Current Topics

প্রয়াত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়

Dr. Sushovan Banerjee Passed Away

প্রয়াত এক টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়

২৬শে জুলাই ২০২২ এ প্রয়াত হলেন বিখ্যাত ১ টাকার ডাক্তার সুশোভন বন্দ্যোপাধ্যায়। তিনি একজন ভারতীয় চিকিৎসক ও রাজনীতিবিদ ছিলেন। মাত্র এক টাকার বিনিময়ে অভাবী মানুষের চিকিৎসার জন্য তিনি পরিচিত ছিলেন। আজ জেনে নেবো তাঁর জীবনের সম্পর্কে অল্প কিছু কথা।

দেখে নিন : নারায়ণ দেবনাথ প্রয়াত – Narayan Debnath

প্রাথমিক জীবন :

  • সুশোভন ব্যানার্জী পশ্চিমবঙ্গের বোলপুরের বাসিন্দা ছিলেন।
  • তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে ডাক্তারিতে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্যাথলজিতে পিজি ডিগ্রি অর্জন করেছেন।
  • এরপর তিনি হেমাটোলজিতে ডিপ্লোমা করার জন্য লন্ডনে চলে গেছিলেন।

দেখে নিন : আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী – শিনজো আবে

কর্মজীবন :

  • তিনি ১৯৮৪ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং বোলপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
  • ১৯৬৩ সাল থেকে তিনি মাত্র এক টাকায় দরিদ্র রোগীদের চিকিৎসা করে এসেছেন।
  • ২০২০ সালে তিনি তার জীবদ্দশায় সর্বাধিক সংখ্যক রোগীর চিকিৎসা করার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছিলেন।
  • একই বছর, তিনি চিকিৎসা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
  • তিনি আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে স্বর্ণপদকও পেয়েছেন।

দেখে নিন : পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge

মৃত্যু :

  • দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন বাংলার প্রিয় ১ টাকার ডাক্তার।
  • অবশেষে ২৬শে জুলাই ২০২২ এ ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button