধন করা হয়েছিল।
৪. সম্প্রতি কে পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় শপথ গ্রহণ করলেন?
(A) জেমস মারাপে
(B) ড্যানিয়েল রিশ
(C) ইনগ্রিডা সিমোনিতে
(D) জেভিয়ার বেটেল
- জেমস মারাপে ২০১৯ সালের মে মাস থেকে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাপুয়া নিউ গিনি :
- রাজধানী : পোর্ট মোরসবি
- মহাদেশ : ওশিয়ানিয়া
৫. সম্প্রতি প্রকাশিত ‘Rusty Skies & Golden Winds’ বইটির লেখক কে?
(A) সন্নিধ্য শর্মা
(B) সুবিন ভাজায়ি
(C) কামনা ছিব্বর
(D) বিপুল রাস্তোগী
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং বইটি প্রকাশিত করেছেন।
- লেখক সন্নিধ্য শর্মা হলেন জম্মুর সপ্তম শ্রেণীতে পাঠরত ১১ বছর বয়সী এক কিশোর।
৬. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কাকোরি ট্রেন অ্যাকশনের (কাকোরি ষড়যন্ত্র) বার্ষিকীর স্মরণে সম্প্রতি কোন রেডিও স্টেশনের উদ্বোধন করেছেন?
(A) রেডিও জয় ঘোষ
(B) রেডিও ভিস্তা
(C) রেডিও রেল
(D) রেডিও মিরচি
- আজাদি কা অমৃত মহোৎসবের উদযাপনের অংশ হিসাবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কাকোরি ট্রেন অ্যাকশনের বার্ষিকী স্মরণে “রেডিও জয়ঘোষ”-এর উদ্বোধন করেছেন।
- উত্তরপ্রদেশের আঞ্চলিক বিশেষত্ব, লোকশিল্প, পারফর্মিং আর্ট, রাজ্যের সংস্কৃতি প্রচারের উদ্দেশ্যে এটি রেডিও চ্যানেলটি চালু হয়েছে।
৭. সম্প্রতি কোন রাজ্যে ভারত-মার্কিন যৌথ বিশেষ সামরিক মহড়া “এক্স বজ্র প্রহর” শুরু হয়েছে?
(A) হিমাচল প্রদেশ
(B) বিহার
(C) উত্তরাখন্ড
(D) উত্তর প্রদেশ
- ভারত-মার্কিন যৌথ বিশেষ বাহিনীর মহড়া “এক্স বজ্র প্রহর ২০২২”, হিমাচল প্রদেশের বাকলোতে স্পেশাল ফোর্সেস ট্রেনিং স্কুলে ৮ই আগস্ট, ২০২২ এ শুরু হয়েছিল।
- ‘এক্স বজ্র প্রহর’-হল বার্ষিক অনুশীলনের ১৩ তম সংস্করণ।
৮. সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন রুডি কোর্টজেন। তিনি কোন পেশার সাথে যুক্ত ছিলেন?
(A) নৃত্যশিল্পী
(B) আম্পায়ার
(C) ক্রিকেটার
(D) গায়ক
- আন্তর্জাতিক ক্রিকেটের প্রাক্তন আম্পায়ার রুডি কোর্টজেন সম্প্রতি ৭৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন।
- তিনি ১৯৮১ সালে আম্পায়ারিং শুরু করেছিলেন এবং ১৯৯২ সালে পোর্ট এলিজাবেথে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে দাঁড়িয়েছিলেন।
- ৩৩১টি আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন তিনি।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here