22nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs MCQ in Bangla
22nd July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স
দেওয়া রইলো ২২শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 22nd July Current Affairs Quiz 2022 – Bengali ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।
সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here
Daily Current Affairs MCQ in Bengali
১. প্রতিবছর বিশ্ব মস্তিষ্ক দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি?
(A) ৫ই জুলাই
(B) ১২ই জুলাই
(C) ৯ই জুলাই
(D) ২২শে জুলাই
- সারা বিশ্বে প্রতি বছর ২২শে জুলাই বিশ্ব মস্তিষ্ক দিবস উদযাপন করা হয়।
- দিনটি মস্তিষ্কের স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে পালিত হয়।
- দিবসটি প্রথম পালিত হয়েছিলো ২০১৪ সালে।
- The World Federation of Neurology (WFN) দ্বারা প্রতি বছর দিবসটি উদযাপিত হয়।
- WFN বেলজিয়ামে ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০২২ সালের বিশ্ব মস্তিষ্ক দিবসের থিম হল “Brain Health for All”।
২. সম্প্রতি প্রকাশিত “The Resilient Entrepreneur” বইটির লেখক কে?
(A) রাজেশ তলওয়ার
(B) প্রণয় পাতিল
(C) ধ্রুতি শাহ
(D) ডাঃ শ্রীরাম চাউলিয়া
- বইটিতে সেসমস্ত উদ্যোক্তাদের সাক্ষাৎকার রয়েছে যারা বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করেছেন এবং সফলভাবে তাদের স্টার্টআপগুলিকে দাঁড় করিয়েছেন।
৩. নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ইতালির প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন?
(A) আর্নালদো ফোরলানি
(B) মারিও মন্টি
(C) ম্যাসিমো ডি’আলেমা
(D) মারিও ড্রাঘি
- মারিও ড্রাঘি ২১শে জুলাই ২০২২-এ ইতালির প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন।
- তিনি ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
- প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আগে, তিনি ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৪. পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোন প্রখ্যাত বিজ্ঞানী সম্প্রতি প্রয়াত হলেন?
(A) ডি. শিবানন্দ পাই
(B) ডাঃ অজয় পারিদা
(C) পার্থ প্রতিম মজুমদার
(D) উপিন্দর এস ভাল্লা
- বিশিষ্ট জীববিজ্ঞানী, গবেষক এবং ভুবনেশ্বর ইনস্টিটিউট অফ লাইফ সায়েন্সেস (ILS) এর পরিচালক ডঃ অজয় পারিদা ২১শে জুলাই ২০২২-এ গুয়াহাটিতে ৫৮ বছর বয়সে প্রয়াত হলেন।
- বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য ডঃ পারিদাকে ২০১৪ সালে পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছিল।
- তিনি কৃষি, উদ্ভিদ আণবিক জীববিজ্ঞান এবং জৈবপ্রযুক্তি ক্ষেত্রে তার অগ্রণী কাজের জন্য পরিচিত ছিলেন।
৫. রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্য সম্প্রতি ‘স্বনির্ভর নারী’ প্রকল্প চালু করেছে?
(A) উত্তর প্রদেশ
(B) আসাম
(C) গুজরাট
(D) গোয়া
- আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ১৯শে জুলাই ২০২২-এ গুয়াহাটিতে ‘স্বনির্ভর নারি’ প্রকল্প চালু করেছিলেন।
- এই প্রকল্পের লক্ষ্য রাজ্যের আদিবাসী তাঁতিদের ক্ষমতায়ন করা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা।
আসাম:
- রাজধানী: দিসপুর
- রাজ্যপাল: জগদীশ মুখী
- মুখ্যমন্ত্রী: হিমন্ত বিশ্ব শর্মা
৬. “Beyond The Misty Veil, Temple Tales of Uttarakhand”-বইটির লেখক কে?
(A) জে জে সিং
(B) আরাধনা জোহরি
(C) রিচা মিশ্র
(D) শ্রীরাম চাউলিয়া
- উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ২০২২ সালের জুলাই মাসে এই বইটি বই লঞ্চ করেছেন।
- এটি লিখেছেন অবসরপ্রাপ্ত সিনিয়র IAS অফিসার আরাধনা জোহরি।
- এই বইতে তিনি উত্তরাখণ্ডের বেশ কয়েকটি মন্দিরের কথা বলেছেন এবং তাদের ইতিহাসের রূপরেখা দিয়েছেন।
৭. TATA Projects Ltd সম্প্রতি কাকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত করেছে?
(A) বিনায়ক পাই
(B) পি উদয়কুমার
(C) পরিতোষ ত্রিপাঠী
(D) আর কে গুপ্তা
- Tata Projects Ltd বিনায়ক পাইকে ২২শে জুলাই ২০২২ থেকে কার্যকরী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেছে।
- তিনি বিনায়ক দেশপান্ডের স্থলাভিষিক্ত হয়েছেন।
- Tata Projects Ltd বর্তমানে ভারত জুড়ে সবচেয়ে বড় কিছু প্রজেক্ট যেমন নিউ পার্লামেন্ট বিল্ডিং, জেওয়ার এয়ারপোর্ট, বারমেরে রিফাইনারি ইউনিট, মুম্বাই ট্রান্স-হারবার লিঙ্ক, ইত্যাদি পরিচালনা করছে।
৮. NITI Aayog-এর ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্সের তৃতীয় সংস্করণে Major States বিভাগে কোন রাজ্য শীর্ষে রয়েছে?
(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) কেরালা
(D) কর্ণাটক
- NITI Aayog-এর ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্সের তৃতীয় সংস্করণে কর্ণাটক, মণিপুর এবং চণ্ডীগড় তাদের নিজ নিজ বিভাগে শীর্ষে রয়েছে।
- ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স হল দেশের ইনোভেশন ইকোসিস্টেম মূল্যায়ন ও বিকাশের জন্য একটি মাপকাঠি।
- পদ্মা সেতু – খরচ, ইতিহাস, দৈর্ঘ্য সাথে আরো অনেক কিছু – Padma Bridge
- অস্কার ২০২২ বিজেতাদের তালিকা – List of Oscar 2022 Winners
- লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
- নালন্দা বিশ্ববিদ্যালয় – অবস্থান প্রতিষ্ঠাতা বিস্তার পুনর্নির্মাণ
- পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স – এর সেট গুলি একত্রে
- India’s Rank In Different Indexes 2021 PDF Download
To check our latest Posts - Click Here