Current Topics

প্রয়াত প্রখ্যাত গায়িকা নির্মলা মিশ্র

প্রয়াত প্রখ্যাত গায়িকা নির্মলা মিশ্র

৩১শে জুলাই ২০২২ এ প্রয়াত হলেন প্রখ্যাত বাংলা এবং ওড়িয়া গায়িকা নির্মলা মিশ্র। এই পোস্টে দেখে নেবো তাঁর জীবনী সম্পর্কে কিছু তথ্য।

Also Check : প্রয়াত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়

প্রাথমিক জীবন :

  • জন্ম : তিনি ১৯৩৮ সালের ২১দুর্গা সপ্তমীর প্রাক্কালে দক্ষিণ চব্বিশ পরগণার মজিলপুরে জন্মগ্রহণ করেছিলেন।
  • মাতা ও পিতা : তাঁর পিতার নাম পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানী দেবীর।
  • পরে তার বাবার চাকরির জন্য তার পরিবার কলকাতার চেতলাতে চলে আসে।
  • তার পারিবারিক উপাধি ছিল বন্দোপাধ্যায় (ব্যানার্জী)। পরে তার পরিবার ‘মিশ্র’ উপাধিতে ভূষিত হয়।

Also Check : আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী – শিনজো আবে

কর্মজীবন :

  • সঙ্গীত পরিচালক বালকৃষ্ণ দাস তাকে ১৯৬০ সালে ওড়িয়া চলচ্চিত্র শ্রী লোকনাথে প্রথমবার একটি গান গাওয়ার সুযোগ দেন। এর মাধ্যমেই সংগীত জগতে তার ক্যারিয়ার শুরু হয়।
  • এরপর অনেক হিট সিনেমায় গান গেয়েছেন তিনি, যেমন – : স্ত্রী, কা, মালাজানহা, অভিনেত্রী, অনুতাপ, আমাদা বাতা, আদিনা মেঘা ইত্যাদি।
  • তার জনপ্রিয় বাংলা গানের মধ্যে রয়েছে ‘এমন একটা ঝিনুক’, ‘এই বাংলার মাটি তে’ ইত্যাদি এবং তার কিছু হিট ওড়িয়া গান হল ‘নিদা ভর রাতি মধু ঝরা জানহা’, ‘মো মন বীনা রা তারে’ ইত্যাদি।

Also Check : অগ্নিপথ স্কিম কি? – Explaining Agnipath Scheme in Bengali

গায়িকা নির্মলা মিশ্রর কিছু বিখ্যাত গান
গায়িকা নির্মলা মিশ্রর কিছু বিখ্যাত গান

সম্মান :

  • ওড়িয়া সঙ্গীতে তার আজীবন অবদানের জন্য তিনি ‘সঙ্গীত সুধাকর বালকৃষ্ণ দাস পুরস্কার’-এ ভূষিত হয়েছিলেন।
  • ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক তিনি ‘সঙ্গীতসম্মান’ এবং ২০১৩ সালে ‘সঙ্গীত মহাসম্মান’ ও ‘বঙ্গবিভূষণ’ সম্মানে ভূষিত হয়েছিলেন।

মৃত্যু :

প্রখ্যাত বাঙালি গায়িকা নির্মলা মিশ্র ৩১শে জুলাই ২০২২ এর রাতে দক্ষিণ কলকাতার চেতলা এলাকায় তার বাড়িতে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button