7th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
7th August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ৭ই আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 7th August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের রেসলিংয়ের ১২৫ কেজি ফ্রিস্টাইল বিভাগের সম্প্রতি কে ব্রোঞ্জ পদক জিতেছেন?
(A) জেরেমি লালরিনুঙ্গা
(B) সংকেত মহাদেব সরগর
(C) অচিন্তা শিউলি
(D) মোহিত গ্রেওয়াল
- মোহিত গ্রেওয়াল বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ফ্রিস্টাইল ১২৫ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।
- ব্রোঞ্জ পদকের লড়াইতে জ্যামাইকার অ্যারন জনসনকে হারিয়েছেন তিনি।
- তিনি মাত্র ৩ মিনিট ৩০ সেকেন্ডে পদক জিতেছেন।
- ভারতীয় কুস্তিগীর দিব্যা কাকরান কমনওয়েলথ গেমস ২০২২-এ মহিলাদের ৬৮ কেজি ফ্রিস্টাইল বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন।
২. ওয়ানডেতে (ODI) ৮০০০ রান করা প্রথম বাংলাদেশের ক্রিকেটার কে হলেন?
(A) সাকিব আল হাসান
(B) মাহমুদউল্লাহ
(C) তামিম ইকবাল
(D) মুশফিকুর রহিম
- হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৮০০০ রান করলেন।
- ক্যারিয়ারে গড় ৩৭.২০ রানের সহিত তিনি ২৩৯ ম্যাচ খেলেছেন।
- তিনি ১৪টি ওয়ানডে সেঞ্চুরিও করেছেন।
৩. কোন দেশ সম্প্রতি SAFF U-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে?
(A) ভারত
(B) মালদ্বীপ
(C) নেপাল
(D) বাংলাদেশ
- ভারত ৫ই আগস্ট ২০২২-এ ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে ফাইনালে বাংলাদেশকে ৫-২ গোলে পরাজিত করে SAFF U-20 ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে।
- ভারত টানা দ্বিতীয়বারের মতো এই চ্যাম্পিয়নশিপে জিতেছে।
- SAFF – South Asian Football Federation
৪. কোন দেশ সম্প্রতি তার প্রথম ‘লুনার অরবিটার’ লঞ্চ করেছে?
(A) দক্ষিণ কোরিয়া
(B) ইন্দোনেশিয়া
(C) উত্তর কোরিয়া
(D) মালদ্বীপ
- দক্ষিণ কোরিয়া তার প্রথম lunar orbiter লঞ্চ করেছে।
- মিশনটিতে প্রায় ১৮০ মিলিয়ন ডলার খরচ করেছে দক্ষিণ কোরিয়া।
- সফল হলে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মহাকাশযানের সাথে যোগ দেবে যা ইতিমধ্যেই চাঁদের চারপাশে অরবিট করছে।
৫. BharatPe-এর CFO হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?
(A) আশীষকুমার চৌহান
(B) নকুল জৈন
(C) নলিন নেগি
(D) ইনডারমিট গিল
BharatPe :
- প্রতিষ্ঠাতা : আশনির গ্রোভার, শাশ্বত নাকরানি
- CEO : সুহেল সমীর
- সদরদপ্তর : নয়াদিল্লি
৬. কোন রাজ্য প্রতিটি জেলায় একটি করে সংস্কৃতভাষী গ্রাম তৈরির সিদ্ধান্ত নিয়েছে?
(A) উত্তরাখণ্ড
(B) পশ্চিমবঙ্গ
(C) ওডিশা
(D) অসম
- উত্তরাখণ্ড সরকার রাজ্যের ১৩টি জেলার প্রতিটিতে একটি করে সংস্কৃতভাষী গ্রাম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।
- এই গ্রামের নাগরিকদের দৈনন্দিন যোগাযোগের মাধ্যম হিসেবে প্রাচীন ভারতীয় ভাষা ব্যবহার করার জন্য বিশেষজ্ঞদের দ্বারা প্রশিক্ষণ দেওয়া হবে।
- এখনো অবধি কর্ণাটক রাজ্যে ভারতের একটি মাত্র সংস্কৃতভাষী গ্রাম রয়েছে।
৭. সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে মহিলাদের ১০,০০০ মিটারের দৌড়ে রৌপ্য পদক জিতলেন?
(A) হিমা দাস
(B) জয়ন্তী বেহেরা
(C) প্রিয়াঙ্কা গোস্বামী
(D) অস্বীনি আক্কুনজি
- প্রিয়াঙ্কা গোস্বামী কমনওয়েলথ গেমস ২০২২-এ ১০,০০০ মিটার দৌড়ে রৌপ্য পদক জিতেছেন ৷
- প্রিয়াঙ্কা ৪৩:৩৮:৮২ এর সময় রেকর্ড করেছেন, যা ১০,০০০ মিটার দৌড়ে একটি নতুন ভারতীয় জাতীয় রেকর্ড।
- অস্ট্রেলিয়ার জেমিমা মন্টাগ এই ইভেন্টে ৪২:৩৪:০০ রেকর্ডের সাথে স্বর্ণপদক জিতেছেন।
- তিনি এর আগে ২০১৮ সালে গোল্ড কোস্টে ২০ কিলোমিটার রেস ওয়াক জিতেছিলেন।
৮. কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের রেসলিংয়ের ফ্রিস্টাইল ৫৭ কেজির ইভেন্টে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করলেন কে?
(A) সুশীল কুমার
(B) জিন্দের মহল
(C) রিঙ্কু সিং
(D) রবি কুমার দাহিয়া
- রবি কুমার দাহিয়া কমনওয়েলথ গেমস ২০২২-এ পুরুষদের ফ্রিস্টাইল ৫৭ কেজি কুস্তিতে দেশের হয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন।
- তিনি ফাইনালে নাইজেরিয়ার ইবাইকেওয়েনিমো ওয়েলসনকে ১০-০ পয়েন্টে পরাজিত করেছেন।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here