Daily Current Affairs in BengaliCurrent Affairs

28th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

28th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৮শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 28th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন দিনটিতে ‘বিশ্ব হেপাটাইটিস দিবস’ পালন করা হয়?

(A) ২৮শে জুলাই
(B) ২রা জুলাই
(C) ২২শে জুলাই
(D) ১৯শে জুলাই

উত্তর :
(A) ২৮শে জুলাই

  • ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিবসটি পালিত হয়।
  • এই রোগের ফলে লিভারের প্রদাহ সৃষ্টি হয় এবং রোগীকে লিভার ক্যান্সারের দিকে পরিচালিত করে।
  • হেপাটাইটিস ভাইরাসের পাঁচটি প্রাথমিক স্ট্রেন রয়েছে: টাইপ A, B, C, D এবং E।
  • ২০০৮ সালে প্রথম বিশ্ব হেপাটাইটিস দিবস পালিত হয়।
  • ২০২২ এর থিম হল ‘Bringing hepatitis care closer to you’।

২. কোন দুজনকে কমনওয়েলথ গেমস (CWG) ২০২২-এর জন্য ভারতের পতাকাবাহী হিসাবে মনোনীত করা হয়েছে?

(A) মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু
(B) মেরি কম এবং হিমা দাস
(C) সাক্ষী মালিক এবং আশা লস্কর
(D) হিমা দাস এবং নীরজ চোপড়া

উত্তর :
(A) মনপ্রীত সিং এবং পিভি সিন্ধু

  • ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং শাটলার পিভি সিন্ধুকে কমনওয়েলথ গেমস (CWG) ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ভারতের পতাকাবাহী হিসাবে মনোনীত করা হয়েছে।
  • পিভি সিন্ধু গোল্ড কোস্টে ২০১৮ এর কমনওয়েলথ গেমস-এও পতাকাবাহী ছিলেন।
  • ২৮শে জুলাই থেকে ৮ই আগস্ট ২০২২ পর্যন্ত ইংল্যান্ডের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ ভারতের মোট ২১৫ জন ক্রীড়াবিদ অংশ নেবেন।

৩. সম্প্রতি কোন দেশে ‘Lulo Rose’ নামে গত ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় গোলাপী হীরা পাওয়া গেছে?

(A) দক্ষিন আফ্রিকা
(B) ঘানা
(C) আমেরিকা
(D) অ্যাঙ্গোলা

উত্তর :
(D) অ্যাঙ্গোলা

  • ৩০০ বছরের মধ্যে সবচেয়ে বড় এই বিরল বিশুদ্ধ গোলাপী হীরাটি, মধ্য আফ্রিকার একটি দেশ অ্যাঙ্গোলায় পাওয়া গেছে।
  • এটি একটি ১৭০-ক্যারেট গোলাপী হীরা এবং এর নাম দেওয়া হয়েছে ‘The Lulo Rose’।
  • এর ওজন মাত্র ৩৪ গ্রাম।

৪. সম্প্রতি কোন দেশের ক্রিকেট গ্রাউন্ডের নাম ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের নামে রাখা হয়েছে?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) বাংলাদেশ
(C) ইংল্যান্ড
(D) অস্ট্রেলিয়া

উত্তর :
(C) ইংল্যান্ড

  • ইংল্যান্ডে, লিসেস্টার ক্রিকেট গ্রাউন্ডের নামকরণ করা হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের নামে।
  • মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি এলাকায় ইতিমধ্যেই গাভাস্কারের নামে একটি মাঠ তৈরি করা হয়েছে।
  • সুনীল গাভাস্কারই প্রথম ক্রিকেটার যিনি টেস্ট ক্রিকেটে ১০,০০০ রান করেছিলেন।

৫. কোন বিশিষ্ট অসমীয়া লেখক এবং সাহিত্য একাডেমী পুরস্কারপ্রাপক সম্প্রতি প্রয়াত হলেন?

(A) অতুলানন্দ গোস্বামী
(B) ইন্দিরা গোস্বামী
(C) হীরেন গোহাইন
(D) গুণভীরাম বড়ুয়া

উত্তর :
(A) অতুলানন্দ গোস্বামী

  • বিশিষ্ট অসমীয়া লেখক অতুলানন্দ গোস্বামী ২৭শে জুলাই ২০২২-এ গুয়াহাটিতে ৮৭ বছর বয়সে মারা গেলেন।
  • তিনি ২০০৬ সালে তাঁর ‘সেনেহ জোরির গান’ উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
  • তার অন্যান্য উল্লেখযোগ্য লেখার মধ্যে রয়েছে ‘নামঘরিয়া’, ‘রাজপাট’, ‘পলাতক’ এবং ‘আশ্রয়’।
  • তিনি একজন ছোটগল্পকার, একজন সাহিত্যিক এবং একজন ঔপন্যাসিক হিসেবে পরিচিত ছিলেন।

৬. বলবিন্দর সাফরি সম্প্রতি প্রয়াত হলেন। তিনি কি হিসাবে বিখ্যাত ছিলেন?

(A) ক্লাসিক্যাল ড্যান্সার
(B) আইনজীবী
(C) রাজনীতিবিদ
(D) গায়ক

উত্তর :
(D) গায়ক

  • প্রবীণ পাঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি সম্প্রতি প্রয়াত হলেন।
  • বলবিন্দর সাফরি ছিলেন একজন যুক্তরাজ্য-ভিত্তিক পাঞ্জাবি গায়ক এবং ‘ও চান মেরে মাখনা’, ‘পাও ভাংড়া’, ‘গাল সান কুরিয়া’, ‘নাচদিনু’ এবং আরও অনেক জনপ্রিয় গানের জন্য পরিচিত ছিলেন।
  • তিনি ১৯৯০ সালে সাফরি বয়েজ ব্যান্ড গঠন করেছিলেন।

৭. ৮৪,৩৩০ কোটি টাকার সম্পদের সাথে বর্তমানে ভারতের সবচেয়ে ধনী মহিলা কে?

(A) কিরণ মজুমদার-শ
(B) রোশনি নাদার
(C) ফাল্গুনী নায়ার
(D) সাবিত্রী জিন্দাল

উত্তর :
(B) রোশনি নাদার

  • HCL টেকনোলজিসের চেয়ারপার্সন রোশনি নাদার মালহোত্রা, ৮৪,৩৩০ কোটি টাকার সম্পদের সাথে ভারতের সবচেয়ে ধনী মহিলা।
  • ‘Kotak Private Banking Hurun – Leading Wealthy Women List’-এ এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
  • টানা দ্বিতীয় বছরের জন্য এই অবস্থান ধরে রেখেছেন তিনি।
  • Nykaa-এর ফাল্গুনী নায়ার ৫৭,৫২০ কোটির টাকার সম্পদের সাথে ভারতের সবচেয়ে ধনী স্ব-নির্মিত মহিলা হয়েছেন।

৮. সম্প্রতি কাকে World Bank এর চিফ ইকোনোমিস্ট হিসাবে নিযুক্ত করা হয়েছে?

(A) ইন্দারমিত গিল
(B) প্রভাত কুমার
(C) রত্নাকর শেঠি
(D) কৌশিক বসু

উত্তর :
(A) ইন্দারমিত গিল

  • কৌশিক বসুর পরে বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হওয়া দ্বিতীয় ভারতীয় হয়ে উঠলেন হিসেবে ইন্দারমিত গিল।
  • বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হিসেবে ইন্দ্রমিট গিলের মেয়াদ ১লা সেপ্টেম্বর, ২০২২ থেকে শুরু হবে।

ওয়ার্ল্ড ব্যাঙ্ক :

  • সদর দপ্তর : আমেরিকার ওয়াসিংটন ডিসি
  • প্রতিষ্ঠা : ১৯৪৪ সালে
  • প্রেসিডেন্ট : ডেভিড মালপাস


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button