2nd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
2nd August Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২রা আগস্ট – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 2nd August Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. ভারতের প্রথম 5G স্পেকট্রাম নিলামে কোন কোম্পানি শীর্ষ দরদাতা হিসাবে আবির্ভূত হয়েছে?
(A) Bharti Airtel
(B) Reliance JIO
(C) BSNL
(D) Vodafone Idea Ltd.
- ভারতের প্রথম 5G স্পেকট্রাম নিলামে মোট মূল্য দাঁড়িয়েছে ১,৫০,১৭৩ কোটি টাকা (প্রায়)।
- রিলায়েন্স JIO শীর্ষ দরদাতা হিসাবে, ২৪,৭৪০ মেগাহার্জ এয়ারওয়েভের জন্য ৮৮,০৭৮ কোটি টাকার বিড করেছে৷
- দ্বিতীয় স্থানে রয়েছে Airtel।
- এর আগে 4G এয়ারওয়েভের নিলাম প্রায় অর্ধেক মূল্য ৭৭,৮১৫ কোটি টাকায় বন্ধ হয়েছিল।
২. কোন দেশ সম্প্রতি ‘UEFA European Women’s Football Championship 2022’ এ জয়লাভ করেছে?
(A) ইংল্যান্ড
(B) বেলজিয়াম
(C) ফ্রান্স
(D) জার্মানি
- ৩১শে জুলাই ২০২২ এ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ড UEFA ইউরোপীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এ জয়লাভ করেছে।
- ফাইনালে ইংল্যান্ড আটবারের চ্যাম্পিয়ন জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে।
- ১৯৬৬ সালের পর এই প্রথম ইংল্যান্ড আন্তর্জাতিক ট্রফি জিতেছে।
- এই চ্যাম্পিয়নশিপ ইংল্যান্ডে ৬ই জুলাই থেকে ৩১শে জুলাই ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
৩. Press Information Bureau (PIB) এর প্রধান মহাপরিচালক হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
(A) রবি সেমওয়াল
(B) সত্যেন্দ্র প্রকাশ
(C) প্রিয়া চৌধুরী
(D) আনন্দ পান্ডে
- সত্যেন্দ্র প্রকাশ ১লা আগস্ট ২০২২-এ প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) প্রধান মহাপরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি জয়দীপ ভাটনগরের স্থলাভিষিক্ত হলেন।
- এর আগে, রিনি ‘সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের’ (CBC) প্রধান মহাপরিচালকের পদে ছিলেন।
৪. ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়কে স্মরণ করার জন্য, কার্গিলের দ্রাসের কোন যুদ্ধ বিন্দুর (battle point) নাম ‘Gun Hill’ রাখা হয়েছে?
(A) Point 4590
(B) Point 5140
(C) Point 4378
(D) Point 5353
- ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়কে স্মরণ করতে এবং “অপারেশন বিজয়”-এর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে, কার্গিলের দ্রাসের Point 5140 কে ‘Gun Hill’ হিসাবে নামকরণ করা হয়েছে।
- ১৯৯৯ কারগিল যুদ্ধের সমাপ্তির বা জয়ের মূল কারণ ছিল ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্তৃক Point 5140 ক্যাপচার।
৫. বার্মিংহামে কমনওয়েলথ গেমস ২০২২ এ মহিলাদের জুডোর ৪৮ কেজি ইভেন্টে সম্প্রতি কে রৌপ্য পদক জিতলেন?
(A) সুশীলা দেবী
(B) রচনা সিং
(C) গরিমা চৌধুরী
(D) হিতোশি সাইতো
- ভারতীয় জুডো খেলোয়াড় শুশীলা দেবী লিকমাবাম ১লা আগস্ট ২০২২-এ বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমস ২০২২ এ মহিলাদের জুডোর ৪৮ কেজি ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন।
- এর পাশাপাশি পুরুষদের বিভাগে বিজয় কুমার যাদব জুডোর ৬০ কেজি ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন।
৬. ২০২২ সালের কোন সপ্তাহে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ’ পালন করা হচ্ছে?
(A) ২-৮ই আগস্ট
(B) ১-৭ই আগস্ট
(C) ৪-১০ই আগস্ট
(D) ৫-১১ই আগস্ট
- ২০২২ সালে ১-৭ই আগস্ট পর্যন্ত বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালিত হচ্ছে।
- মাতৃদুগ্ধ খাওয়ানোকে সমর্থন ও উৎসাহিত করার জন্য, WHO এবং জাতিসংঘের UNICEF এই দিনটি চালু করেছিল।
- প্রথম বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১৯৯২ সালে পালন করা হয়েছিল।
৭. কোন রাজ্য সরকার প্রশাসনিক ক্রিয়াকলাপ সহজ করার জন্য রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে?
(A) পাঞ্জাব
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) পশ্চিমবঙ্গ
- মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক ক্রিয়াকলাপ সহজ করার জন্য রাজ্যে সাতটি নতুন জেলা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
- আগে বাংলায় ২৩টি জেলা ছিল যা এখন বেড়ে ৩০ হয়েছে।
- ছয়টি নতুন জেলার নাম হল: সুন্দরবন, ইছেমতি, রানাঘাট, বিষ্ণুপুর, জঙ্গিপুর, বহরমপুর।
- বসিরহাট অঞ্চলে নাম হবে আরও একটি জেলার।
৮. কোন দিনটিতে প্রতিবছর ‘বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস’ পালিত হয়?
(A) ১লা অগস্ট
(B) ২১শে জুলাই
(C) ২৬শে জুলাই
(D) ২রা অগস্ট
- প্রতি বছর, ফুসফুসের ক্যান্সারের কারণ ও চিকিৎসা সম্পর্কে সচেতনতা বাড়াতে ১লা আগস্ট বিশ্ব ফুসফুস ক্যান্সার দিবস পালন করা হয়।
- International Association for the Study of Lung Cancer (IASLC) এবং American College of Chest Physicians-এর সহযোগিতায় Forum of International Respiratory Societies (FIRS) ২০১২ সালে প্রথম এই দিনটির সূচনা করেন।
- এই বছরের থিম হল ‘Close the Care Gap’।
৯. কোন এয়ারলাইন সম্প্রতি একটি নতুন পলিসি চালু করছে যার মাধ্যমে পাইলটরা অবসর গ্রহণের পরেও বিমান চালানোর অনুমতি পাবে?
(A) Vistara
(B) Indigo
(C) Air India
(D) Jet Airways
- Air India একটি নতুন পলিসি চালু করেছে, যার অধীনে পাইলটরা অবসর গ্রহণের পরেও ৫ বছরের জন্য চুক্তির ভিত্তিতে বিমান ওড়াতে পারবেন।
- Air India পাইলটরা বর্তমানে ৫৮ বছর বয়সে অবসর গ্রহণ করেন।
- কোম্পানি তার বিমানের সংখ্যা বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বুদ্ধিমত্তার সাথে এই পলিসি লাগা করেছে।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here