বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কুইজ প্রশ্ন ও উত্তর
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কুইজ প্রশ্ন ও উত্তর (Quiz on Bibhutibhushan Bandyopadhyay ) নিয়ে ।
১ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
২. কোন উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন?
Also Check : লতা মঙ্গেশকর – লতাজীর জীবনী – Biography of Lataji
৩. পারমাদান বন্যপ্রাণী অভয়ারণ্যের নাম কোন লেখকের সম্মানার্থে রাখা হয়েছে?
৪. উত্তম কুমার অভিনীত বাংলা চলচ্চিত্র “নিশিপদ্ম” (১৯৭০) এবং রাজেশ খান্না অভিনীত হিন্দি চলচ্চিত্র “অমর প্রেম” (১৯৭১) বিভূতিভূষণের কোন ছোটগল্প অবলম্বনে নির্মিত?
৫. বিভূতিভূষণের প্রথম প্রকাশিত গল্প কোনটি?
৬. বিভূতিভূষণের প্রথম ছোট গল্পের সংকলন ‘মেঘমল্লার’ প্রকাশিত হয় কত সালে?
৭. ‘পথের পাঁচালী’ উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল?
Also Check : জানা অজানা স্বামী বিবেকানন্দ
৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় “পথের পাঁচালী” উপন্যাসটি কাকে উৎসর্গ করেন?
৯. বিভূতিভূষণের লেখা উপন্যাসগুলি কী কী?
উত্তর : বিভূতিভূষণের লেখা কিছু বিখ্যাত উপন্যাস হল –
- পথের পাঁচালি (১৯২৯)
- পরাজিত (১৯৩২)
- দৃষ্টিপ্রদীপ (১৯৩৫)
- আরণ্যক (১৯৩৯)
- আদর্শ হিন্দু হোটেল (১৯৪০)
- বিপিনের সংসার (১৯৪১)
- দুই বাড়ি (১৯৪১)
- অনুবর্তন (১৯৪২)
- দেবযান (১৯৪৪)
- কেদার রাজা (১৯৪৫)
- অথৈজল (১৯৪৭)
- ইছামতি (১৯৫০)
- অশনি সংকেত (অসমাপ্ত)
- দম্পতি (১৯৫২)
১০. বিভূতিভূষণের লেখা জনপ্রিয় ছোটগল্পগুলি কী কী?
উত্তর : বিভূতিভূষণের লেখা জনপ্রিয় ছোটগল্পগুলি হল –
- মেঘমল্লার (১৯৩১)
- মৌরীফুল (১৯৩২)
- যাত্রাবাদল (১৯৩৪)
- জন্ম ও মৃত্যু (১৯৩৭)
- কিন্নর দল (১৯৩৮)
- বেণীগির ফুলবাড়ি (১৯৪১)
- নবাগত (১৯৪৪)
- তালনবমী (১৯৪৪)
- উপলখন্ড (১৯৪৫)
- বিধুমাস্টার (১৯৪৫)
- ক্ষণভঙ্গুর (১৯৪৫)
- অসাধারণ (১৯৪৬)
- মুখোশ ও মুখশ্রী (১৯৪৭)
- আচার্য কৃপালিনী কলোনি (১৯৪৮; ১৯৫৯ সালে ‘নীলগঞ্জের ফালমন সাহেব’ নামে প্রকাশিত)
- জ্যোতিরিঙ্গণ (১৯৪৯)
- কুশল-পাহাড়ী (১৯৫০)
- রূপ হলুদ (১৯৫৭)
- অনুসন্ধান
- সুলোচনা (১৯৬৩) প্রভৃতি।
১১. হাজারী ঠাকুর ও পদ্ম কোন উপন্যাসের চরিত্র?
Also Check : ভগিনী নিবেদিতা কুইজ প্রশ্নোত্তর । Quiz on Bhagini Nivedita
১২. ১৯৪৩ খ্রী: বাংলায় দুর্ভিক্ষের পটভূমিতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাস রচনা করেন?
১৩. পুঁইমাচা, খুঁটিদেবতা গল্পগুলির রচয়িতা কে?
১৪. পথের পাঁচালী উপন্যাসে মোট কয়টি পর্ব রয়েছে?
উত্তর : পথের পাঁচালী উপন্যাসে মোট তিনটি পর্ব রয়েছে। এগুলি হল –
ক) বল্লালী বালাই : বল্লালী বালাই বলতে মূলত, রাজা বল্লাল সেনের বালাই বুঝায়। মানে হলো, তার শাসনামলে কৌলিন্য প্রথা চালু ছিল। সেই প্রথা অনুসারে নামজাদা নৈকষ্য কুলীনেরা একেক জন ১০০ টিরও বেশি বিবাহ করে varsigma পালাক্রমে শ্বশুর বাড়ি আসত এবং মোটা অংকের টাকা নিয়ে পরের দিনই অন্য শ্বশুরবাড়ি যেতেন। স্ত্রীরা সকলেই যে যার বাপের বাড়িতেই থাকতেন। পিতা মাতার মৃত্যুর পর স্ত্রীর দুঃখ কষ্টের সীমা থাকত না। দু মুঠো শুধু পেটের ভাতের জন্য অন্যের সংসারে ‘বালাই’ হয়ে পড়ে থাকতে হতো। এ উপন্যাসে ইন্দির ঠাকরুন বল্লালী বালাই হিসেবে চিহ্নিত।
খ) আম আঁটির ভেঁপু : ভেঁপু মানে হলো বাঁশি। আমের আঁটি কিছুদিন মাটিতে থেকে সবুজ গাছ গজায়। আঁটির শক্ত খোলা অংশ দিয়ে পাড়াগাঁয়ের দরিদ্র ছেলেমেয়েরা বাঁশি তৈরি করে আনন্দ লাভ করে। সমস্ত প্রাকৃতিক পটভূমির মধ্যে দুটি সবল বালক-বালিকা ধীরে ধীরে মুকুলিত হচ্ছে। বালক-বালিকার সরল আনন্দের প্রতিক রূপে আম আঁটির ভেঁপু ব্যবহার করেছেন।
গ) অক্রুর সংবাদ : মথুরার রাজা কংস ছিলেন নিষ্ঠুর ও অত্যাচারী। কুশাসন ও প্রজাপীড়ন সহ্যের সীমা ছাড়িয়ে গেলে, রাজা কংস কে হত্যা করার জন্য বৃন্দাবন থেকে রথে চড়িয়ে বাসুদেব নন্দন কৃষ্ণকে মথুরায় আনেন অক্রুর। এ অংশের মধ্য দিয়ে অপুর স্বপ্নজগৎ নিজ গ্রাম নিশ্চিন্দিপুর থেকে কাশীতে ভাগ্যান্বেষণে বাধ্য হয়ে যাওয়ার লীলা কে প্রত্যক্ষ করেছেন।
১৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর লেখা কাহিনী অবলম্বনে নির্মিত “নিমন্ত্রণ” সিনেমার পরিচালক কে ছিলেন?
১৬. বিভূতিভূষণের লেখা কোন উপন্যাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেন–“বইখানা দাঁড়িয়ে আছে আপন সত্যের জোরে”?
১৭. পথের পাঁচালী চলচ্চিত্র কতসালে মুক্তি পায়?
Note: This article has been written and submitted by Arnab Das. To submit such content to BanglaQuiz kindly contact us through WhatsApp/ Telegram or drop an email to banglaquiz-in-443979.hostingersite.com@gmail.com.
To check our latest Posts - Click Here