Daily Current Affairs in BengaliCurrent Affairs

3rd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

3rd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩রা আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 3rd August Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন শহরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি চতুর্থ ‘ONGC Para Games’ এর উদ্বোধন করলেন?

(A) নতুন দিল্লি
(B) আহমেদাবাদ
(C) চেন্নাই
(D) মুম্বাই

উত্তর :
(A) নতুন দিল্লি

  • পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি ২রা আগস্ট ২০২২-এ নতুন দিল্লিতে চতুর্থ ONGC Para Games এর উদ্বোধন করলেন।
  • সারাদেশ থেকে প্রায় ২৭৫ জন প্রতিবন্ধী ব্যক্তি (PwD) এই গেমসে অংশগ্রহণ করছে।
  • ONGC Para Games এর প্রথম সংস্করণ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল।

২. ভারতের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) পেনি গোল্ডবার্গ
(B) অগাস্টে তানো কৌমে
(C) কারমেন রেইনহার্ট
(D) আর্ট ক্রায়

উত্তর :
(B) অগাস্টে তানো কৌমে

  • বিশ্বব্যাংক ভারতের কান্ট্রি ডিরেক্টর হিসেবে অগাস্টে তানো কৌমেকে নিযুক্ত করেছে।
  • তিনি জুনায়েদ কামাল আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন।
  • তিনি সম্প্রতি তুর্কি প্রজাতন্ত্রের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

৩. বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ এ পুরুষদের টেবিল টেনিস ইভেন্টে কোন দেশ স্বর্ণপদক জিতেছে?

(A) মালয়েশিয়া
(B) দক্ষিন আফ্রিকা
(C) ভারত
(D) কানাডা

উত্তর :
(C) ভারত

  • ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দল ২রা আগস্ট বার্মিংহামে কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জিতেছে।
  • ফাইনালে ভারত ৩-১ গোলে সিঙ্গাপুরকে হারিয়েছে।
  • এটি পুরুষদের দলগত ইভেন্টে কমনওয়েলথ গেমসে ভারতের তৃতীয় স্বর্ণপদক (২০১০ এবং ২০১৮ সালের পর)।

৪. কোন দেশ কমনওয়েলথ গেমস ২০২২ এ লন বোলসে মহিলাদের চার ফরম্যাটের ইভেন্টে তার প্রথম স্বর্ণপদক জিতলো?

(A) মিশর
(B) কানাডা
(C) ভারত
(D) শ্রীলংকা

উত্তর :
(C) ভারত

  • কমনওয়েলথ গেমস ২০২২ এ লন বোলসে মহিলাদের চার ফরম্যাটের ইভেন্টের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারত ২রা আগস্ট ২০২২-এ তাদের প্রথম স্বর্ণপদক জিতেছে।
  • ৪ জনের দলে ছিলেন লাভলি চৌবে, পিঙ্কি সিং, নয়নমনি সাইকিয়া এবং রূপা রানী তিরকি।

৫. নিম্নোক্ত কাকে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (PMO) পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে?

(A) শ্বেতা সিং
(B) অনুপ কুমার পাঠক
(C) রুচি মিশ্র
(D) রবি কুমার

উত্তর :
(A) শ্বেতা সিং

  • ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) অফিসার শ্বেতা সিংকে ২রা আগস্ট ২০২২-এ প্রধানমন্ত্রী অফিসে (PMO) পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
  • তিনি তিন বছরের মেয়াদের জন্য নিয়োগের অনুমোদন পেয়েছেন।

৬. কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়িতে শিশুদের দুধ এবং ডিম সরবরাহ করার জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেছে?

(A) কর্ণাটক
(B) গোয়া
(C) তামিলনাড়ু
(D) কেরালা

উত্তর :
(D) কেরালা

  • কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়িতে শিশুদের দুধ এবং ডিম সরবরাহ করার জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের একটি প্রকল্পের উদ্বোধন করেছেন।
  • কেরালা সরকার অঙ্গনওয়াড়ির মেনুতে দুধ এবং ডিম অন্তর্ভুক্ত করার জন্য ৬১.৫ কোটি টাকা বরাদ্দ করেছে।
  • প্রতিটি শিশুকে ৪৪ সপ্তাহ (১০ মাস) সপ্তাহে দুই দিন ১২৫ মিলি দুধ এবং সপ্তাহে দুইবার একটি ডিম দেওয়া হবে।

৭. সম্প্রতি কে কমনওয়েলথ গেমসে পুরুষদের ১০৯কেজির ভারোত্তোলনের ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন?

(A) লভপ্রীত সিং
(B) সতীশ শিবলিঙ্গম
(C) প্রদীপ সিং
(D) বিকাশ ঠাকুর

উত্তর :
(A) লভপ্রীত সিং

  • লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনের ইভেন্টে মোট ৩৫৫ কেজির ভার উত্তোলনের সাথে ব্রোঞ্জ জিতেছেন।
  • একই ইভেন্টে ক্যামেরুনের জুনিয়র পেরিসেলিক্স মোট ৩৬১ কেজির ভার উত্তোলনের সাথে স্বর্ণ পদক জিতেছেন।

৮. ‘Lockdown Lyrics’ বইটির লেখক কে?

(A) প্রিয়া চৌধুরী
(B) হিতোশি সাইতো
(C) সংযুক্তা দাশ
(D) গরিমা চৌধুরী

উত্তর :
(C) সংযুক্তা দাশ

  • ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সংযুক্তা দাশের লেখা কবিতার সংকলন ‘Lockdown Lyrics’ নামের বইটি সম্প্রতি প্রকাশ করেছেন।
  • কবিতাগুলিতে মহামারী চলাকালীন লেখিকার অভিজ্ঞতা এবং ক্ষোভের একটি অযৌক্তিক বর্ণনা রয়েছে।

৯. সম্প্রতি ড্রোন হামলায় সন্ত্রাসী নেতা আয়মান আল-জাওয়াহরির নিধন করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। তিনি কোন সন্ত্রাসী সংগঠনের নেতা ছিলেন?

(A) Al – Qaeda
(B) ISIS
(C) JeM
(D) LeT

উত্তর :
(A) Al – Qaeda

  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ফগানিস্তানের কাবুলে সম্প্রতি চালানো ড্রোন হামলায় আয়মান আল-জাওয়াহরি নিহত হয়েছে।
  • ওসামা বিন লাদেনের মৃত্যুর পর আল-কায়েদার নেতা হিসেবে দায়িত্ব নেন আয়মান আল-জাওয়াহরি।
  • বিন লাদেনও ২০১১ সালে মার্কিন বাহিনীর দ্বারা তার কম্পাউন্ডে একটি অভিযানের সময় নিহত হন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button