Daily Current Affairs in BengaliCurrent Affairs

30th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

30th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ৩০শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 30th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

(A) করণ জয়সওয়াল
(B) প্রণয় কুমার ভার্মা
(C) সুমিত কুমার
(D) সতীশ সিং

উত্তর :
(B) প্রণয় কুমার ভার্মা

  • বর্তমানে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • বর্তমান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন তিনি।
  • একই সাথে, সন্দীপ আর্য ভিয়েতনামে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন।

২. কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে কোন বিশ্বকাপ হোস্টের জন্য গ্যারান্টি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে?

(A) FIFA অনূর্ধ্ব-১৯ মহিলা বিশ্বকাপ
(B) FIFA অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপ
(C) FIFA অনূর্ধ্ব-১৭ পুরুষদের বিশ্বকাপ
(D) FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

উত্তর :
(D) FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ

  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতে FIFA অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ২০২২ আয়োজনের গ্যারান্টি স্বাক্ষরের অনুমোদন দিয়েছে।
  • ১১ থেকে ৩০শে অক্টোবর, ২০২২ পর্যন্ত এই টুর্নামেন্টটি ৩টি শহর – ভুবনেশ্বর, গোয়া এবং মুম্বাই জুড়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
  • এটি হবে টুর্নামেন্টের সপ্তম সংস্করণ।
  • এটি প্রথমবারের মতো FIFA মহিলা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক হবে ভারত।

৩. ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মোকাবেলায় কোন দেশ সম্প্রতি সোনার মুদ্রা চালু করেছে?

(A) ঘানা
(B) শ্রীলংকা
(C) জিম্বাবুয়ে
(D) ইরান

উত্তর :
(C) জিম্বাবুয়ে

  • জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় স্বর্ণমুদ্রা চালু করেছে।
  • মুদ্রাটির নাম “Mosi-oa-Tunya” যা স্থানীয় টোঙ্গা ভাষায় ভিক্টোরিয়া জলপ্রপাতকে নির্দেশ করে।
  • এর মাধ্যমে মুদ্রাগুলি তরল সম্পদের অবস্থা থাকবে যাতে সেগুলি সহজেই নগদে রূপান্তরিত যেতে পারে এবং স্থানীয় ও আন্তর্জাতিকভাবে লেনদেনযোগ্য করা যেতে পারে।
  • লঞ্চের সময় একটি কয়েনের দাম ছিল ১,৮২৪ মার্কিন ডলার।

৪. কোন রাজ্য সম্প্রতি সেমিকন্ডাক্টর পলিসি চালু করেছে?

(A) গুজরাট
(B) আসাম
(C) ওড়িশা
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) গুজরাট

  • গুজরাট সরকার ২৭শে জুলাই ২০২২-এ ‘গুজরাট সেমিকন্ডাক্টর পলিসি ২০২২-২৭’ ঘোষণা করেছে।
  • গুজরাট দেশের প্রথম রাজ্য হিসাবে ডেডিকেটেড সেমিকন্ডাক্টর পলিসি সহ্যালু করেছে।
  • এই নতুন পলিসিতে সেমিকন্ডাক্টর তৈরির জন্য প্রচুর প্রণোদনা এবং ভর্তুকি প্রদান করা হবে।
  • এই নীতি ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

৫. অর্থিক বর্ষ ২০২১-২২ এ কোন দেশটি ভারতে সর্বাধিক Foreign Direct Investment (FDI) করেছে?

(A) মরিশাস
(B) জাপান
(C) সৌদি আরব
(D) সিঙ্গাপুর

উত্তর :
(D) সিঙ্গাপুর

  • সিঙ্গাপুর, মার্কিন যুক্তরাষ্ট্র, মরিশাস, নেদারল্যান্ডস এবং সুইজারল্যান্ড অর্থিক বর্ষ ২০২১-২২ এ ভারতে FDI তে শীর্ষ ৫ দেশ হিসাবে উঠে এসেছে।
  • FDI তে সিঙ্গাপুরের অবদান ২৭.০১ শতাংশ।
  • রাজ্যগুলির মধ্যে কর্ণাটক এবং মহারাষ্ট্র অর্থিক বর্ষ ২০২১-২২ এর জন্য সর্বোচ্চ FDI প্রাপ্তির ক্ষেত্রে শীর্ষ দুটি রাজ্য৷

৬. কোন শিপইয়ার্ড ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরী- ‘বিক্রান্ত’ তৈরি করেছে?

(A) Cochin Shipyard
(B) Hindustan Shipyard
(C) Garden Reach Shipbuilders & Engineers
(D) Mazagon Dock Shipbuilders

উত্তর :
(A) Cochin Shipyard

  • ভারতের প্রথম দেশীয় বিমানবাহী রণতরীটি কোচিন শিপইয়ার্ডস লিমিটেড (CSL) দ্বারা তৈরী হয়েছে।
  • ‘বিক্রান্ত’ ভারতীয় নৌবাহিনীতে ‘INS বিক্রান্ত’ নামে কমিশন পাবে।

৭. কোন মহাসাগরের উপর সম্প্রতি এক রহস্যময় লাল আভা দেখা গেছে?

(A) আর্কটিক মহাসাগর
(B) ভারত মহাসাগর
(C) প্রশান্ত মহাসাগর
(D) আটলান্টিক মহাসাগর

উত্তর :
(D) আটলান্টিক মহাসাগর

  • আটলান্টিক মহাসাগরের উপরে একজন পাইলট সম্প্রতি একটি রহস্যময় লাল আভা দেখতে পেয়েছে।
  • আটলান্টিকের উপর রহস্যময় লাল আলোটি সমুদ্রের ৩১,০০০ ফুট উপরে একটি ককপিট থেকে পাইলট ডাস্টিন ম্যাগার্ড দেখেছিলেন এবং ছবিও তুলেছেন।

৮. সম্প্রতি কে কমনওয়েলথ গেমস ২০২২-এ রৌপ্য পদক জিতলেন?

(A) সুমিত কুমার
(B) মরিস ব্লুমফিল্ড
(C) সংকেত সারগার
(D) সতীশ সিং

উত্তর :
(C) সংকেত সারগার

  • ভারতের সংকেত সরগর, কমনওয়েলথ গেমস ২০২২-এ প্রথম ভারতীয় হিসাবে পদক জিতলেন।
  • তিনি পুরুষদের ৫৫ কেজি ইভেন্টে মোট ২৪৮ কেজি (স্ন্যাচে ১১৩ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ১৩৫) ওয়েটলিফটিংয়ে রৌপ্য পদক জিতেছেন।
  • মালয়েশিয়ার অনিক মোহাম্মদক এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন।

৯. কোন দিনটিতে প্রতিবছর ‘বিশ্ব মানবপাচার বিরোধী দিবস’ পালিত হয়?

(A) ৩০শে জুলাই
(B) ১লা আগস্ট
(C) ২৮শে জুন
(D) ৩১শে জুলাই

উত্তর :
(A) ৩০শে জুলাই

  • প্রতি বছর ৩০শে জুলাই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালিত হয় মানবপাচারের সম্পর্কে সচেতন বৃদ্ধি করতে।
  • প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ২৫ মিলিয়নেরও বেশি মানুষ মানব পাচার, যৌন শোষণ বা জোরপূর্বক শ্রমের শিকার হয়।
  • ২০২২ সালের থিম “Use and abuse of technology”।
  • ২০১০ সালে, মানব পাচার মোকাবেলা করার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা ‘গ্লোবাল প্ল্যান অফ অ্যাকশন’ গৃহীত হয়েছিল, এই দিনটির স্মরণেই বিশ্ব মানবপাচার বিরোধী দিবস পালিত হয়।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

দেখে নাও
Close
Back to top button