2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো 2022 Commonwealth Games / কমনওয়েলথ গেমস ২০২২ নিয়ে। দেখে নেবো বিস্তারিত তথ্য ও সাথে সম্পূর্ণ মেডেল বিজেতাদের তালিকা । India at the 2022 Commonwealth Games ।
বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেন্যু | Venue of Important International Games
এর আগের কমনওয়েলথ গেমস হয়েছিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে ২০১৮ সালে। ২০১৮ সালের কমনওয়েলথ গেমস সম্পর্কে জানতে নিচে লিংকে ক্লিক করুন।
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ভারত ২৬টি স্বর্ণপদকসহ তৃতীয় স্থান অধিকার করেছিল (প্রথম – অস্ট্রেলিয়া, দ্বিতীয় – ইংল্যান্ড ) ।
কমনওয়েলথ গেমসের ভেন্যু
সাল | স্থান |
---|---|
২০১৪ | গ্লাসগো, স্কটল্যান্ড |
২০১৮ | গোল্ডকোস্ট, অস্ট্রেলিয়া |
২০২২ | বার্মিংহাম, ইংল্যান্ড |
২০২৬ | ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া |
২০২২ কমনওয়েলথ গেমস সম্পর্কিত তথ্য
২৮শে জুলাই ২০২২ থেকে ৮ই আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত হচ্ছে ২২তম কমনওয়েলথ গেমস।
এই গেমসে অংশগ্রহণ করবে কমনওয়েলথ গেমস এসোসিয়েশন এর ৭২টি দেশ।
স্পনসর : বার্মিংহাম ২০২২ এর অফিসিয়াল স্পনসর হল – Longines, University of Birmingham, E.ON, Chase, Severn Trent এবং Dettol.
ম্যাসকট : কমনওয়েলথ গেমস ২০২২ এর ম্যাস্কট হলো Perry the Bull । এটি ডিজাইন করেছেন এম্মা লৌ ।
ভারতে কমনওয়েলথ গেমস ব্রডকাস্ট করার অধিকার পেয়েছে – Sony Pictures Sports Network
কমনওয়েলথ ২০২২ – বিভিন্ন দেশের অবস্থান
কমনওয়েলথ ২০২২ – এ শীর্ষে থাকা ১০টি দেখার বিভিন্ন তথ্য নিচে দেওয়া রইলো
নং | দেশ | গোল্ড | সিলভার | ব্রোন্জে | মোট মেডেল |
---|---|---|---|---|---|
১ | অস্ট্রেলিয়া | ৬৬ | ৫৫ | ৫৩ | ১৭৪ |
২ | ইংল্যান্ড | ৫৫ | ৫০ | ৫৩ | ১৬৮ |
৩ | কানাডা | ২৬ | ৩১ | ৩৪ | ৯২ |
৪ | ভারত | ২২ | ১৬ | ২৩ | ৬১ |
৫ | নিউজিল্যান্ড | ১৯ | ১২ | ১৭ | ৪৮ |
৬ | স্কটল্যান্ড | ১২ | ১১ | ২৬ | ৪৯ |
৭ | নাইজেরিয়া | ১২ | ৯ | ১৪ | ৩৫ |
৮ | ওয়েলস | ৮ | ৬ | ১৩ | ২৭ |
৯ | দক্ষিণ আফ্রিকা | ৭ | ৯ | ১১ | ২৭ |
১০ | নর্দান আয়ারল্যান্ড | ৭ | ৭ | ৪ | ১৮ |
২০২২ সালের কমনওয়েলথ – এ ভারত চতুর্থ স্থানে রয়েছে ।
কমনওয়েলথ ২০২২ – ভারতীয় মেডেল বিজেতাদের সম্পূর্ণ তালিকা
২০১৮ সালের কমনওয়েলথ গেমসে ভারত তৃতীয় স্থান অধিকার করেছিল। তবে ২০২২ সালে ২২টি স্বর্ণ পদকসহ ভারত চতুর্থ স্থান অধিকার করে নিয়েছে।
২০২২ সালের কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে পতাকাবাহী ছিলেন হকি খেলোয়াড় মনপ্রীত সিং এবং ব্যাডমিন্টন অ্যাথলিট পি ভি সিন্ধু ।
২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক জিতে নেন – সংকেত সাগর (ভারোত্তোলন / ব্রোন্জ ) ।
নং | নাম | ইভেন্ট | মেডেল |
---|---|---|---|
১ | সাইকম মিরাবাই চানু | ভারোত্তোলন | গোল্ড |
২ | জেরেমি লালরিনুঙ্গা | ভারোত্তোলন | গোল্ড |
৩ | অচিন্ত্য শিউলি | ভারোত্তোলন | গোল্ড |
৪ | রুপা রানী তিরকি নয়নমনি সাইকিয়া লাভলী চৌবে পিংকি সিং | লন বল (মহিলা টিম ) | গোল্ড |
৫ | হরমিত দেশাই সানিল শেঠি অচন্ত শরৎ সাথিয়ান জ্ঞানসেকরন | টেবিল টেনিস (পুরুষ টিম ) | গোল্ড |
৬ | সুধীর | প্যারা পাওয়ারলিফটিং | গোল্ড |
৭ | বজরং পুনিয়া | কুস্তি | গোল্ড |
৮ | সাক্ষী মালিক | কুস্তি | গোল্ড |
৯ | দীপক পুনিয়া | কুস্তি | গোল্ড |
১০ | রবি কুমার দাহিয়া | কুস্তি | গোল্ড |
১১ | ভিনেশ ফোগাট | কুস্তি | গোল্ড |
১২ | নবীন মালিক | কুস্তি | গোল্ড |
১৩ | ভাবিনা প্যাটেল | টেবিল টেনিস | গোল্ড |
১৪ | নিতু ঘাংঘাস | বক্সিং | গোল্ড |
১৫ | অমিত পানঘল | বক্সিং | গোল্ড |
১৬ | এলডহোস পল | অ্যাথলেটিক্স | গোল্ড |
১৭ | নিখাত জারিন | বক্সিং | গোল্ড |
১৮ | শ্রীজা আকুলা | টেবিল টেনিস | গোল্ড |
১৯ | পি. ভি. সিন্ধু | ব্যাডমিন্টন | গোল্ড |
২০ | লক্ষ্য সেন | ব্যাডমিন্টন | গোল্ড |
২১ | সাত্বিক সাইরাজ র্যাঙ্কিং রেড্ডি চিরাগ শেঠি | ব্যাডমিন্টন | গোল্ড |
২২ | শরথ অচন্ত | টেবিল টেনিস | গোল্ড |
২৩ | সংকেত সাগর | ভারোত্তোলন | সিলভার |
২৪ | বিন্দ্যারানী দেবী | ভারোত্তোলন | সিলভার |
২৫ | শুশীলা লিকমাবাম | জুডো | সিলভার |
২৬ | বিকাশ ঠাকুর | ভারোত্তোলন | সিলভার |
২৭ | শ্রীকান্ত কিদাম্বি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি বি সুমিত রেড্ডি লক্ষ্য সেন চিরাগ শেঠি গায়ত্রী গোপীচাঁদ তৃষা জলি আকর্ষি কাশ্যপ অশ্বিনী পোনাপ্পা পি ভি সিন্ধু | ব্যাডমিন্টন (মিক্সড টিম ) | সিলভার |
২৮ | তুলিকা মান | জুডো | সিলভার |
২৯ | মুরালি শ্রীশঙ্কর | অ্যাথলেটিক্স | সিলভার |
৩০ | আংশু মালিক | কুস্তি | সিলভার |
৩১ | প্রিয়াঙ্কা গোস্বামী | অ্যাথলেটিক্স | সিলভার |
৩২ | অবিনাশ সাবল | অ্যাথলেটিক্স | সিলভার |
৩৩ | সুনীল বাহাদুর নবনীত সিং চন্দন সিং দীনেশ কুমার | লন বোলিং | সিলভার |
৩৪ | আবদুল্লাহ আবুবকর | অ্যাথলেটিক্স | সিলভার |
৩৫ | সাথিয়ান জ্ঞানসেকরন শরৎ অচন্ত | টেবিল টেনিস | সিলভার |
৩৬ | ভারতীয় মহিলা ক্রিকেট দল | ক্রিকেট | সিলভার |
৩৭ | সাগর আহলাওয়াত | বক্সিং | সিলভার |
৩৮ | ভারতীয় পুরুষ হকি দল | হকি | সিলভার |
৩৯ | গুরুরাজা পূজারি | ভারোত্তোলন | ব্রোঞ্জ |
৪০ | বিজয় কুমার যাদব | জুডো | ব্রোঞ্জ |
৪১ | হরজিন্দর কৌর | ভারোত্তোলন | ব্রোঞ্জ |
৪২ | লাভপ্রীত সিং | ভারোত্তোলন | ব্রোঞ্জ |
৪৩ | সৌরভ ঘোষাল | স্কোয়াশ | ব্রোঞ্জ |
৪৪ | গুরদীপ সিং | ভারোত্তোলন | ব্রোঞ্জ |
৪৫ | তেজস্বিন শঙ্কর | অ্যাথলেটিক্স | ব্রোঞ্জ |
৪৬ | দিব্যা কাকরান | কুস্তি | ব্রোঞ্জ |
৪৭ | মোহিত গ্রেওয়াল | কুস্তি | ব্রোঞ্জ |
৪৮ | জেসমিন ল্যাম্বোরিয়া | বক্সিং | ব্রোঞ্জ |
৪৯ | পূজা গেহলট | কুস্তি | ব্রোঞ্জ |
৫০ | পূজা সিহাগ | কুস্তি | ব্রোঞ্জ |
৫১ | মোহাম্মদ হুসামুদ্দিন | বক্সিং | ব্রোঞ্জ |
৫২ | দীপক নেহরা | কুস্তি | ব্রোঞ্জ |
৫৩ | সোনালবেন প্যাটেল | টেবিল টেনিস | ব্রোঞ্জ |
৫৪ | রোহিত টোকাস | বক্সিং | ব্রোঞ্জ |
৫৫ | ভারতীয় মহিলা হকি দল | হকি | ব্রোঞ্জ |
৫৬ | সন্দীপ কুমার | অ্যাথলেটিক্স | ব্রোঞ্জ |
৫৭ | আন্নু রানী | অ্যাথলেটিক্স | ব্রোঞ্জ |
৫৮ | সৌরভ ঘোষাল দীপিকা পাল্লিকাল | স্কোয়াশ | ব্রোঞ্জ |
৫৯ | শ্রীকান্ত কিদাম্বি | ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
৬০ | গায়ত্রী গোপীচাঁদ তৃষা জলি | ব্যাডমিন্টন | ব্রোঞ্জ |
৬১ | সাথিয়ান জ্ঞানসেকরন | টেবিল টেনিস | ব্রোঞ্জ |
কমনওয়েলথ গেমসে ভারতীয়দের মেডেল বিভাগ
লিঙ্গ অনুযায়ী মেডেল তালিকা নিচে দেওয়া রইলো –
কোন খেলায় কতগুলি মেডেল এসেছে তার তালিকা নিচে দেওয়া রইলো –
কমনওয়েলথ গেমস ২০২২ – প্রশ্নোত্তর
১. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয় ?
বার্মিংহাম, ইংল্যান্ড ।
২. ২০২২ সালের কমনওয়েলথ গেমসের ম্যাসকট কী ?
পেরি ( Perry, a bull)
৩. কমন ওয়েলথ গেমস ২০২২ এর থিম কী ?
গেমস ফর এভরিওয়ান ।
৪. ভারত ২০২২ সালের কমনওয়েলথ গেমসে মোট কতগুলি পদক অর্জন করে?
৬১ টি ( স্বর্ণ : ২২, রৌপ্য : ১৬, ব্রোঞ্জ : ২৩)
৫. কমনওয়েলথ গেমস ২০২২ এ ভারতের হয়ে সর্বাধিক পদক কে জিতেছেন ?
অচিন্ত্য শরথ কমল ( ৪ টি, টেবিল টেনিস )
৬. কমন ওয়েল্থ গেমস এর প্রবর্তক কে ?
Melville Marks Robinson ।
৭. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে কোন ক্রীড়ার ক্ষেত্রে ভারতীয়রা সব কটি বিভাগে মেডেল অর্জন করেছেন ?
Wrestling । ( ১২ টি ইভেন্টে ১২ টি মেডেল)
৮. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সবার্ধিক পদক জেতে কোন দেশ ?
অস্ট্রেলিয়া ।
৯. এই বছর কমনওয়েলথ গেমসে মোট কতগুলি ধরনের খেলা/ইভেন্ট হয়েছে ?
২০ টি ।
১০. কমনওয়েলথ গেমসে ২০২২ সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক কে ছিলেন ?
অচিন্ত্য শরথ কমল, পি ভি সিন্ধু ।
১১. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতের কনিষ্ঠতম পদক জয়ী ক্রীড়াবিদ কে ?
Jeremy Lalrinnunga ( পুরুষদের ভারোত্তোলন, ৬৭ কেজি বিভাগ )
১২. প্রথম কোন ভারতীয় কমনওয়েলথ গেমসে স্বর্ণ পদক জিতেছেন ?
মিলখা সিং। (১৯৫৮)
১৩. ২০২২ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ভারতের কনিষ্ঠতম ক্রীড়াবিদ কে ?
অনাহত সিং ( ১৪ বছর, স্কোয়াস)
১৪. কমন ওয়েলথ্ গেমস চালু হয় ১৯৩০ সাল থেকে। ১৯৩০-১৯৫০ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা কী নামে পরিচিত ছিল ?
British Empire Games
১৫. ২০২৬ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে ?
ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ।
Download Section
- File Name: 2022 Commonwealth Games – কমনওয়েলথ গেমস ২০২২
- File Size: 2.3 MB
- No. of Pages: 12
- Language: Bengali
To check our latest Posts - Click Here