Daily Current Affairs in BengaliCurrent Affairs

24th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

24th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২৪শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 24th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. কোন রাজ্য সম্প্রতি তার নতুন ‘কর্মসংস্থান নীতি’ অনুমোদন করেছে?

(A) মহারাষ্ট্র
(B) হরিয়ানা
(C) কর্ণাটক
(D) গুজরাট

উত্তর :
(C) কর্ণাটক

  • কর্ণাটক সরকার “Karnataka Employment Policy 2022-25” অনুমোদন করেছে।
  • মাঝারি শিল্পে যেখানে ন্যূনতম কর্মসংস্থান ২০ জন, সেখানে আরও সাতটি কর্মসংস্থান সৃষ্টির নির্দেশ দেওয়া হয়েছে।

কর্ণাটক:

  • মুখ্যমন্ত্রী : বাসভরাজ বোমাই
  • রাজ্যপাল : থাওয়ার চাঁদ গেহলট
  • রাজধানী : বেঙ্গালুরু
  • জাতীয় উদ্যান : আনশি জাতীয় উদ্যান, বান্দিপুর জাতীয় উদ্যান, ব্যানারঘাটা জাতীয় উদ্যান, কুদ্রেমুখ জাতীয় উদ্যান, রাজীব গান্ধী (নাগারহোল) জাতীয় উদ্যান।

২. প্রথম ‘খেলো ইন্ডিয়া ফেন্সিং উইমেনস লিগ’ কোন রাজ্যে শুরু হবে?

(A) দিল্লী
(B) মধ্যপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) কর্নাটক

উত্তর :
(A) দিল্লী

  • প্রথম খেলো ইন্ডিয়া ফেন্সিং উইমেনস লিগ ২৫শে জুলাই ২০২২ থেকে নতুন দিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়ামে শুরু হবে।
  • ২৯শে জুলাই ২০২২ পর্যন্ত এটি অনুষ্ঠিত হবে।
  • প্রতিটি পর্বের জন্য পুরস্কারের অর্থ হবে ১৭ লাখ টাকারও বেশি।

৩. রাশিয়া এবং ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘের সাথে কোথায় একটি চুক্তি স্বাক্ষর করেছে?

(A) ইস্তাম্বুল
(B) প্যারিস
(C) রোম
(D) আঙ্কারা

উত্তর :
(A) ইস্তাম্বুল

  • রাশিয়া এবং ইউক্রেন তুরস্ক এবং জাতিসংঘের সাথে ২২শে জুলাই ২০২২ এ ইস্তাম্বুলে একটি পৃথক স্বাক্ষর করেছে।
  • চুক্তিটির ফলে ইউক্রেন ২২ মিলিয়ন টন শস্য এবং অন্যান্য কৃষি পণ্য রপ্তানি করতে সক্ষম হবে যা যুদ্ধের কারণে কৃষ্ণ সাগরের বন্দরে আটকে আছে।

৪. সম্প্রতি কে কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন?

(A) নাফতালি বেনেট
(B) শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম
(C) মিন অং হ্লাইং
(D) ফার্দিনান্দ রোমুয়াল্ডেজ মার্কোস

উত্তর :
(B) শেখ মোহাম্মদ সাবাহ আল সালেম

  • তিনি সাবাহ আল-খালিদ আল-সাবাহের স্থলাভিষিক্ত হলেন।

কুয়েত :

  • রাজধানী : কুয়েত সিটি
  • মুদ্রা : দিনার

৫. প্রতিবছর কোন দিনটিতে আয়কর দিবস বা Income Tax Day পালিত হয়?

(A) ২৪শে জুলাই
(B) ১লা সেপ্টেম্বর
(C) ১লা অগস্ট
(D) ২৩শে জুলাই

উত্তর :
(A) ২৪শে জুলাই

  • সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ২৪শে জুলাই ২০২২-এ ১৬২ তম আয়কর দিবস পালন করেছে।
  • ভারতে এই করের ১৫০ বছর পূর্তির স্মরণে ২০১০ সালে প্রথম আয়কর দিবস চালু করা হয়েছিল।
  • প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ শাসনের ক্ষতিপূরণের জন্য জেমস উইলসন ১৮৬০ সালের ২৪শে জুলাই ভারতে আয়করের বিধান চালু করেছিলেন।

৬. IAPH সম্প্রতি কাকে ভারতে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে?

(A) এন্নারাসু করুনেসান
(B) সত্যেন্দ্র কুমার
(C) রাজর্ষি গুপ্ত
(D) সুনিধি সোনকার

উত্তর :
(A) এন্নারাসু করুনেসান

  • ভারতে IAPH অফিসিয়াল প্রতিনিধি হিসেবে এন্নারাসু করুনেসানকে নিযুক্ত করা হয়েছে।
  • IAPH হল বিশ্বের বন্দর শিল্পের সহযোগিতার জন্য একটি ফোরাম।
  • করুনেসানের সামুদ্রিক এবং বন্দর শিল্পে ৩৩ বছরেরও বেশি নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে।

৭. দেশের প্রথম ‘হর ঘর জল’ প্রত্যয়িত জেলা হয়ে উঠলো কোনটি?

(A) রেওয়া
(B) কোয়েম্বাটুর
(C) বুরহানপুর
(D) গোরখপুর

উত্তর :
(C) বুরহানপুর

  • মধ্যপ্রদেশের বুরহানপুর দেশের প্রথম ‘হর ঘর জল’ প্রত্যয়িত জেলা হয়ে উঠেছে।
  • বুরহানপুর দেশের একমাত্র জেলা যেখানে মোট ২৫৪টি গ্রামের প্রতিটি মানুষ কলের মাধ্যমে নিরাপদ পানীয় জলের সুবিধা পেয়েছে।
  • ১৫ই আগস্ট ২০১৯-এ জল জীবন মিশন চালু হওয়ার সময় বুরহানপুরের মাত্র ৩৬.৫৪% পরিবারের কাছে পানীয় জলের ব্যবস্থা ছিল।

৮. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি “ন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউশন” (NSCSTI) লঞ্চ করেছেন?

(A) জিতেন্দ্র সিং
(B) নিতিন গড়করি
(C) অমিত শাহ
(D) অনুরাগ ঠাকুর

উত্তর :
(A) জিতেন্দ্র সিং

  • কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ১৮ই জুলাই ২০২২-এ নতুন দিল্লিতে “ন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর সিভিল সার্ভিস ট্রেনিং ইনস্টিটিউশনস” (NSCSTI) লঞ্চ করেছেন।
  • এর মাধ্যমে, ভারত জাতীয় স্তরে সিভিল সার্ভিস প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির জন্য প্রথম দেশ হয়ে উঠলো।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button