Daily Current Affairs in BengaliCurrent Affairs

21th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs MCQ in Bangla

21th July Current Affairs Quiz 2022 – Bengali – কারেন্ট অ্যাফেয়ার্স

দেওয়া রইলো ২১শে জুলাই – ২০২২ এর গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ( 21th July Current Affairs Quiz 2022 – Bengali  ) । MCQ আকারে এবং বর্ণনা সহ । ডিটেলস-এ পড়লে এই  সাম্প্রতিকী MCQ গুলি মনে রাখা সহজ হয়ে যায় ।

সমস্ত ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স গুলি একসাথে দেখে নাও – Click Here 

Daily Current Affairs MCQ in Bengali


১. ১৩তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ সম্প্রতি কোন শহরে শুরু হয়েছে?

(A) বার্লিন
(B) রোম
(C) টোকিও
(D) নিউইয়র্ক

উত্তর :
(A) বার্লিন

  • ১৩তম পিটার্সবার্গ জলবায়ু সংলাপ ১৮ই জুলাই ২০২২ এ বার্লিনে শুরু হয়েছে।
  • ২০২২ সালের বার্ষিক জলবায়ু বৈঠকের (COP-27) আয়োজক জার্মানি এবং মিশর।

২. দক্ষিণ কোরিয়ার চাংওয়ানে ISSF World Cup এ পুরুষদের স্কিট ইভেন্টে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় শ্যুটার হয়ে ইতিহাস তৈরি করলেন কে?

(A) মিরাজ আহমদ খান
(B) পারভীন হুদা
(C) মনীশ নারওয়াল
(D) শাহু তুষার মানে

উত্তর :
(A) মিরাজ আহমদ খান

  • ১৮ই জুলাই ২০২২ এ এই ইভেন্টটি হয়েছিল।
  • মাইরাজ আহমেদ খান ফাইনালে সম্ভাব্য ৪০টির মধ্যে ৩৭টি হিট রেকর্ড করে স্বর্ণপদক জিতেছেন।
  • দক্ষিণ কোরিয়ার মিনসু কিম ৩৬টি হিট করে রৌপ্য পদ জিতেছেন।

৩. কোন দেশ ISSF শুটিং ওয়ার্ল্ডকাপ ২০২২-এ পদক সংখ্যার তালিকায় শীর্ষে রয়েছে?

(A) দক্ষিণ কোরিয়া
(B) ভারত
(C) জাপান
(D) চীন

উত্তর :
(B) ভারত

  • ভারত পাঁচটি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং চারটি ব্রোঞ্জ পদক সহ মোট ১৫টি পদক নিয়ে পদক তালিকার শীর্ষে রয়েছে।
  • প্রতিযোগিতার শেষ দিনে, অনীশ ভানওয়ালা, বিজয়বীর সিধু এবং সমীরের ত্রয়ী পুরুষদের ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল টীম ইভেন্টে রৌপ্য পদক জিতেছে।

৪. কোন মালায়ালম চলচ্চিত্র নির্মাতাকে কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, ‘JC Daniel Award’ দ্বারা সম্মানিত করা হয়েছে?

(A) ভি সি অভিলাষ
(B) বি. অজিতকুমার
(C) কেপি কুমারন
(D) সেলিম আহমেদ

উত্তর :
(C) কেপি কুমারন

  • মালয়ালম চলচ্চিত্র নির্মাতা কেপি কুমারান কেরালার সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার, জেসি ড্যানিয়েল পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য তিনি এই পুরস্কার জিতেছেন।
  • পুরস্কারের মধ্যে রয়েছে নগদ ৫ লাখ টাকা, একটি সম্মাননাপত্র এবং একটি ফলক।

৫. Henley Passport Index 2022-এ ভারতীয় পাসপোর্টের স্থান কত?

(A) ৭৭তম
(B) ৮৭ তম
(C) ৮৫ তম
(D) ১০৭ তম

উত্তর :
(B) ৮৭ তম

  • বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট রয়েছে জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার।
  • বাকি শীর্ষ ১০-এর মধ্যে রয়েছে জার্মানি, স্পেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ এবং ইতালির মতো দেশ।
  • যুক্তরাজ্য ১৮৭টি দেশে প্রবেশাধিকার নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

৬. ভারতের প্রথম জনজাতি (আদিবাসী) মহিলা রাষ্ট্রপতি কে হলেন?

(A) দ্রৌপদী মুর্মু
(B) মৃদুলা সিনহা
(C) উর্মিলা সিং
(D) শীলা দীক্ষিত

উত্তর :
(A) দ্রৌপদী মুর্মু

  • দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন।
  • তিনি ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি।
  • NDA এর প্রার্থী হিসাবে নির্বাচন জিতেছেন তিনি।

৭. সম্প্রতি কে ONGC Videsh Ltd (OVL) এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন?

(A) প্রবীণ মেওয়াতি
(B) সত্যেন্দ্র কুমার
(C) সুনিধি সোনকার
(D) রাজর্ষি গুপ্ত

উত্তর :
(D) রাজর্ষি গুপ্ত

  • রাজর্ষি গুপ্ত ONGC Videsh Ltd (OVL)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
  • তিনি অলোক গুপ্তের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২২ সালের জুন মাসে চাকরি ছেড়েছেন।
  •  তিনি হিউস্টনে ‘Geological and Geophysical Centre of Excellence’ স্থাপন করেছেন।

৮. ২০২৩ সালে এশিয়ান গেমস হোস্ট করবে কোন দেশ?

(A) চীন
(B) ভারত
(C) মালয়েশিয়া
(D) খজাপান

উত্তর :
(A) চীন

  • এশিয়ান গেমসের স্থগিত ১৯তম আসরটি ২৩শে সেপ্টেম্বর থেকে ৮ই অক্টোবর, 2023 পর্যন্ত চীনের হ্যাংজুতে অনুষ্ঠিত হবে।
  • এটি অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (OCA) দ্বারা ১৯শে জুলাই, ২০২২-এ ঘোষণা করা হয়েছে।
  • এটি মূলত হ্যাংজুতে  ১০-২৫শে সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত আয়োজন করার কথা ছিল ।


To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button