৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার – বিজয়ীদের তালিকা
২২শে জুলাই ২০২২ এ আয়োজিত হল ৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী সভা। এটি আয়োজিত হওয়ার কথা ছিল ২০২১ সালের ৩রা মে, কিন্তু করোনা মহামারীর কারণে এতটা পেছানো হয়েছে। পুরস্কারের এই সংস্করণে ২০২০ সালের সেরা চলচ্চিত্রগুলিকে পুরস্কৃত হয়েছে।
বিজয়ীদের তালিকা
বিভাগ | বিজয়ী |
---|---|
সেরা ফিচার ফিল্ম | সুরারাই পোত্রু |
সেরা পরিচালক | সচ্চিদানন্দন কে আর (আয়াপ্পানুম কোশিয়ুম) |
সেরা জনপ্রিয় চলচ্চিত্র | তানহাজি |
সেরা অভিনেতা | ১. সুরিয়া (সুরারাই পোট্রু) ২. অজয় দেবগণ (তানহাজি) |
সেরা অভিনেত্রী | অপর্ণা বালামুরালি (সুরারাই পোত্রু) |
সেরা স্ক্রিনপ্লে | সুরারাই পোত্রু |
সেরা প্লেব্যাক গায়ক | ১. রাহুল দেশপান্ডে (মি বসন্তরাও) ২. অনিশ মঙ্গেশ গোসাভি |
সেরা প্লেব্যাক গায়িকা | নানচাম্মা (আয়াপ্পানুম কোশিয়ুম) |
সেরা পার্শ্ব অভিনেতা | বিজু মেনন (আয়াপ্পানুম কোশিয়ুম) |
সেরা পার্শ্ব অভিনেত্রী | লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলি |
সেরা ডেবিউ পরিচালকের জন্য ইন্দিরা গান্ধী পুরস্কার | ম্যান্ডেলা |
সেরা শিশুতোষ সিনেমা | সুমি (মারাঠি)। |
সেরা শিশু শিল্পী | অনীষ মঙ্গেশ গোসাভি (তকতক) এবং আকাঙ্ক্ষা পিঙ্গলে ও দিব্যেশ ইন্দুলকর (সুমি) |
সেরা সংগীত পরিচালক | আলা বৈকুণ্ঠপুরামুলো |
সেরা অডিওগ্রাফি | জোবিন জায়ান (দোলু) |
সেরা সিনেমাটোগ্রাফি | অভিযাত্রিক |
সেরা নন-ফিচার সিনেমা | থ্রি সিস্টার্স |
সেরা পোশাক পরিকল্পনা | তানাজি |
সেরা মেকআপ | নাট্যম |
সেরা স্ক্রিনপ্লে | সুরারাই পোত্রু |
সেরা অসমীয়া সিনেমা | ব্রিজ |
সেরা বাংলা সিনেমা | অভিযাত্রিক |
সেরা হিন্দি সিনেমা | তুলসীদাস জুনিয়র |
সেরা তেলেগু সিনেমা | কালার ফটো |
সেরা তামিল সিনেমা | শিবারণজানিয়ুম ইন্নম শিলা পেঙ্গাল্লুম |
এরকম আরও কিছু পোস্ট :
IPL 2022 – আইপিএল ২০২২ – পুরস্কার – চ্যাম্পিয়ন ও অন্যান্য তথ্য
To check our latest Posts - Click Here